চামোলি (উত্তরাখণ্ড), 27 মার্চ : চিপকো আন্দোলনের 49তম বার্ষিকী পালিত হল উত্তরাখণ্ডের জোশিমঠ ব্লকের ধরতি রইনি গ্রামে (49 Anniversary of Chipko Movement) । এই উপলক্ষ্যে গ্রামের মহিলারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ।
উল্লেখ্য , 2021 সালের 7 ফেব্রুয়ারি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের কারণে গত বছর চিপকো আন্দোলনের বার্ষিকী উদযাপন করা হয়নি । প্রাকৃতিক দুর্যোগের কারণে গৌরাদেবীর মূর্তিটি খুবই ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিকে সরিয়ে ফেলা হয় ৷ শনিবার আবারও গৌরাদেবীর মূর্তিটি রইনি গ্রামে পুনরায় স্থাপিত হয় ।
আরও পড়ুন : আজ থেকে স্বাভাবিক হল আন্তর্জাতিক বিমান পরিষেবা
চিপকো আন্দোলনের 49তম বার্ষিকীতে গৌরাদেবীর ছয় বন্ধুকেও সম্মানিত করা হয় । এরাই সেই ছয় বন্ধু, যাঁরা গৌরাদেবীর সঙ্গে চিপকো আন্দোলনের অংশ নিয়েছিলেন এবং গাছকে জড়িয়ে ধরে বন রক্ষা করেছিলেন । সেই সময় গৌরাদেবীর সঙ্গে সঙ্গে তার বন্ধুরাও বন বাঁচানোর চেষ্টায় একটি গান পরিবেশন করেন, যা আজও তাঁর বন্ধুরা মনে রেখেছেন।
কোভিড-19-এর সমস্ত নিয়ম মেনে নীতি মানা বিকাশ সমিতি (Niti Mana Vikas Samiti) চিপকো আন্দোলনের বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। গ্রামবাসীরা অতি উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । অনুষ্ঠানের সময় পরিবেশের জন্য ভাল কাজ করেছেন সেরকম ব্যক্তিদেরও সম্মান জানানো হয় । সেই সঙ্গে গ্রামের মানুষও পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ রাখার শপথ নেন।