ETV Bharat / bharat

Amarnath Pilgrim Dies: অমরনাথ থেকে ফেরার পথে পা পিছলে মৃত্যু পুণ্যার্থীর - অমরনাথ

অমরনাথের পবিত্র গুহা দর্শন হয়ে গিয়েছিল ৷ ফেরার পথে কালীমাতা মোড়ের কাছে পা পিছলে যায় বছর পঞ্চাশের এক পুণ্যার্থীর ৷ পড়ে যান 300 ফুট গভীরে ৷

ETV Bharat
অমরনাথ দর্শন করে ফেরার পথে মৃত পুণ্যার্থী
author img

By

Published : Aug 19, 2023, 7:32 AM IST

Updated : Aug 19, 2023, 10:26 AM IST

শ্রীনগর, 19 অগস্ট: অমরনাথ যাত্রা থেকে ফেরার পথে মৃত্যু হল পুণ্যার্থীর ৷ ওই ব্যক্তির নাম বিজয় কুমার শাহ (50) ৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে কালীমাতা মোড়ের কাছে ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত ওই পুণ্যার্থী অমরনাথ দর্শন করে ফিরছিলেন ৷ রাস্তায় হঠাৎ তাঁর পা পিছলে যায় ৷ তিনি 300 ফুট নীচে পড়ে যান ৷ মাউন্টেন রেসকিউ টিম এবং সেনার যৌথ উদ্যোগে তাঁকে উদ্ধার করা হয় ৷ তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে ৷ মৃত বিজয় বিহারের রোহতাস জেলার বাসিন্দা বলে খবর ৷

  • #WATCH | J&K: One pilgrim namely Vijay Kumar Shah (50), a resident of village Tumba, Rohtas District, Bihar while returning from the holy Amarnath Cave slipped near Kalimata and fell 300 feet down. The pilgrim was rescued jointly by Mountain Rescue Team and the army, but later… pic.twitter.com/QxW3W4TgZ0

    — ANI (@ANI) August 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জম্মু ও কাশ্মীর পুলিশ সামাজিক মাধ্যমে জানিয়েছে, বিহার থেকে আসা যাত্রী বিজয় কুমার অমরনাথের পবিত্র গুহা দর্শন করে ফিরছিলেন ৷ সঙ্গে ছিলেন মমতা কুমারী ৷ কালীমাতা মোড়ের কাছে বিজয় কুমারের পা পিছলে যায় ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ তাঁর দেহ উদ্ধার উদ্ধার করে বালতাল বেস ক্যাম্প হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তাঁর সঙ্গে থাকা মহিলাও আহত হয়েছেন ৷ তিনি ব্রারিমার্গ বেস ক্যাম্প হাসপাতালে চিকিৎসাধীন ৷

অমরনাথ গুহা জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহলগাঁওতে অবস্থিত ৷ শ্রীনগর থেকে এর দূরত্ব প্রায় 141 কিমি ৷ এই গুহাটির মধ্যে হিমবাহ জমে শিবলিঙ্গের আকৃতির মতো দেখতে হয় ৷ এটি হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র ৷ প্রতি বছর 12 হাজারেরও বেশি ফুট উচ্চতায় অবস্থিত এই পবিত্র গুহা দর্শনে আসেন বহু পুণ্যার্থী ৷

  • Yatri namely Vijay Kumar of Bihar,age 50 years, accompanied by Ms.Mamta Kumari while coming back from Holy Cave fell down the track near Kali Mata Morh and died on spot. Dead body retrieved and is being transported to Baltal Base camp Hospital.
    Injured lady is under treatment at…

    — J&K Police (@JmuKmrPolice) August 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কুয়োয় পড়ে গিয়েছিল ষাঁড়, উদ্ধার করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত 5

স্বভাবতই বিশাল উচ্চতায় অবস্থিত গুহাটিতে পৌঁছতে দুর্গম রাস্তা অতিক্রম করতে হয় ৷ রাস্তাটি একদিকে বন্ধুর, অন্যদিকে দীর্ঘ ৷ সেখানে যানচলাচলের কোনও বন্দোবস্ত নেই ৷ অনেকটা রাস্তাই হেঁটে যেতে হয় পুণ্যার্থীদের ৷ এবছর 1 জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হয় ৷ শেষ হওয়ার কথা 31 অগস্ট ৷

শ্রীনগর, 19 অগস্ট: অমরনাথ যাত্রা থেকে ফেরার পথে মৃত্যু হল পুণ্যার্থীর ৷ ওই ব্যক্তির নাম বিজয় কুমার শাহ (50) ৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে কালীমাতা মোড়ের কাছে ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত ওই পুণ্যার্থী অমরনাথ দর্শন করে ফিরছিলেন ৷ রাস্তায় হঠাৎ তাঁর পা পিছলে যায় ৷ তিনি 300 ফুট নীচে পড়ে যান ৷ মাউন্টেন রেসকিউ টিম এবং সেনার যৌথ উদ্যোগে তাঁকে উদ্ধার করা হয় ৷ তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে ৷ মৃত বিজয় বিহারের রোহতাস জেলার বাসিন্দা বলে খবর ৷

  • #WATCH | J&K: One pilgrim namely Vijay Kumar Shah (50), a resident of village Tumba, Rohtas District, Bihar while returning from the holy Amarnath Cave slipped near Kalimata and fell 300 feet down. The pilgrim was rescued jointly by Mountain Rescue Team and the army, but later… pic.twitter.com/QxW3W4TgZ0

    — ANI (@ANI) August 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জম্মু ও কাশ্মীর পুলিশ সামাজিক মাধ্যমে জানিয়েছে, বিহার থেকে আসা যাত্রী বিজয় কুমার অমরনাথের পবিত্র গুহা দর্শন করে ফিরছিলেন ৷ সঙ্গে ছিলেন মমতা কুমারী ৷ কালীমাতা মোড়ের কাছে বিজয় কুমারের পা পিছলে যায় ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ তাঁর দেহ উদ্ধার উদ্ধার করে বালতাল বেস ক্যাম্প হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তাঁর সঙ্গে থাকা মহিলাও আহত হয়েছেন ৷ তিনি ব্রারিমার্গ বেস ক্যাম্প হাসপাতালে চিকিৎসাধীন ৷

অমরনাথ গুহা জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহলগাঁওতে অবস্থিত ৷ শ্রীনগর থেকে এর দূরত্ব প্রায় 141 কিমি ৷ এই গুহাটির মধ্যে হিমবাহ জমে শিবলিঙ্গের আকৃতির মতো দেখতে হয় ৷ এটি হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র ৷ প্রতি বছর 12 হাজারেরও বেশি ফুট উচ্চতায় অবস্থিত এই পবিত্র গুহা দর্শনে আসেন বহু পুণ্যার্থী ৷

  • Yatri namely Vijay Kumar of Bihar,age 50 years, accompanied by Ms.Mamta Kumari while coming back from Holy Cave fell down the track near Kali Mata Morh and died on spot. Dead body retrieved and is being transported to Baltal Base camp Hospital.
    Injured lady is under treatment at…

    — J&K Police (@JmuKmrPolice) August 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কুয়োয় পড়ে গিয়েছিল ষাঁড়, উদ্ধার করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত 5

স্বভাবতই বিশাল উচ্চতায় অবস্থিত গুহাটিতে পৌঁছতে দুর্গম রাস্তা অতিক্রম করতে হয় ৷ রাস্তাটি একদিকে বন্ধুর, অন্যদিকে দীর্ঘ ৷ সেখানে যানচলাচলের কোনও বন্দোবস্ত নেই ৷ অনেকটা রাস্তাই হেঁটে যেতে হয় পুণ্যার্থীদের ৷ এবছর 1 জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হয় ৷ শেষ হওয়ার কথা 31 অগস্ট ৷

Last Updated : Aug 19, 2023, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.