ETV Bharat / bharat

Ram Mandir Threshold Puja: রাম মন্দিরের গর্ভগৃহের চৌকাঠপুজো, ছবি পোস্ট ট্রাস্টের প্রতিনিধির

রাম মন্দিরের গর্ভগৃহের চৌকাঠ তৈরির কাজ শেষ ৷ চৌকাঠপুজোর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই (Ram Mandir Threshold Puja) ৷

author img

By

Published : Feb 9, 2023, 4:26 PM IST

pictures of Ram Mandir Threshold Puja posted on Social Media
চৌকাঠপুজো

অযোধ্যা, 9 ফেব্রুয়ারি: তৈরি হয়ে গিয়েছে রাম মন্দিরের গর্ভগৃহের চৌকাঠ ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই (Ram Mandir Threshold Puja) ৷ বুধবার এই ছবি পোস্ট করেছেন তিনি ৷ ট্রাস্টের পক্ষ থেকে তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের অযোধ্য়ায় রাম মন্দির নির্মাণের কাজ জোর কদমে চলছে ৷ নির্ধারিত সময়সীমার মধ্যেই মন্দিরের কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি ৷ চম্পত জানিয়েছেন, মন্দিরের চৌকাঠের একাংশ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ৷ প্রথা মাফিক সেটির পুজোও করা হয় ৷ সোশাল মিডিয়ায় সেই পুজোর ছবি পোস্ট করেছেন চম্পত ৷

সোশাল মিডিয়ায় চম্পত জানিয়েছেন, দ্রুত গতিতে রাম মন্দিরের গর্ভগৃহ নির্মাণ করা হচ্ছে ৷ সেই গর্ভগৃহের চৌকাঠ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ৷ সংশ্লিষ্ট পুজোর অনুষ্ঠানে রাম মন্দিরের সঙ্গে যুক্ত কর্তা, ব্যক্তিরা বাদে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতীশ কুমার এবং সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকরা ৷ পাশাপাশি, বিভিন্ন শিল্প সংস্থা থেকেও প্রতিনিধিরা এসেছিলেন ৷ তাঁরাও পুজোর অনুষ্ঠানের সাক্ষী ছিলেন ৷

আরও পড়ুন: আগামী বছরের শুরুতেই খুলবে রাম মন্দির ! ত্রিপুরা ভোটে 'বহু ব্যবহৃত' অস্ত্রই ভরসা শাহ'র

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই রাম মন্দিরের একতলার 70 শতাংশ নির্মাণকাজ শেষ হয়ে গিয়েছে ৷ মন্দির চত্বরের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে ৷ একতলার ছাদ সুরক্ষিত রাখতে প্রচুর স্তম্ভ তৈরি করা হবে ৷ সেই কাজও প্রায় 80 (আশি) শতাংশ শেষ হয়ে গিয়েছে ৷ এছাড়াও, মূল মন্দিরের আশপাশে অন্যান্য নির্মাণ শুরু করা হয়েছে ৷

সূত্রের দাবি, যত দ্রুত সম্ভব গর্ভগৃহে বিগ্রহ অধিষ্ঠিত করতে চায় মন্দির কর্তৃপক্ষ ৷ সেই কারণেই দ্রুত গতিতে গর্ভগৃহ নির্মাণের কাজ করা হচ্ছে ৷ কর্তৃপক্ষের বক্তব্য, রাম মন্দিরের জন্য ভক্তরা বহু বছর অপেক্ষা করেছেন ৷ এখন তাই যত দ্রুত সম্ভব ভক্তদের জন্য রাম মন্দির খুলে দিতে চায় তারা ৷ কিন্তু, নির্মাণকাজ শেষ না হলে তা সম্ভব নয় ৷ তাই নির্মাণে এতটুকুও ঢিলেমি দিতে নারাজ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷

অযোধ্যা, 9 ফেব্রুয়ারি: তৈরি হয়ে গিয়েছে রাম মন্দিরের গর্ভগৃহের চৌকাঠ ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই (Ram Mandir Threshold Puja) ৷ বুধবার এই ছবি পোস্ট করেছেন তিনি ৷ ট্রাস্টের পক্ষ থেকে তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের অযোধ্য়ায় রাম মন্দির নির্মাণের কাজ জোর কদমে চলছে ৷ নির্ধারিত সময়সীমার মধ্যেই মন্দিরের কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি ৷ চম্পত জানিয়েছেন, মন্দিরের চৌকাঠের একাংশ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ৷ প্রথা মাফিক সেটির পুজোও করা হয় ৷ সোশাল মিডিয়ায় সেই পুজোর ছবি পোস্ট করেছেন চম্পত ৷

সোশাল মিডিয়ায় চম্পত জানিয়েছেন, দ্রুত গতিতে রাম মন্দিরের গর্ভগৃহ নির্মাণ করা হচ্ছে ৷ সেই গর্ভগৃহের চৌকাঠ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ৷ সংশ্লিষ্ট পুজোর অনুষ্ঠানে রাম মন্দিরের সঙ্গে যুক্ত কর্তা, ব্যক্তিরা বাদে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতীশ কুমার এবং সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকরা ৷ পাশাপাশি, বিভিন্ন শিল্প সংস্থা থেকেও প্রতিনিধিরা এসেছিলেন ৷ তাঁরাও পুজোর অনুষ্ঠানের সাক্ষী ছিলেন ৷

আরও পড়ুন: আগামী বছরের শুরুতেই খুলবে রাম মন্দির ! ত্রিপুরা ভোটে 'বহু ব্যবহৃত' অস্ত্রই ভরসা শাহ'র

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই রাম মন্দিরের একতলার 70 শতাংশ নির্মাণকাজ শেষ হয়ে গিয়েছে ৷ মন্দির চত্বরের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে ৷ একতলার ছাদ সুরক্ষিত রাখতে প্রচুর স্তম্ভ তৈরি করা হবে ৷ সেই কাজও প্রায় 80 (আশি) শতাংশ শেষ হয়ে গিয়েছে ৷ এছাড়াও, মূল মন্দিরের আশপাশে অন্যান্য নির্মাণ শুরু করা হয়েছে ৷

সূত্রের দাবি, যত দ্রুত সম্ভব গর্ভগৃহে বিগ্রহ অধিষ্ঠিত করতে চায় মন্দির কর্তৃপক্ষ ৷ সেই কারণেই দ্রুত গতিতে গর্ভগৃহ নির্মাণের কাজ করা হচ্ছে ৷ কর্তৃপক্ষের বক্তব্য, রাম মন্দিরের জন্য ভক্তরা বহু বছর অপেক্ষা করেছেন ৷ এখন তাই যত দ্রুত সম্ভব ভক্তদের জন্য রাম মন্দির খুলে দিতে চায় তারা ৷ কিন্তু, নির্মাণকাজ শেষ না হলে তা সম্ভব নয় ৷ তাই নির্মাণে এতটুকুও ঢিলেমি দিতে নারাজ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.