ETV Bharat / bharat

Petrol-Diesel Price Hike : আজও 80 পয়সা দাম বাড়ল পেট্রল-ডিজেলের, জেনে নিন আজ কোথায় কী দাম - Diesel Price Today

পেট্রল, ডিজেলের দাম বাড়াটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে ৷ একনজরে আজ কোথায় কী দাম (Petrol-Diesel Price Hike) ?

Fuel Price increased
5 এপ্রিল পেট্রল ডিজেলের দাম
author img

By

Published : Apr 5, 2022, 9:17 AM IST

নয়াদিল্লি, 5 এপ্রিল : পেট্রল-ডিজ়েলের দাম ঊর্ধ্বমুখী ৷ আজ, মঙ্গলবার পেট্রল-ডিজ়েলের দাম প্রতি লিটারে 80 পয়সা বাড়ল ৷ এ নিয়ে গত 15 দিনে 13 বারে মোট 9.20 টাকা দাম বৃদ্ধি পেল (Petrol-Diesel Price Hike) ৷ দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল মোদি সরকার ৷ 22 মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করেছে ৷ গতকাল পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু 40 পয়সা বেড়েছিল, যা আজ দ্বিগুণ ৷ দেশজুড়ে একই হারে দাম বাড়লেও বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য বিভিন্ন হতে পারে (Petrol Diesel Prices hiked by 80 Paisa on 5 April) ৷

দিল্লি :

পেট্রল : 104.61 টাকা/লিটার (গতকাল ছিল 103.81 টাকা)

ডিজ়েল : 95.87 টাকা/লিটার (গতকাল ছিল 95.07 টাকা)

  • Price of petrol & diesel in Delhi at Rs 104.61 per litre & Rs 95.87 per litre respectively today (increased by 80 paise)

    In Mumbai, the petrol & diesel prices per litre at Rs 119.67 (increased by 84 paise) & Rs 103.92 (increased by 85 paise) pic.twitter.com/7QZVLAJK9P

    — ANI (@ANI) April 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই :

পেট্রল : 119.67/প্রতি লিটার (গতকাল ছিল 118.83 টাকা)

ডিজ়েল : 103.92/প্রতি লিটার (গতাকাল ছিল 103.07 টাকা)

আরও পড়ুন : Protest over Petrol Price Hike : পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি, দড়ি দিয়ে মারুতি টেনে প্রতিবাদ কংগ্রেসের

ক্রমাগত পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন বিপন্ন ৷ দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ ৷ কিন্তু মোদি সরকার অনড় ৷

নয়াদিল্লি, 5 এপ্রিল : পেট্রল-ডিজ়েলের দাম ঊর্ধ্বমুখী ৷ আজ, মঙ্গলবার পেট্রল-ডিজ়েলের দাম প্রতি লিটারে 80 পয়সা বাড়ল ৷ এ নিয়ে গত 15 দিনে 13 বারে মোট 9.20 টাকা দাম বৃদ্ধি পেল (Petrol-Diesel Price Hike) ৷ দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল মোদি সরকার ৷ 22 মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করেছে ৷ গতকাল পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু 40 পয়সা বেড়েছিল, যা আজ দ্বিগুণ ৷ দেশজুড়ে একই হারে দাম বাড়লেও বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য বিভিন্ন হতে পারে (Petrol Diesel Prices hiked by 80 Paisa on 5 April) ৷

দিল্লি :

পেট্রল : 104.61 টাকা/লিটার (গতকাল ছিল 103.81 টাকা)

ডিজ়েল : 95.87 টাকা/লিটার (গতকাল ছিল 95.07 টাকা)

  • Price of petrol & diesel in Delhi at Rs 104.61 per litre & Rs 95.87 per litre respectively today (increased by 80 paise)

    In Mumbai, the petrol & diesel prices per litre at Rs 119.67 (increased by 84 paise) & Rs 103.92 (increased by 85 paise) pic.twitter.com/7QZVLAJK9P

    — ANI (@ANI) April 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই :

পেট্রল : 119.67/প্রতি লিটার (গতকাল ছিল 118.83 টাকা)

ডিজ়েল : 103.92/প্রতি লিটার (গতাকাল ছিল 103.07 টাকা)

আরও পড়ুন : Protest over Petrol Price Hike : পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি, দড়ি দিয়ে মারুতি টেনে প্রতিবাদ কংগ্রেসের

ক্রমাগত পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন বিপন্ন ৷ দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ ৷ কিন্তু মোদি সরকার অনড় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.