ETV Bharat / bharat

Petrol-Diesel Prices Hike : বৃদ্ধি অব্যাহত, আজ পেট্রল-ডিজেলের দাম বাড়ল লিটার পিছু 80 পয়সা - পেট্রল ডিজেলের দাম বাড়ল

দেশে ফিরে এসেছে নভেম্বর পূর্ববর্তী অবস্থা ৷ 22 মার্চ থেকে শুরু করে প্রতিদিন সকালে জ্বালানির বর্ধিত দাম ঘোষণা করছে তেল কোম্পানিগুলি (Petrol-Diesel Prices Hike) ৷

Petrol Diesel Price Revision 26 March
দাম বাড়ল পেট্রল ডিজ়েলের
author img

By

Published : Mar 26, 2022, 9:17 AM IST

নয়াদিল্লি, 26 মার্চ : ফের দাম বাড়ল জ্বালানির ৷ শনিবার, পেট্রল ও ডিজেলের প্রতি লিটারে 80 পয়সা দাম বেড়েছে ৷ এ নিয়ে বিগত পাঁচদিনে চার বার দাম বাড়ল (Petrol Diesel prices hiked again by 80 paise a litre on 26-march) ৷ আজ দিল্লিতে পেট্রলের দাম 98.61 টাকা প্রতি লিটার, যা গতকাল 97.81 টাকা ৷ ডিজেলের দাম 89.87 টাকা থেকে বেড়ে হল 89.07 টাকা প্রতি লিটার ৷

প্রায় সাড়ে চার মাস ধরে জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি ৷ এরপর 22 মার্চ প্রতি লিটারে 80 পয়সা করে দাম বাড়ে ৷ 2017-র জুন মাসের পর এই প্রথম একদিনে এতটা দাম বৃদ্ধি হল ৷ আজ নিয়ে চারবারে পেট্রল এবং ডিজেলের দাম মোট 3.20 টাকা প্রতি লিটার বেড়েছে ৷ পাঁচ রাজ্যে, বিশেষত উত্তরপ্রদেশ ও পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে 8 নভেম্বর থেকে জ্বালানির দাম বাড়ানো বন্ধ ছিল ৷ এই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে 30 মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে ৷ এটা অনুমান করা গিয়েছিল, 10 মার্চ নির্বাচন শেষে এই দাম বাড়তে পারে ৷

আরও পড়ুন : Petrol, diesel prices hiked: আরও দামি পেট্রল-ডিজেল, 4 দিনে বাড়ল 2.40 টাকা

আন্তর্জাতিক বাজারে নভেম্বরের প্রথম দিকে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম ছিল 82 মার্কিন ডলার, যা এখন 117 মার্কিন ডলারে পৌঁছেছে ৷ তেল কোম্পানিগুলি একটানা 137 দিন ধরে এই বোঝা নিয়ে দেশের মধ্যে পেট্রল ডিজ়েলের দাম ধরে রেখেছিল ৷ এবার তারা সাধারণ মানুষের উপর দায় চাপিয়ে দিতে উঠেপড়ে লেগেছে ৷

বৃহস্পতিবার মুডি-র ইনভেস্টর সার্ভিসেস (Moody's Investors Services) জানিয়েছে, নভেম্বর থেকে এই জ্বালানির দাম ধরে রাখার ফলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি (Indian Oil Corporation, IOC), ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল-এর (Bharat Petroleum Corporation Ltd, BPCL) মতো সরকারি সংস্থাগুলির 225 কোটি মার্কিন ডলার অর্থাৎ 19 হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে ৷

কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ়-এর (Kotak Institutional Equities) মতে, এবার ডিজেলের দাম লিটার পিছু 13.1-24.9 টাকা এবং গ্যাসোলিনের (পেট্রল) দাম 10.6-22.3 টাকা করে বাড়ানো উচিত ৷ অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে 100-120 মার্কিন ডলারে পৌঁছেছে ৷

সিআরআইএসআইএল গবেষণা (CRISIL Research) জানাচ্ছে, অপরিশোধিত তেলের দাম 100 মার্কিন ডলার প্রতি ব্যারেল হলে 9-12 টাকা প্রতি লিটার দাম বাড়ানো উচিত ৷ আর 110-120 মার্কিন ডলার প্রতি ব্যারেল হলে দেশে জ্বালানির দাম 15-20 টাকা প্রতি লিটার বৃদ্ধি পাওয়া দরকার ৷ ভারতের 85 শতাংশ জ্বালানি আমদানি হয় ৷ তাই আন্তর্জাতিক বাজারে দামের সঙ্গে তাল মিলিয়ে দেশে জ্বালানির দাম বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷

নয়াদিল্লি, 26 মার্চ : ফের দাম বাড়ল জ্বালানির ৷ শনিবার, পেট্রল ও ডিজেলের প্রতি লিটারে 80 পয়সা দাম বেড়েছে ৷ এ নিয়ে বিগত পাঁচদিনে চার বার দাম বাড়ল (Petrol Diesel prices hiked again by 80 paise a litre on 26-march) ৷ আজ দিল্লিতে পেট্রলের দাম 98.61 টাকা প্রতি লিটার, যা গতকাল 97.81 টাকা ৷ ডিজেলের দাম 89.87 টাকা থেকে বেড়ে হল 89.07 টাকা প্রতি লিটার ৷

প্রায় সাড়ে চার মাস ধরে জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি ৷ এরপর 22 মার্চ প্রতি লিটারে 80 পয়সা করে দাম বাড়ে ৷ 2017-র জুন মাসের পর এই প্রথম একদিনে এতটা দাম বৃদ্ধি হল ৷ আজ নিয়ে চারবারে পেট্রল এবং ডিজেলের দাম মোট 3.20 টাকা প্রতি লিটার বেড়েছে ৷ পাঁচ রাজ্যে, বিশেষত উত্তরপ্রদেশ ও পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে 8 নভেম্বর থেকে জ্বালানির দাম বাড়ানো বন্ধ ছিল ৷ এই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে 30 মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে ৷ এটা অনুমান করা গিয়েছিল, 10 মার্চ নির্বাচন শেষে এই দাম বাড়তে পারে ৷

আরও পড়ুন : Petrol, diesel prices hiked: আরও দামি পেট্রল-ডিজেল, 4 দিনে বাড়ল 2.40 টাকা

আন্তর্জাতিক বাজারে নভেম্বরের প্রথম দিকে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম ছিল 82 মার্কিন ডলার, যা এখন 117 মার্কিন ডলারে পৌঁছেছে ৷ তেল কোম্পানিগুলি একটানা 137 দিন ধরে এই বোঝা নিয়ে দেশের মধ্যে পেট্রল ডিজ়েলের দাম ধরে রেখেছিল ৷ এবার তারা সাধারণ মানুষের উপর দায় চাপিয়ে দিতে উঠেপড়ে লেগেছে ৷

বৃহস্পতিবার মুডি-র ইনভেস্টর সার্ভিসেস (Moody's Investors Services) জানিয়েছে, নভেম্বর থেকে এই জ্বালানির দাম ধরে রাখার ফলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি (Indian Oil Corporation, IOC), ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল-এর (Bharat Petroleum Corporation Ltd, BPCL) মতো সরকারি সংস্থাগুলির 225 কোটি মার্কিন ডলার অর্থাৎ 19 হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে ৷

কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ়-এর (Kotak Institutional Equities) মতে, এবার ডিজেলের দাম লিটার পিছু 13.1-24.9 টাকা এবং গ্যাসোলিনের (পেট্রল) দাম 10.6-22.3 টাকা করে বাড়ানো উচিত ৷ অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে 100-120 মার্কিন ডলারে পৌঁছেছে ৷

সিআরআইএসআইএল গবেষণা (CRISIL Research) জানাচ্ছে, অপরিশোধিত তেলের দাম 100 মার্কিন ডলার প্রতি ব্যারেল হলে 9-12 টাকা প্রতি লিটার দাম বাড়ানো উচিত ৷ আর 110-120 মার্কিন ডলার প্রতি ব্যারেল হলে দেশে জ্বালানির দাম 15-20 টাকা প্রতি লিটার বৃদ্ধি পাওয়া দরকার ৷ ভারতের 85 শতাংশ জ্বালানি আমদানি হয় ৷ তাই আন্তর্জাতিক বাজারে দামের সঙ্গে তাল মিলিয়ে দেশে জ্বালানির দাম বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.