কলকাতা, 24 অক্টোবর : আলিপুরদুয়ার, পুরুলিয়া সহ রাজ্যের একাধিক জেলায় গতকালই ডিজ়েলের দাম একশোর ঘর ছুঁয়েছিল ৷ আর শহর কলকাতায় একশোর গণ্ডি ছোঁয়ার অপেক্ষায় রয়েছে ডিজ়েল ৷ আজ কলকাতায় ডিজ়েলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি 99.43 টাকা ৷ পেট্রলের দর বেড়ে হয়েছে 108.11 টাকা প্রতি লিটার ৷
পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি অব্যাহত ৷ এই নিয়ে টানা পাঁচদিন জ্বালানির দাম বৃদ্ধি পেল ৷ মুম্বই এবং চেন্নাইতে ইতিমধ্যেই একশোর গন্ডি পার করে ফেলেছে ডিজ়েল ৷ বিরোধীরা বলছেন, করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে ৷ লকডাউনে মানুষ কাজ হারিয়েছেন ৷ অনেকেই বাড়ি থেকে অর্ধেক বেতনে কাজ করছেন ৷ এই পরিস্থিতিতে পেট্রল-ডিজেলের দাম বেড়েই চলেছে ৷
আরও পড়ুন : Diesel price hike : সেঞ্চুরি পার ডিজেলের
সর্বশেষ আপডেট অনুযায়ী, দিল্লিতে পেট্রল ও ডিজ়েলের দাম আজ যথাক্রমে 107.59 টাকা এবং প্রতি লিটারে 96.32 টাকা । মুম্বাইতে প্রতি লিটার পেট্রল ও ডিজ়েলের দাম 113.46 টাকা এবং 104.38 টাকা ৷ কলকাতায় 108.11 টাকা এবং 99.43 টাকা ৷ চেন্নাইয়ে যথাক্রমে 104.52 এবং 100.59 টাকা ৷ অক্টোবরেই প্রায় 5 টাকার বেশি বাড়ল জ্বালানির দাম ৷
আরও পড়ুন : Kolkata Metro : চিরতরে ছুটি হল কলকাতা মেট্রোর নন-এসি রেকের, থাকল শুধু নস্ট্যালজিয়া
ভারতীয় পেট্রোলিয়াম বিপণন সংস্থাগুলি আর পেট্রলের দাম বাড়িয়েছে 30 পয়সা, অন্যদিকে প্রায় 34 পয়সা বেড়েছে ডিজ়েলের দামও ৷ গত দু’মাস ধরে লাগাতার ঊর্ধ্বমুখী পেট্রল ও ডিজেলের দাম ৷ যার প্রভাব নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে পড়েছে ৷ এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সাধারণ মানুষ নাজেহাল ৷