ETV Bharat / bharat

Fuel Price Hike : কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দর বেড়ে 107.45 টাকা

ক্রমাগত বেড়েই চলেছে পেট্রল আর ডিজেলের দাম ৷ আজও ফের বাড়ল ৷ রইল কলকাতা-সহ দেশের 4টি মেট্রো শহরে জ্বালানির আজকের দাম ৷

বাড়ল জ্বালানির মূল্য
বাড়ল জ্বালানির মূল্য
author img

By

Published : Oct 22, 2021, 8:47 AM IST

নয়াদিল্লি, 22 অক্টোবর : আজও বাড়ল পেট্রল-ডিজেলের দাম ৷ 35 পয়সা করে বেড়ে আজ দিল্লিতে পেট্রলের দাম হল 106.89 টাকা এবং ডিজেলের দাম 95.62 টাকা ৷ কলকাতায় পেট্রল ও ডিজেলেরর দাম রাজধানীর তুলনায় বেশি ৷ শহরবাসীকে 1 লিটার পেট্রল কিনতে হলে গুনতে হবে 107.45 টাকা আর ডিজেলের জন্য 98.73 টাকা ৷

মুম্বই

পেট্রল - 112.78 টাকা/লিটার

ডিজেল - 103.63 টাকা/লিটার

চেন্নাই

পেট্রল - 103.92 টাকা/লিটার

ডিজেল - 99.92 টাকা/লিটার

আরও পড়ুন : Inflation : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাহুলের নিশানায় কেন্দ্র, লালুর তোপে ডাবল ইঞ্জিন সরকার

দেশে এখুনি জ্বালানির মূল্য কমার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না ৷ যদিও জ্বালানি সরবরাহ বিষয়ে কেন্দ্রীয় সরকার তেল-রফতানিকারক দেশগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে, তাও রেহাই কি না জানা নেই ৷ পেট্রলিয়াম মন্ত্রকের একটি সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বাড়ায়, পেট্রলিয়াম মন্ত্রক সৌদি আরব, কুয়েত, ইউনাইটেড আরব আমিরশাহি, রাশিয়া এবং অন্য দেশগুলির শক্তি মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করছে ৷

নয়াদিল্লি, 22 অক্টোবর : আজও বাড়ল পেট্রল-ডিজেলের দাম ৷ 35 পয়সা করে বেড়ে আজ দিল্লিতে পেট্রলের দাম হল 106.89 টাকা এবং ডিজেলের দাম 95.62 টাকা ৷ কলকাতায় পেট্রল ও ডিজেলেরর দাম রাজধানীর তুলনায় বেশি ৷ শহরবাসীকে 1 লিটার পেট্রল কিনতে হলে গুনতে হবে 107.45 টাকা আর ডিজেলের জন্য 98.73 টাকা ৷

মুম্বই

পেট্রল - 112.78 টাকা/লিটার

ডিজেল - 103.63 টাকা/লিটার

চেন্নাই

পেট্রল - 103.92 টাকা/লিটার

ডিজেল - 99.92 টাকা/লিটার

আরও পড়ুন : Inflation : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাহুলের নিশানায় কেন্দ্র, লালুর তোপে ডাবল ইঞ্জিন সরকার

দেশে এখুনি জ্বালানির মূল্য কমার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না ৷ যদিও জ্বালানি সরবরাহ বিষয়ে কেন্দ্রীয় সরকার তেল-রফতানিকারক দেশগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে, তাও রেহাই কি না জানা নেই ৷ পেট্রলিয়াম মন্ত্রকের একটি সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বাড়ায়, পেট্রলিয়াম মন্ত্রক সৌদি আরব, কুয়েত, ইউনাইটেড আরব আমিরশাহি, রাশিয়া এবং অন্য দেশগুলির শক্তি মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.