ETV Bharat / bharat

Delhi Pollution: বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, 12 বছর আয়ু কমতে পারে রাজধানীর বাসিন্দাদের; জানাচ্ছে সমীক্ষা - People of worlds most polluted city Delhi

Residents on Track to Lose 11.9 Years of Life Expectancy: সম্প্রতি একটি সমীক্ষায় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে গণ্য করা হয়েছে দিল্লিকে ৷ এর জেরে প্রায় 12 বছর আয়ু কমে যেতে পারে রাজধানীর বাসিন্দাদের ৷

Delhi Pollution
দিলির দূষণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 4:55 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট: বিশ্বের সবচেয়ে দূষিত শহর হল দিল্লি ৷ আর এই দূষণের ফলেই প্রায় 12 বছর আয়ু কমে যেতে পারে রাজধানীর বাসিন্দাদের ৷ এমনই ভয়ংকর তথ্য উঠে এসেছে নতুন এক সমীক্ষায় ৷ যাতে বলা হয়েছে, দিল্লিতে যে হারে দূষণের মাত্রা বাড়ছে, তাতে কুয়াশার ঘন চাদরে ঢাকছে শহর ৷ যদি দূষণের মাত্রা এরকমই অব্যাহত থাকে তাহলে তাদের জীবনের বেশ কয়েকটি বছর হারাবে বাসিন্দারা ৷

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের তরফে প্রকাশিত করা হয়েছে এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স ৷ এতে দেখা গিয়েছে, ভারতের 130 কোটিরও বেশি মানুষ এমন এলাকায় বসবাস করে যেখানে বার্ষিক গড় দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্ধারিত করে দেওয়া 5 µg/m3 সীমা অতিক্রম করে । পাশাপাশি দেশের জনসংখ্যার 67.4 শতাংশ মানুষ এমন এলাকায় বাস করে যেখানে দূষণ দেশের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের অর্থাৎ 40 µg/m3 সীমা অতিক্রম করে । সমীক্ষায় বলা হয়েছে, বায়ুদূষণ (PM2.5) একজন ভারতীয়ের গড় আয়ু 5 বছর 3 মাস কমিয়ে দেয় ৷

এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সে জানানো হয়েছে, দিল্লি হল বিশ্বের সবচেয়ে দূষিত শহর ৷ এখানকার 18 মিলিয়ন বাসিন্দাদের গড় আয়ু 11 বছর 9 মাস কমে যেতে পারে ৷ বর্তমান দূষণের মাত্রা অব্যাহত থাকলে জাতীয় নির্দেশিকা অনুসারে তারা জীবনের 8 বছর 5 মাস হারাতে পারে । এমনকী ওই অঞ্চলের সর্বনিম্ন দূষিত জেলা হল পঞ্জাবের পাঠানকোটের বাতাসে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার সাত গুণেরও বেশি ৷ এই মাত্রা অব্যাহত থাকলে বাসিন্দাদের আয়ু 3 বছর 1 মাস কমে যেতে পারে ৷

আরও পড়ুন: দিল্লিতে দূষণ একটু কমল, সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস

যদিও উত্তরের সমভূমিতে ভূতাত্ত্বিক এবং আবহাওয়া সংক্রান্ত কারণগুলির জন্য দূষণ বৃদ্ধি পায় ৷ তবে এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-এর ধুলো এবং সমুদ্রের লবণ থেকে অপসারিত পিএম 2.5 ডেটা বোঝায় যে মানুষের কার্যকলাপ দূষণ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সম্ভবত এটির কারণ, এই অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব দেশের বাকি অংশের প্রায় তিনগুণ ৷ যার অর্থ যানবাহন, আবাসিক এবং কৃষি উৎস থেকে বেশি দূষণ হচ্ছে ৷ এমনটাই গবেষণায় বলা হয়েছে । এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-এর স্রষ্টা মাইকেল গ্রিনস্টোন বলেছেন, "বিশ্বব্যাপী মানুষের আয়ুর উপর বায়ু দূষণের তিন-চতুর্থাংশ প্রভাব মাত্র ছ'টি দেশে পড়ে ৷ সেগুলি হল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চিন, নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়া ৷ যেখানে মানুষ নিঃশ্বাসের মাধ্যমে দূষিত বায়ু গ্রহণ করে ৷ এর ফলে জীবনের এক থেকে ছয় বছরেরও বেশি সময় হারায় তারা ৷"

(সংবাদ সংস্থা-পিটিআই)

নয়াদিল্লি, 29 অগস্ট: বিশ্বের সবচেয়ে দূষিত শহর হল দিল্লি ৷ আর এই দূষণের ফলেই প্রায় 12 বছর আয়ু কমে যেতে পারে রাজধানীর বাসিন্দাদের ৷ এমনই ভয়ংকর তথ্য উঠে এসেছে নতুন এক সমীক্ষায় ৷ যাতে বলা হয়েছে, দিল্লিতে যে হারে দূষণের মাত্রা বাড়ছে, তাতে কুয়াশার ঘন চাদরে ঢাকছে শহর ৷ যদি দূষণের মাত্রা এরকমই অব্যাহত থাকে তাহলে তাদের জীবনের বেশ কয়েকটি বছর হারাবে বাসিন্দারা ৷

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের তরফে প্রকাশিত করা হয়েছে এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স ৷ এতে দেখা গিয়েছে, ভারতের 130 কোটিরও বেশি মানুষ এমন এলাকায় বসবাস করে যেখানে বার্ষিক গড় দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্ধারিত করে দেওয়া 5 µg/m3 সীমা অতিক্রম করে । পাশাপাশি দেশের জনসংখ্যার 67.4 শতাংশ মানুষ এমন এলাকায় বাস করে যেখানে দূষণ দেশের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের অর্থাৎ 40 µg/m3 সীমা অতিক্রম করে । সমীক্ষায় বলা হয়েছে, বায়ুদূষণ (PM2.5) একজন ভারতীয়ের গড় আয়ু 5 বছর 3 মাস কমিয়ে দেয় ৷

এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সে জানানো হয়েছে, দিল্লি হল বিশ্বের সবচেয়ে দূষিত শহর ৷ এখানকার 18 মিলিয়ন বাসিন্দাদের গড় আয়ু 11 বছর 9 মাস কমে যেতে পারে ৷ বর্তমান দূষণের মাত্রা অব্যাহত থাকলে জাতীয় নির্দেশিকা অনুসারে তারা জীবনের 8 বছর 5 মাস হারাতে পারে । এমনকী ওই অঞ্চলের সর্বনিম্ন দূষিত জেলা হল পঞ্জাবের পাঠানকোটের বাতাসে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার সাত গুণেরও বেশি ৷ এই মাত্রা অব্যাহত থাকলে বাসিন্দাদের আয়ু 3 বছর 1 মাস কমে যেতে পারে ৷

আরও পড়ুন: দিল্লিতে দূষণ একটু কমল, সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস

যদিও উত্তরের সমভূমিতে ভূতাত্ত্বিক এবং আবহাওয়া সংক্রান্ত কারণগুলির জন্য দূষণ বৃদ্ধি পায় ৷ তবে এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-এর ধুলো এবং সমুদ্রের লবণ থেকে অপসারিত পিএম 2.5 ডেটা বোঝায় যে মানুষের কার্যকলাপ দূষণ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সম্ভবত এটির কারণ, এই অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব দেশের বাকি অংশের প্রায় তিনগুণ ৷ যার অর্থ যানবাহন, আবাসিক এবং কৃষি উৎস থেকে বেশি দূষণ হচ্ছে ৷ এমনটাই গবেষণায় বলা হয়েছে । এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-এর স্রষ্টা মাইকেল গ্রিনস্টোন বলেছেন, "বিশ্বব্যাপী মানুষের আয়ুর উপর বায়ু দূষণের তিন-চতুর্থাংশ প্রভাব মাত্র ছ'টি দেশে পড়ে ৷ সেগুলি হল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চিন, নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়া ৷ যেখানে মানুষ নিঃশ্বাসের মাধ্যমে দূষিত বায়ু গ্রহণ করে ৷ এর ফলে জীবনের এক থেকে ছয় বছরেরও বেশি সময় হারায় তারা ৷"

(সংবাদ সংস্থা-পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.