ETV Bharat / bharat

Protest for a level crossing : তমলুকে লেভেল ক্রসিংয়ের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ - Protest for a level crossing

তমলুক রেল স্টেশন লাগোয়া কাপাসবেড়িয়া এলাকায় লেভেল ক্রসিংয়ের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ স্থানীয় মানুষজনের (people of tamluk protests for a level crossing in kapasberia ) ৷ রবিবার সকালে লাইনে আটকে পড়া একটি প্রাইভেট গাড়িকে সোজাসুজি এসে ধাক্কা মারে একটি যাত্রীবাহী ট্রেন ৷ দুর্ঘটনার পরেই শুরু হয় বিক্ষোভ ৷

level crossing
level crossing
author img

By

Published : Dec 5, 2021, 7:52 PM IST

Updated : Dec 5, 2021, 9:53 PM IST

তমলুক, 5 ডিসেম্বর : তমলুক রেল স্টেশন লাগোয়া কাপাসবেড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দাবি একটি লেভেল ক্রসিংয়ের ৷ কারণ কোনও লেভেল ক্রসিং না থাকায় কার্যত প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হয় এলাকাবাসীকে ৷ রবিবার সকালে ফের একবার এই অঞ্চলে দু্র্ঘটনার মুখে পড়ে একটি প্রাইভেট গাড়ি ৷ যদিও অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক ৷

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রবিবার সকালে তমলুক স্টেশনের কাছেই কাপাসবেড়িয়া এলাকায় একটি প্রাইভেট গাড়ি লাইন পারাপার করার সময় লাইনে আটকে যায় ৷ ঠিক এইসময় অপর দিক থেকে আসছিল হলদিয়া থেকে পাঁশকুড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন ৷ গাড়ির চালক গাড়ি থেকে নেমে ট্রেনের দিকে হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করলেও ট্রেনটির গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ৷ ফলে ট্রেনটি সোজাসুজি এসে প্রাইভেট গাড়িটিকে ধাক্কা দিয়ে প্রায় 600 মিটার দূরে নিয়ে গিয়ে ফেলে দেয় ৷ অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক ৷

লেভেল ক্রসিংয়ের দাবিতে রবিবার তমলুক রেল স্টেশন লাগোয়া কাপাসবেড়িয়া এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা

আরও পড়ুন : খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ হল বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

এই দুর্ঘটনার পরেই রেল লাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মানুষজন (people of tamluk protests for a level crossing in kapasberia ) ৷ তাঁদের দাবি, কোনও লেভেল ক্রসিং না থাকায় এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে । দীর্ঘ প্রায় দু‘ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ । বিক্ষোভের জেরে আটকে পড়ে পাঁশকুড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন ৷

তমলুক, 5 ডিসেম্বর : তমলুক রেল স্টেশন লাগোয়া কাপাসবেড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দাবি একটি লেভেল ক্রসিংয়ের ৷ কারণ কোনও লেভেল ক্রসিং না থাকায় কার্যত প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হয় এলাকাবাসীকে ৷ রবিবার সকালে ফের একবার এই অঞ্চলে দু্র্ঘটনার মুখে পড়ে একটি প্রাইভেট গাড়ি ৷ যদিও অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক ৷

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রবিবার সকালে তমলুক স্টেশনের কাছেই কাপাসবেড়িয়া এলাকায় একটি প্রাইভেট গাড়ি লাইন পারাপার করার সময় লাইনে আটকে যায় ৷ ঠিক এইসময় অপর দিক থেকে আসছিল হলদিয়া থেকে পাঁশকুড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন ৷ গাড়ির চালক গাড়ি থেকে নেমে ট্রেনের দিকে হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করলেও ট্রেনটির গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ৷ ফলে ট্রেনটি সোজাসুজি এসে প্রাইভেট গাড়িটিকে ধাক্কা দিয়ে প্রায় 600 মিটার দূরে নিয়ে গিয়ে ফেলে দেয় ৷ অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক ৷

লেভেল ক্রসিংয়ের দাবিতে রবিবার তমলুক রেল স্টেশন লাগোয়া কাপাসবেড়িয়া এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা

আরও পড়ুন : খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ হল বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

এই দুর্ঘটনার পরেই রেল লাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মানুষজন (people of tamluk protests for a level crossing in kapasberia ) ৷ তাঁদের দাবি, কোনও লেভেল ক্রসিং না থাকায় এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে । দীর্ঘ প্রায় দু‘ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ । বিক্ষোভের জেরে আটকে পড়ে পাঁশকুড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন ৷

Last Updated : Dec 5, 2021, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.