ETV Bharat / bharat

Poonch Terror Attack: পুঞ্চে জঙ্গি হামলার প্রতিবাদ জম্মুতে, উঠল পাকিস্তান বিরোধী স্লোগান

পুঞ্চে জঙ্গি হামলায় 5 সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে উপত্যকায় ৷ উঠছে পাকিস্তান বিরোধী স্লোগান ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Apr 21, 2023, 6:03 PM IST

জম্মু, 21 এপ্রিল: জম্মু-কাশ্মীরের পুঞ্চে বৃহস্পতিবার জঙ্গি হামলায় 5 সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় এবার পাকিস্তান বিরোধী স্লোগান উঠল ৷ শুক্রবার জম্মুর বাসিন্দারা এদিন পাক বিরোধী স্লোগান দেন ৷ ঘটনার নিন্দা করে এদিন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তাঁরা ৷ এমনকি বৃহস্পতিবারের জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানে জঙ্গি ক্যাম্পগুলির উপর পালটা ভারতের হামলার দাবিও উঠেছে ৷

জানা গিয়েছে, বিজেপি'র সাধারণ সম্পাদক ইয়ুধবীর শেঠির নেতৃত্বে এদিন জম্মুতে এক প্রতিবাদ মিছিল বের করা হয় ৷ কাচি চওয়ানি এলাকার ওই প্রতিবাদ সভায় ওঠে পাকিস্তান বিরোধী স্লোগান ওঠে ৷ ঘটনার তীব্র নিন্দাও করা হয় ৷ ওই ঘটনার বদলা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ওই বিজেপি নেতা, জানিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে ৷

বিজেপি'র অভিযোগ, জম্মু ও কাশ্মীরে যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে সেই শান্তি ও উন্নয়নের পথ ভেস্তে দিতে এই পথ নিচ্ছে জঙ্গিরা ৷ কিন্তু প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার তা নেবে ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার পুঞ্চে জওয়ানদের একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা ৷ ফলে গাড়িতে আগুন ধরে যায়, মৃত্যু হয় পাঁচ সেনা জওয়ানের ৷ ওই জওয়ানরা প্রত্যেকেই জঙ্গি দমন অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন ৷ তাঁরা প্রত্যেকেই রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য ছিলেন ৷ বৃহস্পতিবার পুঞ্চের ভাটা ধুরিয়ায় এলাকায় জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটে ৷

  • J&K | Security personnel paid tribute to the Indian Army soldiers who lost their lives in the Poonch terror attack in Rajouri.

    (Pic source: Indian Army) pic.twitter.com/aXM61l4aJt

    — ANI (@ANI) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কাশ্মীরে সেনাবাহিনীর ট্রাক জ্বালিয়ে দিল জঙ্গিরা, মৃত 5 জওয়ান

এদিন অন্য আর একটি প্রতিবাদ সভায় পাকিস্তানের পতাকাও পোড়ানো হয় ৷ মিশন স্টেটহুড জম্মু-কাশ্মীর নামে সংগঠনের তরফে এদিন জম্মুর নিউ প্লট এলাকায় এই প্রতিবাদ সভা করা হয় ৷ সংগঠনটির তরফে অবশ্য এই ঘটনার জন্য, জম্মু-কাশ্মীরের পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করা হয়েছে ৷ শিবসেনা ডোগরা ফ্রন্টও এদিন এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় ৷

আরও পড়ুন: পুঞ্চে নিহত জওয়ানদের নামের তালিকা প্রকাশ সেনাবাহিনীর

জম্মু, 21 এপ্রিল: জম্মু-কাশ্মীরের পুঞ্চে বৃহস্পতিবার জঙ্গি হামলায় 5 সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় এবার পাকিস্তান বিরোধী স্লোগান উঠল ৷ শুক্রবার জম্মুর বাসিন্দারা এদিন পাক বিরোধী স্লোগান দেন ৷ ঘটনার নিন্দা করে এদিন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তাঁরা ৷ এমনকি বৃহস্পতিবারের জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানে জঙ্গি ক্যাম্পগুলির উপর পালটা ভারতের হামলার দাবিও উঠেছে ৷

জানা গিয়েছে, বিজেপি'র সাধারণ সম্পাদক ইয়ুধবীর শেঠির নেতৃত্বে এদিন জম্মুতে এক প্রতিবাদ মিছিল বের করা হয় ৷ কাচি চওয়ানি এলাকার ওই প্রতিবাদ সভায় ওঠে পাকিস্তান বিরোধী স্লোগান ওঠে ৷ ঘটনার তীব্র নিন্দাও করা হয় ৷ ওই ঘটনার বদলা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ওই বিজেপি নেতা, জানিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে ৷

বিজেপি'র অভিযোগ, জম্মু ও কাশ্মীরে যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে সেই শান্তি ও উন্নয়নের পথ ভেস্তে দিতে এই পথ নিচ্ছে জঙ্গিরা ৷ কিন্তু প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার তা নেবে ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার পুঞ্চে জওয়ানদের একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা ৷ ফলে গাড়িতে আগুন ধরে যায়, মৃত্যু হয় পাঁচ সেনা জওয়ানের ৷ ওই জওয়ানরা প্রত্যেকেই জঙ্গি দমন অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন ৷ তাঁরা প্রত্যেকেই রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য ছিলেন ৷ বৃহস্পতিবার পুঞ্চের ভাটা ধুরিয়ায় এলাকায় জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটে ৷

  • J&K | Security personnel paid tribute to the Indian Army soldiers who lost their lives in the Poonch terror attack in Rajouri.

    (Pic source: Indian Army) pic.twitter.com/aXM61l4aJt

    — ANI (@ANI) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কাশ্মীরে সেনাবাহিনীর ট্রাক জ্বালিয়ে দিল জঙ্গিরা, মৃত 5 জওয়ান

এদিন অন্য আর একটি প্রতিবাদ সভায় পাকিস্তানের পতাকাও পোড়ানো হয় ৷ মিশন স্টেটহুড জম্মু-কাশ্মীর নামে সংগঠনের তরফে এদিন জম্মুর নিউ প্লট এলাকায় এই প্রতিবাদ সভা করা হয় ৷ সংগঠনটির তরফে অবশ্য এই ঘটনার জন্য, জম্মু-কাশ্মীরের পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করা হয়েছে ৷ শিবসেনা ডোগরা ফ্রন্টও এদিন এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় ৷

আরও পড়ুন: পুঞ্চে নিহত জওয়ানদের নামের তালিকা প্রকাশ সেনাবাহিনীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.