ETV Bharat / bharat

Jammu Rajouri Encounter: রাজৌরিতে রাতভর গুলির লড়াই, 1 জঙ্গিকে নিকেশ করল সেনা - Encounter in Jammu Rajouri enters second day

উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই জারি ৷ জম্মুর রাজৌরির একটি গ্রামে জঙ্গিদের সঙ্গে যৌথ নিরাপত্তা বাহিনীর গুলিযুদ্ধ চলছে ৷ শনিবার রাতভর এনকাউন্টার চলার পর রবিবার সকালেও চলছে গুলির লড়াই।

ETV Bharat
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে এনকাউন্টার
author img

By

Published : Aug 6, 2023, 9:32 AM IST

Updated : Aug 6, 2023, 9:39 AM IST

রাজৌরি, 6 অগস্ট: সেনা-জঙ্গি এনকাউন্টার এখনও চলছে ৷ শনিবার রাতভর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলেছে ৷ এরপর রবিবারও চলছে গুলির লড়াই ৷ নিরাপত্তার খাতিরে বাসিন্দাদের ওই এলাকা থেকে কমপক্ষে 2 কিলোমিটার দূরে থাকার পরামর্শও দিয়েছে পুলিশ ৷ জম্মুতে সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট সুনীল বারতওয়াল জানিয়েছেন, 2-3 জন জঙ্গি ওই গ্রামে রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তারা একাধিকবার এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে ৷ কিন্তু শনিবার সারারাত লাগাতার গুলি চলায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷

  • #WATCH | J&K | An encounter is underway in Bariyama area of Rajouri. One terrorist has been neutralised so far. Indian Army has cordoned off the area. Indian Army Para Commandos are also engaged in the encounter.

    (Visuals deferred by unspecified time) pic.twitter.com/4pllYdUejU

    — ANI (@ANI) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার বুধাল এলাকার গুন্ধা-খাওয়াস গ্রামে এই এনকাউন্টার শুরু হয় ৷ এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে ৷ তার পরিচয় এখনও জানা যায়নি ৷ পুলিশ জানিয়েছে, প্রথমে পুলিশের একটি ছোট দল এলাকাটি ঘিরে ফেলে এই তল্লাশি অভিযান শুরু করে ৷ পরে তাদের সঙ্গে সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যোগ দেয় ৷ তবে মৃত জঙ্গির দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ৷

এলাকায় জঙ্গিদের গতিবিধি সংক্রান্ত খবর পেয়েছিল পুলিশ ৷ তারপরই এই অভিযান ৷ জঙ্গিরা যাতে কোনও দিক দিয়ে পালাতে না-পারে তা নিশ্চিত করতে পুলিশ, সেনা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলেছে ৷ লেফটেন্যান্ট সুনীল বারতওয়াল আরও জানিয়েছেন, ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টারে বিশেষ বাহিনী আনা হয়েছে ৷ পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও আনা হয়েছে ৷

আরও পড়ুন: আবারও রক্তাক্ত উপত্যকা! কুলগামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ 3 জওয়ান

রবিবার পুলিশ এলাকার সাধারণ মানুষের জন্য একটি বিশেষ পরামর্শ দিয়েছে ৷ বলা হয়েছে, কেউ যেন এনকাউন্টারের জায়গার কাছাকাছি না আসে ৷ এতে প্রাণনাশের আশঙ্কা রয়েছে ৷ পুলিশের তরফে এই বার্তায় লেখা হয়েছে, "গুন্ধা, খাওয়াস গ্রামে গুলিযুদ্ধ চলছে ৷ এলাকাবাসী যেন এই জায়গাটি এড়িয়ে চলেন ৷ তারা এলাকা থেকে কমপক্ষে 2 কিমি দূরত্ব বজায় রাখুন ৷"

রাজৌরি, 6 অগস্ট: সেনা-জঙ্গি এনকাউন্টার এখনও চলছে ৷ শনিবার রাতভর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলেছে ৷ এরপর রবিবারও চলছে গুলির লড়াই ৷ নিরাপত্তার খাতিরে বাসিন্দাদের ওই এলাকা থেকে কমপক্ষে 2 কিলোমিটার দূরে থাকার পরামর্শও দিয়েছে পুলিশ ৷ জম্মুতে সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট সুনীল বারতওয়াল জানিয়েছেন, 2-3 জন জঙ্গি ওই গ্রামে রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তারা একাধিকবার এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে ৷ কিন্তু শনিবার সারারাত লাগাতার গুলি চলায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷

  • #WATCH | J&K | An encounter is underway in Bariyama area of Rajouri. One terrorist has been neutralised so far. Indian Army has cordoned off the area. Indian Army Para Commandos are also engaged in the encounter.

    (Visuals deferred by unspecified time) pic.twitter.com/4pllYdUejU

    — ANI (@ANI) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার বুধাল এলাকার গুন্ধা-খাওয়াস গ্রামে এই এনকাউন্টার শুরু হয় ৷ এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে ৷ তার পরিচয় এখনও জানা যায়নি ৷ পুলিশ জানিয়েছে, প্রথমে পুলিশের একটি ছোট দল এলাকাটি ঘিরে ফেলে এই তল্লাশি অভিযান শুরু করে ৷ পরে তাদের সঙ্গে সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যোগ দেয় ৷ তবে মৃত জঙ্গির দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ৷

এলাকায় জঙ্গিদের গতিবিধি সংক্রান্ত খবর পেয়েছিল পুলিশ ৷ তারপরই এই অভিযান ৷ জঙ্গিরা যাতে কোনও দিক দিয়ে পালাতে না-পারে তা নিশ্চিত করতে পুলিশ, সেনা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলেছে ৷ লেফটেন্যান্ট সুনীল বারতওয়াল আরও জানিয়েছেন, ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টারে বিশেষ বাহিনী আনা হয়েছে ৷ পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও আনা হয়েছে ৷

আরও পড়ুন: আবারও রক্তাক্ত উপত্যকা! কুলগামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ 3 জওয়ান

রবিবার পুলিশ এলাকার সাধারণ মানুষের জন্য একটি বিশেষ পরামর্শ দিয়েছে ৷ বলা হয়েছে, কেউ যেন এনকাউন্টারের জায়গার কাছাকাছি না আসে ৷ এতে প্রাণনাশের আশঙ্কা রয়েছে ৷ পুলিশের তরফে এই বার্তায় লেখা হয়েছে, "গুন্ধা, খাওয়াস গ্রামে গুলিযুদ্ধ চলছে ৷ এলাকাবাসী যেন এই জায়গাটি এড়িয়ে চলেন ৷ তারা এলাকা থেকে কমপক্ষে 2 কিমি দূরত্ব বজায় রাখুন ৷"

Last Updated : Aug 6, 2023, 9:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.