ETV Bharat / bharat

pegasus snoopgate :পেগাসাসকাণ্ডে অভিষেকের সমর্থনে টুইট কংগ্রেসের; খেলা হবে, বললেন ডেরেক - মমতা বন্দ্য়োপাধ্যায়

ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়িপাতা হয়েছিল ৷ সেই অভিযোগে অভিষেককে সমর্থন করে একটি টুইট করেছে কংগ্রেস ৷ হ্যাশট্যাগ খেলা হবে, ক্যাপশন দিয়ে সেই টুইটই এবার রিটুইট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ যেখানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় অভিষেকের ফোনে আড়িপাতার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে নিশানা করেছে কংগ্রেস ৷

Pegasus Snoopgate Derek Obrine support Congress tweet on TMCs Abhishek Banerjee
পেগাসাসকাণ্ডে অভিষেকের সমর্থনে করা কংগ্রেসের টুইটকে সমর্থন ডেরেকের
author img

By

Published : Jul 25, 2021, 1:39 PM IST

Updated : Jul 25, 2021, 3:33 PM IST

নয়াদিল্লি, 25 জুলাই : ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়িপাতা হয়েছিল ৷ সেই অভিযোগে অভিষেককে সমর্থন করে একটি টুইট করেছে কংগ্রেস ৷ হ্যাশট্যাগ খেলা হবে, ক্যাপশন দিয়ে সেই টুইটই এবার রিটুইট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ যেখানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় অভিষেকের ফোনে আড়িপাতার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে নিশানা করেছে কংগ্রেস ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে দেশে বিরোধী রাজনীতিক এবং দেশের বিভিন্ন সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিদের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ যে ঘটনা প্রকাশ্যে আসতেই নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বিরুদ্ধে দেশের গণতন্ত্রে আঘাত হানার অভিযোগে সরব হয়েছে সব বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধান-সহ সুপ্রিম কোর্টের বিচারপতি, বিরোধী রাজনীতিক এবং ব্যবসায়ীদের ফোনে আড়িপাতার অভিযোগ সামনে এসেছে ৷ যে তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷

যা নিয়ে কংগ্রেস তাদের টুইটারে একটি ছবি প্রকাশ করেছে ৷ যেখানে প্রধানমন্ত্রীকে ‘ভীতু’ বলে কটাক্ষ করা হয়েছে ৷ অভিযোগ করা হয়েছে, পেগাসাস স্পাইওয়্যারের লক্ষ্য ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যা ৷ আর তাও ঠিক 2021 সালে ৷ যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ছিল ৷ যে নির্বাচনে তৃণমূলের লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় ভূমিকা নিয়েছেন ৷ প্রসঙ্গত, 2021 বিধানসভায় এরাজ্যে নিজেদের সরকার গড়তে বদ্ধপরিকর ছিল বিজেপি ৷ কিন্তু, ভোটের ফলাফল প্রকাশের পর বিশাল ব্যবধানে তৃণমূলের কাছে হারতে হয় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ৷ ওই পোস্টেই কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীকে নিশানা করে লেখা হয়েছে, নরেন্দ্র মোদি সরকারের নিরাপত্তাহীনতার কোনও শেষ নেই ৷

আরও পড়ুন : Mamata Banerjee at Delhi : 28 তারিখ বঙ্গভবনে মমতার বৈঠকে 100 বিরোধী নেতা আমন্ত্রিত

আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়িপাতার অভিযোগে করা ওই টুইটটিকেই এদিন শেয়ার করেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন ৷ পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘খেলা হবে’ ৷ আর পেগাসাস ইস্যুতে অভিষেকের সমর্থনে কংগ্রেসের এই টুইট এবং সেটিকে ডেরেকের রিটুইট করার মধ্যে অন্য গন্ধ পাচ্ছেন রাজনীতির কারবারীরা ৷ তবে, কী নরেন্দ্র মোদির সরকারকে 2024 সালে দিল্লির মসনদ থেকে সরাতে কংগ্রেসের হাত ধরতে চলেছে তৃণমূল! ইতিমধ্যেই তৃণমূলের সসংদীয় দলের চেয়ারপার্সন ঘোষণা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ আগামিকাল তিনি দিল্লি সফরেও যাচ্ছেন ৷ যেখানে একাধিক প্রথমসারির বিরোধী নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর ৷ মমতা বন্দ্য়োপাধ্যায় এই সফরে সোনিয়া গান্ধির সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি, 25 জুলাই : ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়িপাতা হয়েছিল ৷ সেই অভিযোগে অভিষেককে সমর্থন করে একটি টুইট করেছে কংগ্রেস ৷ হ্যাশট্যাগ খেলা হবে, ক্যাপশন দিয়ে সেই টুইটই এবার রিটুইট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ যেখানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় অভিষেকের ফোনে আড়িপাতার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে নিশানা করেছে কংগ্রেস ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে দেশে বিরোধী রাজনীতিক এবং দেশের বিভিন্ন সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিদের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ যে ঘটনা প্রকাশ্যে আসতেই নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বিরুদ্ধে দেশের গণতন্ত্রে আঘাত হানার অভিযোগে সরব হয়েছে সব বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধান-সহ সুপ্রিম কোর্টের বিচারপতি, বিরোধী রাজনীতিক এবং ব্যবসায়ীদের ফোনে আড়িপাতার অভিযোগ সামনে এসেছে ৷ যে তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷

যা নিয়ে কংগ্রেস তাদের টুইটারে একটি ছবি প্রকাশ করেছে ৷ যেখানে প্রধানমন্ত্রীকে ‘ভীতু’ বলে কটাক্ষ করা হয়েছে ৷ অভিযোগ করা হয়েছে, পেগাসাস স্পাইওয়্যারের লক্ষ্য ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যা ৷ আর তাও ঠিক 2021 সালে ৷ যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ছিল ৷ যে নির্বাচনে তৃণমূলের লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় ভূমিকা নিয়েছেন ৷ প্রসঙ্গত, 2021 বিধানসভায় এরাজ্যে নিজেদের সরকার গড়তে বদ্ধপরিকর ছিল বিজেপি ৷ কিন্তু, ভোটের ফলাফল প্রকাশের পর বিশাল ব্যবধানে তৃণমূলের কাছে হারতে হয় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ৷ ওই পোস্টেই কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীকে নিশানা করে লেখা হয়েছে, নরেন্দ্র মোদি সরকারের নিরাপত্তাহীনতার কোনও শেষ নেই ৷

আরও পড়ুন : Mamata Banerjee at Delhi : 28 তারিখ বঙ্গভবনে মমতার বৈঠকে 100 বিরোধী নেতা আমন্ত্রিত

আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়িপাতার অভিযোগে করা ওই টুইটটিকেই এদিন শেয়ার করেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন ৷ পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘খেলা হবে’ ৷ আর পেগাসাস ইস্যুতে অভিষেকের সমর্থনে কংগ্রেসের এই টুইট এবং সেটিকে ডেরেকের রিটুইট করার মধ্যে অন্য গন্ধ পাচ্ছেন রাজনীতির কারবারীরা ৷ তবে, কী নরেন্দ্র মোদির সরকারকে 2024 সালে দিল্লির মসনদ থেকে সরাতে কংগ্রেসের হাত ধরতে চলেছে তৃণমূল! ইতিমধ্যেই তৃণমূলের সসংদীয় দলের চেয়ারপার্সন ঘোষণা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ আগামিকাল তিনি দিল্লি সফরেও যাচ্ছেন ৷ যেখানে একাধিক প্রথমসারির বিরোধী নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর ৷ মমতা বন্দ্য়োপাধ্যায় এই সফরে সোনিয়া গান্ধির সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে ৷

Last Updated : Jul 25, 2021, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.