ETV Bharat / bharat

হাউজ অ্যারেস্ট মেহবুবা মুফতি! পিডিপির দাবি খারিজ জম্মু-কাশ্মীর পুলিশের - Article 370

Mehbooba Mufti: সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে সোমবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই রায় দেওয়ার আগেই পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিকে হাউজ অ্যারেস্ট করা হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ এই নিয়ে পিডিপি-র তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷ তবে জম্মু-কাশ্মীর পুলিশ পিডিপি-র দাবি খারিজ করে দিয়েছে ৷

Mehbooba Mufti
Mehbooba Mufti
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 12:45 PM IST

শ্রীনগর, 11 ডিসেম্বর: হাউজ অ্যারেস্ট করা হয়েছে মেহবুবা মুফতিকে ৷ পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপি-র তরফেই এই কথা জানানো হয়েছে ৷ দলের সভানেত্রীর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে পিডিপি ৷ তাদের দাবি, এই হাউজ অ্যারেস্ট বেআইনি ৷ যদিও জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে পিডিপি-র দাবি অস্বীকার করা হয়েছে ৷ সোশাল মিডিয়া মারফত তারা জানিয়েছে, কাউকে হাউজ অ্যারেস্ট করা হয়নি ৷

উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্ট সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে রায় দিয়েছে ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর সিলমোহর দেয় শীর্ষ আদালত ৷ এ দিনই যে রায় দেওয়া হবে, সেই বিষয়টি গত সপ্তাহে জানা গিয়েছিল ৷ তাই এ দিন সকাল থেকে জম্মু-কাশ্মীরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ৷

আর আদালত রায় দেওয়ার আগেই পিডিপি-র তরফে মেহবুবা মুফতিকে হাউজ অ্যারেস্টের বিষয়টি তোলা হয় ৷ যা সঙ্গে সঙ্গে পুলিশ খারিজ করে দেয় ৷ তবে পুলিশের এক মুখপাত্র সকালেই জানিয়েছিলেন যে সাধারণ জনগণকে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে উস্কানিমূলক বা ভুল তথ্য বা গুজব ছড়ানো বিরত থাকার জন্য আবেদন করা হয়েছে ৷

অন্যদিকে ভূস্বর্গের আর একটি রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা ও সহ-সভাপতি ওমর আবদুল্লার গুপকরের বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সকালেই জানা গিয়েছিল ৷ সেখানে সাংবাদিকদের প্রবেশ বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ গুপকরের বাসভবনটি ফারুক আবদুল্লার ৷ ওমর 2020 সালের অক্টোবর থেকে ওই বাড়িতেই থাকেন ৷ তিনি এ দিন সেখানেই রয়েছেন ৷ তবে তাঁর বাবা ফারুক আবদুল্লা এখন নয়াদিল্লিতে রয়েছেন সংসদের অধিবেশনে উপস্থিত থাকার জন্য ৷

উল্লেখ্য, 2019 সালের 5 অগস্ট সংসদে বিল পেশ করে জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদার তকমা উঠিয়ে নেয় কেন্দ্রের মোদি সরকার ৷ অবলুপ্ত করা হয় সংবিধানের 370 ও 35এ অনুচ্ছেদ ৷ পূর্ণরাজ্য জম্মু ও কাশ্মীরকে ভেঙে দেয় সরকার ৷ বদলে তৈরি করা হয় ৷ দু’টি কেন্দ্র শাসিত অঞ্চল ৷ লাদাখকে আলাদা একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ৷ জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় ৷

এই নিয়ে বিতর্ক তৈরি হয়৷ কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে একগুচ্ছ আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানি হয় চলতি বছরের সেপ্টেম্বরের গোড়ায় ৷ তার পর সোমবার এই মামলার রায়দান হল ৷ কেন্দ্রের সিদ্ধান্তের উপরই সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এমনকি, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির সিদ্ধান্তও সঠিক বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন:

  1. 370 ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়, জম্মু ও কাশ্মীরের মামলায় জানাল শীর্ষ আদালত
  2. জম্মু ও কাশ্মীর সংক্রান্ত 2টি সংশোধনী বিল পেশ শাহর, 370 ধারা খারিজ নিয়ে রায় দেবে শীর্ষ আদালত
  3. 19 ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট, থাকতে পারেন মমতা

শ্রীনগর, 11 ডিসেম্বর: হাউজ অ্যারেস্ট করা হয়েছে মেহবুবা মুফতিকে ৷ পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপি-র তরফেই এই কথা জানানো হয়েছে ৷ দলের সভানেত্রীর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে পিডিপি ৷ তাদের দাবি, এই হাউজ অ্যারেস্ট বেআইনি ৷ যদিও জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে পিডিপি-র দাবি অস্বীকার করা হয়েছে ৷ সোশাল মিডিয়া মারফত তারা জানিয়েছে, কাউকে হাউজ অ্যারেস্ট করা হয়নি ৷

উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্ট সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে রায় দিয়েছে ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর সিলমোহর দেয় শীর্ষ আদালত ৷ এ দিনই যে রায় দেওয়া হবে, সেই বিষয়টি গত সপ্তাহে জানা গিয়েছিল ৷ তাই এ দিন সকাল থেকে জম্মু-কাশ্মীরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ৷

আর আদালত রায় দেওয়ার আগেই পিডিপি-র তরফে মেহবুবা মুফতিকে হাউজ অ্যারেস্টের বিষয়টি তোলা হয় ৷ যা সঙ্গে সঙ্গে পুলিশ খারিজ করে দেয় ৷ তবে পুলিশের এক মুখপাত্র সকালেই জানিয়েছিলেন যে সাধারণ জনগণকে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে উস্কানিমূলক বা ভুল তথ্য বা গুজব ছড়ানো বিরত থাকার জন্য আবেদন করা হয়েছে ৷

অন্যদিকে ভূস্বর্গের আর একটি রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা ও সহ-সভাপতি ওমর আবদুল্লার গুপকরের বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সকালেই জানা গিয়েছিল ৷ সেখানে সাংবাদিকদের প্রবেশ বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ গুপকরের বাসভবনটি ফারুক আবদুল্লার ৷ ওমর 2020 সালের অক্টোবর থেকে ওই বাড়িতেই থাকেন ৷ তিনি এ দিন সেখানেই রয়েছেন ৷ তবে তাঁর বাবা ফারুক আবদুল্লা এখন নয়াদিল্লিতে রয়েছেন সংসদের অধিবেশনে উপস্থিত থাকার জন্য ৷

উল্লেখ্য, 2019 সালের 5 অগস্ট সংসদে বিল পেশ করে জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদার তকমা উঠিয়ে নেয় কেন্দ্রের মোদি সরকার ৷ অবলুপ্ত করা হয় সংবিধানের 370 ও 35এ অনুচ্ছেদ ৷ পূর্ণরাজ্য জম্মু ও কাশ্মীরকে ভেঙে দেয় সরকার ৷ বদলে তৈরি করা হয় ৷ দু’টি কেন্দ্র শাসিত অঞ্চল ৷ লাদাখকে আলাদা একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ৷ জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় ৷

এই নিয়ে বিতর্ক তৈরি হয়৷ কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে একগুচ্ছ আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানি হয় চলতি বছরের সেপ্টেম্বরের গোড়ায় ৷ তার পর সোমবার এই মামলার রায়দান হল ৷ কেন্দ্রের সিদ্ধান্তের উপরই সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এমনকি, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির সিদ্ধান্তও সঠিক বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন:

  1. 370 ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়, জম্মু ও কাশ্মীরের মামলায় জানাল শীর্ষ আদালত
  2. জম্মু ও কাশ্মীর সংক্রান্ত 2টি সংশোধনী বিল পেশ শাহর, 370 ধারা খারিজ নিয়ে রায় দেবে শীর্ষ আদালত
  3. 19 ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট, থাকতে পারেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.