ETV Bharat / bharat

Special Recognition for Pather Panchali : সেরা ভারতীয় ছবি 'পথের পাঁচালী', প্রথম দশে মেঘে ঢাকা তারা, ভুবন সোমও

author img

By

Published : Oct 22, 2022, 7:39 AM IST

Updated : Oct 22, 2022, 8:16 AM IST

সিনে দর্শক থেকে শুরু করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেই তৈরি হয়েছে এই তালিকা । 'পথের পাঁচালী' ছাড়া ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা' এবং মৃণাল সেনের 'ভুবন সোম'- ও সেরার তালিকায় স্থান পেয়েছে (Bengali Cinema bags first three awards in the top 10 Indian movies ) ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা,22 অক্টোবর: সেরার সেরা সত্যজিৎ । সেরার সেরা সত্যজিতের সৃষ্টি । সেরা দশ ভারতীয় ছবির তালিকায় জায়গা পেল সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' । 1955 সালের এই কালজয়ী সৃষ্টি-সহ প্রথম 3টি বাংলা ছবি জায়গা করে নিয়েছে এই তালিকায় (Bengali Cinema bags first three awards in the top 10 Indian movies ) । ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্সের ভারতীয় অধ্যায় সম্প্রতি সেরা দশটি ভারতীয় ছবির তালিকা তৈরির কাজ শুরু করে। সিনে দর্শক থেকে শুরু করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেই তৈরি হয়েছে এই তালিকা । 'পথের পাঁচালী' ছাড়া ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা' এবং মৃণাল সেনের 'ভুবন সোম' সেরার তালিকায় স্থান পেয়েছে ।

চতুর্থ স্থানে আছে আদুর গোপালকৃষ্ণণের ছবি 'এলিপ্পাথায়াম' (1981) । পঞ্চম স্থানে আছে গিরিশ কাসরাভাল্লির ছবি 'ঘাটশ্রাদ্ধ' (1977) । ষষ্ঠ স্থানে আছে এমএস সথ্যুর 'গরম হাওয়া' (1973) । সপ্তম স্থানে আবার 'রে-ম্যাজিক' ! 1964 'চারুলতা' ছবিও স্থান পেয়েছে এই তালিকায় । অষ্টম স্থানে রয়েছে শ্যাম বেনেগলের 'অঙ্কুর' (1974)। নবম স্থানে রয়েছে গুরু দত্ত পরিচালিত 'পিয়াসা' (1954) এবং দশমে জায়গা করে নিয়েছে রমেশ সিপ্পির 'শোলে' (1975) ।

আরও পড়ুন: সুন্দরবনে সরাসরি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় সিত্রাং, আশঙ্কা হাওয়া অফিসের

কলকাতা,22 অক্টোবর: সেরার সেরা সত্যজিৎ । সেরার সেরা সত্যজিতের সৃষ্টি । সেরা দশ ভারতীয় ছবির তালিকায় জায়গা পেল সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' । 1955 সালের এই কালজয়ী সৃষ্টি-সহ প্রথম 3টি বাংলা ছবি জায়গা করে নিয়েছে এই তালিকায় (Bengali Cinema bags first three awards in the top 10 Indian movies ) । ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্সের ভারতীয় অধ্যায় সম্প্রতি সেরা দশটি ভারতীয় ছবির তালিকা তৈরির কাজ শুরু করে। সিনে দর্শক থেকে শুরু করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেই তৈরি হয়েছে এই তালিকা । 'পথের পাঁচালী' ছাড়া ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা' এবং মৃণাল সেনের 'ভুবন সোম' সেরার তালিকায় স্থান পেয়েছে ।

চতুর্থ স্থানে আছে আদুর গোপালকৃষ্ণণের ছবি 'এলিপ্পাথায়াম' (1981) । পঞ্চম স্থানে আছে গিরিশ কাসরাভাল্লির ছবি 'ঘাটশ্রাদ্ধ' (1977) । ষষ্ঠ স্থানে আছে এমএস সথ্যুর 'গরম হাওয়া' (1973) । সপ্তম স্থানে আবার 'রে-ম্যাজিক' ! 1964 'চারুলতা' ছবিও স্থান পেয়েছে এই তালিকায় । অষ্টম স্থানে রয়েছে শ্যাম বেনেগলের 'অঙ্কুর' (1974)। নবম স্থানে রয়েছে গুরু দত্ত পরিচালিত 'পিয়াসা' (1954) এবং দশমে জায়গা করে নিয়েছে রমেশ সিপ্পির 'শোলে' (1975) ।

আরও পড়ুন: সুন্দরবনে সরাসরি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় সিত্রাং, আশঙ্কা হাওয়া অফিসের

Last Updated : Oct 22, 2022, 8:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.