হরিদ্বার, 13 নভেম্বর: ব্যবসায় লাভের সূচক নীচের দিকে যোগাগুরু রামদেবের সংস্থা পতঞ্জলির ৷ 30 সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী 31.6 শতাংশ কমেছে লাভ ৷ 2022-23 অর্থবর্ষে লাভ হয়েছে 112.30 কোটি টাকা ৷ এক বছর আগে যা ছিল, 164.30 কোটি টাকা ৷ খুব দ্রুত গতিতে এগিয়ে যাওয়া এই কোম্পানিটি রাজস্ব দিয়েছে 8 হাজার 514 কোটি টাকা ৷ আগের বছর যা ছিল 5 হাজার 995 কোটি টাকা ৷
কোম্পানিটি জানিয়েছে, গ্রাহকদের চাহিদা একটা চ্যালেঞ্জিং ইস্যু ৷ দেশে মুদ্রস্ফীতি ক্রমশ বেড়ে চলেছে ৷ সরকার তা প্রতিরোধে বিভিন্ন বন্দোবস্ত নিয়েছে ৷ তেলের স্টক লিমিট রাখা, তৈলবীজ, খুচরো ভোজ্য তেলের দাম হ্রাসে জোর দিচ্ছে সরকার ৷ এই দামের সুবিধে পাচ্ছেন গ্রাহকরা ৷ এই পরিস্থিতিতেও পতঞ্জলির সামগ্রীর চাহিদা তুঙ্গে ৷
আরও পড়ুন: রামদেবের কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ ! শো-কজ নোটিশ আধিকারিককে
পতঞ্জলির হেড অফিস উত্তরাখণ্ডের হরিদ্বারে ৷ 2006 সালে এটি প্রতিষ্ঠা করেছেন রামদেব এবং বালকৃষ্ণ ৷ দিল্লিতেও রয়েছে এর অফিস ৷ উৎপাদনকারী ইউনিট এবং সদর দফতর হরিদ্বারের শিল্পাঞ্চলে ৷ প্রসাধনী সামগ্রী, আয়ুর্বেদিক ওষুধ, ব্যক্তিগত যত্ন নেওয়ার সামগ্রী এবং খাবারদাবারও তৈরি করে পতঞ্জলি ৷ বালকৃষ্ণ এই কোম্পানির সিইও ৷ তিনি এর 94 শতাংশের অংশীদার ৷ রামদেব কোম্পানির প্রতিনিধি এবং কৌশলগত সিদ্ধান্তগুলি নিয়ে থাকেন ৷
শুক্রবার কোম্পানির শেয়ার তুলনায় কম দামে বিক্রি হয়েছে ৷ স্টক এক্সচেঞ্জ সূত্র অনুযায়ী, গত পাঁচ দিনে শেয়ারের দাম 5.64 শতাংশ কমেছে ৷