ETV Bharat / bharat

করোনা সংক্রমণে মৃত্যু পতঞ্জলির দুগ্ধ ব্যবসার সিইও সুনীল বনসলের - পতঞ্জলি

কোভিড-19 এ আক্রান্ত হওয়ার পরে সুনীল বনসলকে জয়পুরের রাজস্থান হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু, সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ আজ শারীরিক অবস্থা আরও খারাপ হয় তাঁর ৷

patanjali-dairy-ceo-sunil-bansal-dies-due-to-covid-19-in-rajasthan-hospital-jaipur
করোনা সংক্রমণের জেরে মৃত্যু পতঞ্জলির দুগ্ধ ব্যবসার সিইও সুনীল বনসলের
author img

By

Published : May 24, 2021, 4:23 PM IST

জয়পুর, 24 মে : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বাবা রামদেবের পতঞ্জলি দুগ্ধ ব্যবসার সিইও সুনীল বনসলের ৷ তিনি জয়পুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য করোনিল কিট করেছে রামদেবের সংস্থা পতঞ্জলি ৷ তারপরেই অ্যালোপ্যাথিক ওষুধ সম্পর্কে বিতর্কিত বিবৃতি দিয়ে বর্তমানে সংবাদের শিরনামে রয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, কোভিড-19 এ আক্রান্ত হওয়ার পরে সুনীল বনসলকে জয়পুরের রাজস্থান হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু, সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ হাসপাতালের সঞ্চালক ডঃ এসএস আগরওয়াল জানিয়েছেন, গত 19 মে সুনীল বনসল ওই হাসপাতাে ভর্তি হন ৷ কিন্তু, তাঁর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে ৷ আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷

আরও পড়ুন : রামদেবের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আইনি নোটিস আইএমএর

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, সুনীল বনসলের ফুসফুসে সংক্রমণ ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছিল ৷ ফলে সেখান থেকে তাঁকে সুস্থ করে তোলা খুবই কষ্টকর ছিল ৷ এমনকি গত কয়েকদিন ধরে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছিল তাঁর ৷ সুনীল বনসলের ভাই তাঁর করোনার কারণে মৃত্যুর খবর সুনিশ্চিত করেছেন ৷

জয়পুর, 24 মে : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বাবা রামদেবের পতঞ্জলি দুগ্ধ ব্যবসার সিইও সুনীল বনসলের ৷ তিনি জয়পুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য করোনিল কিট করেছে রামদেবের সংস্থা পতঞ্জলি ৷ তারপরেই অ্যালোপ্যাথিক ওষুধ সম্পর্কে বিতর্কিত বিবৃতি দিয়ে বর্তমানে সংবাদের শিরনামে রয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, কোভিড-19 এ আক্রান্ত হওয়ার পরে সুনীল বনসলকে জয়পুরের রাজস্থান হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু, সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ হাসপাতালের সঞ্চালক ডঃ এসএস আগরওয়াল জানিয়েছেন, গত 19 মে সুনীল বনসল ওই হাসপাতাে ভর্তি হন ৷ কিন্তু, তাঁর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে ৷ আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷

আরও পড়ুন : রামদেবের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আইনি নোটিস আইএমএর

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, সুনীল বনসলের ফুসফুসে সংক্রমণ ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছিল ৷ ফলে সেখান থেকে তাঁকে সুস্থ করে তোলা খুবই কষ্টকর ছিল ৷ এমনকি গত কয়েকদিন ধরে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছিল তাঁর ৷ সুনীল বনসলের ভাই তাঁর করোনার কারণে মৃত্যুর খবর সুনিশ্চিত করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.