ETV Bharat / bharat

PM Modi Turns 73: দিল্লি মেট্রোয় সফর মোদির, সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা জানালেন যাত্রী - সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা

PM Modi's Metro Ride on his Birthday: দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইন সম্প্রসারণের উদ্বোধনে গিয়ে মেট্রোয় সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর তাঁকে সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাঁরই এক সহযাত্রী ৷

PM Modi's Metro Ride on his Birthday
দিল্লি মেট্রোয় মোদিকে সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা জানালেন যাত্রী
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 2:56 PM IST

Updated : Sep 17, 2023, 4:37 PM IST

দিল্লি মেট্রোয় মোদিকে সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা জানালেন যাত্রী

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: রবিবার জন্মদিনে দিল্লি মেট্রোয় সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেখানে তাঁকে সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছায় অভিবাদন জানালেন এক যাত্রী ৷ আজ দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইন সম্প্রসারণে দ্বারকা সেক্টর 21 থেকে নতুন মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর 25' পর্যন্ত যাত্রাপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।

উদ্বোধনের পর দিল্লি মেট্রোতেই সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সময়ই তাঁর এক মহিলা সহযাত্রী সংস্কৃতে জন্মদিনের গান গেয়ে শুভেচ্ছা জানান নমোকে । ওই যাত্রী গাইতে থাকেন, "জন্ম-দিনম-ইধম আয়ি প্রিয়া সখে | শান্তনোতু তে সর্বদা মুদম দ্বিতীয় প্রার্থায়ামহে ভব শতায়ুষী | ঈশ্বরস-সদা ত্বাম চ রক্ষাতু দ্বিতীয় পুণ্যকর্মণা কীর্তিমার্জয়া | জীবনম তব ভবতু সার্থকম"৷ বাংলায় এর তর্জমা করলে দাঁড়ায়, এই জন্মদিন আপনার জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক ৷ আপনার দীর্ঘায়ুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি । ঈশ্বর সর্বদা আপনাকে রক্ষা করুন । আপনি মহৎ কাজের পথে হাঁটুন এবং আপনার জীবন পরিপূর্ণ হোক ৷

PM Modi Turns 73
দিল্লি মেট্রোয় মোদি

প্রধানমন্ত্রীর মেট্রো সফরের যে ভিডিয়োগুলি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, মেট্রোতে যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলছেন মোদি ৷ তাঁর সঙ্গে অনেকে সেলফিও তুলছেন ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন । দ্বারকায় যশোভূমি নামে পরিচিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (আইআইসিসি) এর প্রথম ধাপেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন: সৌজন্যে বাধ সাধেনি আদর্শের মতভেদ, মোদির জন্মদিনে শুভেচ্ছায় ভরালেন রাহুল থেকে অভিষেক

দিল্লি মেট্রোর প্রায় 2 কিলোমিটার দীর্ঘ 'যশোভূমি লাইন' দ্বারকা সেক্টর 21 এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারকে সংযুক্ত করবে । এই বিভাগটি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে, নয়াদিল্লি থেকে যশোভূমি দ্বারকা সেক্টর -25 পর্যন্ত বিমানবন্দর এক্সপ্রেস লাইনের মোট দৈর্ঘ্য 24.9 কিলোমিটার হয়ে যাবে বলে বিবৃতিতে জানিয়েছে ডিএমআরসি ৷

আজ থেকে দিল্লি মেট্রো এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে মেট্রো ট্রেনের পরিচালন গতি 90 থেকে 120 কিমি/ঘণ্টা বাড়িয়ে ভ্রমণের সময় কমিয়ে দেবে । নয়াদিল্লি থেকে যশোভূমি দ্বারকা সেক্টর 25 পর্যন্ত মোট যাত্রায় প্রায় 21 মিনিট সময় লাগবে ।

এছাড়াও, প্রধানমন্ত্রী মোদি ঐতিহ্যবাহী কারিগরদের সুবিধার জন্য 'বিশ্বকর্মা' প্রকল্প চালু করতে চলেছেন । 77 তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছিলেন যে, সরকার শীঘ্রই ঐতিহ্যগত কারুশিল্পে দক্ষ ব্যক্তিদের জন্য একটি প্রকল্প চালু করবে । তাঁর দৃষ্টি আর্থিক সহায়তা প্রদানের বাইরে প্রসারিত; এটির লক্ষ্য হবে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি এবং স্থানীয় পণ্য, শিল্প এবং কারুশিল্পে মূর্ত ঐতিহ্যের সংরক্ষণ করা ৷

দিল্লি মেট্রোয় মোদিকে সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা জানালেন যাত্রী

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: রবিবার জন্মদিনে দিল্লি মেট্রোয় সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেখানে তাঁকে সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছায় অভিবাদন জানালেন এক যাত্রী ৷ আজ দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইন সম্প্রসারণে দ্বারকা সেক্টর 21 থেকে নতুন মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর 25' পর্যন্ত যাত্রাপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।

উদ্বোধনের পর দিল্লি মেট্রোতেই সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সময়ই তাঁর এক মহিলা সহযাত্রী সংস্কৃতে জন্মদিনের গান গেয়ে শুভেচ্ছা জানান নমোকে । ওই যাত্রী গাইতে থাকেন, "জন্ম-দিনম-ইধম আয়ি প্রিয়া সখে | শান্তনোতু তে সর্বদা মুদম দ্বিতীয় প্রার্থায়ামহে ভব শতায়ুষী | ঈশ্বরস-সদা ত্বাম চ রক্ষাতু দ্বিতীয় পুণ্যকর্মণা কীর্তিমার্জয়া | জীবনম তব ভবতু সার্থকম"৷ বাংলায় এর তর্জমা করলে দাঁড়ায়, এই জন্মদিন আপনার জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক ৷ আপনার দীর্ঘায়ুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি । ঈশ্বর সর্বদা আপনাকে রক্ষা করুন । আপনি মহৎ কাজের পথে হাঁটুন এবং আপনার জীবন পরিপূর্ণ হোক ৷

PM Modi Turns 73
দিল্লি মেট্রোয় মোদি

প্রধানমন্ত্রীর মেট্রো সফরের যে ভিডিয়োগুলি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, মেট্রোতে যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলছেন মোদি ৷ তাঁর সঙ্গে অনেকে সেলফিও তুলছেন ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন । দ্বারকায় যশোভূমি নামে পরিচিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (আইআইসিসি) এর প্রথম ধাপেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন: সৌজন্যে বাধ সাধেনি আদর্শের মতভেদ, মোদির জন্মদিনে শুভেচ্ছায় ভরালেন রাহুল থেকে অভিষেক

দিল্লি মেট্রোর প্রায় 2 কিলোমিটার দীর্ঘ 'যশোভূমি লাইন' দ্বারকা সেক্টর 21 এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারকে সংযুক্ত করবে । এই বিভাগটি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে, নয়াদিল্লি থেকে যশোভূমি দ্বারকা সেক্টর -25 পর্যন্ত বিমানবন্দর এক্সপ্রেস লাইনের মোট দৈর্ঘ্য 24.9 কিলোমিটার হয়ে যাবে বলে বিবৃতিতে জানিয়েছে ডিএমআরসি ৷

আজ থেকে দিল্লি মেট্রো এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে মেট্রো ট্রেনের পরিচালন গতি 90 থেকে 120 কিমি/ঘণ্টা বাড়িয়ে ভ্রমণের সময় কমিয়ে দেবে । নয়াদিল্লি থেকে যশোভূমি দ্বারকা সেক্টর 25 পর্যন্ত মোট যাত্রায় প্রায় 21 মিনিট সময় লাগবে ।

এছাড়াও, প্রধানমন্ত্রী মোদি ঐতিহ্যবাহী কারিগরদের সুবিধার জন্য 'বিশ্বকর্মা' প্রকল্প চালু করতে চলেছেন । 77 তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছিলেন যে, সরকার শীঘ্রই ঐতিহ্যগত কারুশিল্পে দক্ষ ব্যক্তিদের জন্য একটি প্রকল্প চালু করবে । তাঁর দৃষ্টি আর্থিক সহায়তা প্রদানের বাইরে প্রসারিত; এটির লক্ষ্য হবে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি এবং স্থানীয় পণ্য, শিল্প এবং কারুশিল্পে মূর্ত ঐতিহ্যের সংরক্ষণ করা ৷

Last Updated : Sep 17, 2023, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.