ETV Bharat / bharat

দরজা আটকে যাওয়ায় শৌচালয়ে বসেই মুম্বই থেকে বেঙ্গালুরু বিমান-সফর যাত্রীর - স্পাইসজেট

Passenger Stuck in Washroom: বিমানের শৌচালয়ের দরজা না খোলায় এক ব্যক্তি সেখানে প্রায় দু’ঘণ্টা আটকে রইলেন ৷ বিমানটি মুম্বই থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ৷ সেখানে পৌঁছানোর পর ওই যাত্রীকে উদ্ধার করা হয় ৷

SpiceJet
SpiceJet
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 3:31 PM IST

মুম্বই, 17 জানুয়ারি: এবার বিমানের শৌচালয়ে বিপত্তি ৷ একজন পুরুষ যাত্রী বিমানের শৌচালয়ে আটকে গিয়েছিলেন ৷ প্রায় দু’ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয় ৷ তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেছেন চিকিৎসকরা ৷

সোমবার রাত 2টো নাগাদ ঘটনাটি ঘটে ৷ স্পাইসজেটের একটি বিমান ওই দিন মুম্বই থেকে বেঙ্গালুরু আসছিল ৷ সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ সংশ্লিষ্ট বিমান সংস্থার সূত্র থেকে জানা গিয়েছে যে মুম্বইয়ে বিমানে ওঠার পরই ওই যাত্রী শৌচালয়ে যান ৷ তার পর সেখানে আটকে পড়েন ৷ অনেক চেষ্টা করেও শৌচালয়ের দরজা খোলা যায়নি ৷

ততক্ষণে বিমান টেক অফ করায় বিমানবন্দর থেকে সাহায্য নেওয়া যায়নি ৷ প্রায় 1 ঘণ্টা 40 মিনিট বিমানের শৌচালয়েই ছিলেন ওই যাত্রী ৷ বিমান থেকেই বিষয়টি জানানো হয় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে ৷ তারা পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা করেন ৷

কিন্তু মাঝ আকাশে এভাবে আটকে থাকা বেশ ঝুঁকিপূর্ণ ৷ তাই ওই যাত্রী যাতে অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য বিমানের ক্রুদের তরফে হাতে লেখা একটি নোট শৌচালয়ের দরজার ফাঁক দিয়ে ওই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয় ৷ সেই নোটটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷

ওই নোটে লেখা হয়, "স্যার, আমরা দরজা খোলার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি । যাই হোক, আমরা খুলতে পারিনি । আতঙ্কিত হবেন না, আমরা কয়েক মিনিটের মধ্যে অবতরণ করছি । তাই দয়া করে কমোডের ঢাকনা বন্ধ করুন এবং এটিতে বসুন আর নিজেকে নিরাপদ করুন । প্রধান দরজা খোলার সঙ্গে সঙ্গে একজন ইঞ্জিনিয়র আসবেন । ঘাবড়াবেন না ।"

  • Passenger trapped inside @flyspicejet plane toilet as doorlock malfunctions, rescued aftr flight lands in Bengaluru Airport
    In a harrowing incident midair, man trapped in lavatory thru Mumbai to B'luru flight. Crew advise thru slip slid-in to sit on commode 4 landing @BLRAirport pic.twitter.com/DVRfyuuLj9

    — Petlee Peter (@petleepeter) January 17, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পর ওই বিমান বেঙ্গালুরু পৌঁছাতেই ছুটে যান একজন ইঞ্জিনিয়র ৷ তিনি গিয়ে দরজা খোলার ব্যবস্থা করেন ৷ তার পর ওই যাত্রীকে উদ্ধার করা হয় ৷ বিমানবন্দর সূত্রে খবর, রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ওই যাত্রী ৷ তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেছেন চিকিৎসকরা ৷ পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ বিমানসংস্থা সূত্রের খবর, কারিগরি ত্রুটির জন্য বিমানের শৌচালয়ের দরজা আটকে যায় ৷ তার জেরেই এই বিপত্তি হয় ৷

কিন্তু কিভাবে এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ডিজিসিএ-র সূত্র থেকে জানা গিয়েছে ৷ প্রাথমিক অনুমান, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ তবে ওই যাত্রীর বিষয়ে বিস্তারিত কোনও তথ্য বিমান সংস্থা বা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি ৷ তবে ওই যাত্রীর কাছে সংশ্লিষ্ট বিমান সংস্থা ক্ষমা চেয়েছে বলে খবর ৷

আরও পড়ুন:

  1. প্রাণ প্রতিষ্ঠার আগে চালু কলকাতা-অযোধ্যা উড়ান, রামরাজ্যে পৌঁছবেন কতক্ষণে ?
  2. সিস্টেম আপগ্রেডের জেরে বন্ধ ইন্ডিগোর অনলাইন পরিষেবা, সমস্যায় যাত্রীরা
  3. ঘন কুয়াশার জেরে দিল্লিতে দেরিতে চলছে একাধিক বিমান ও 30টির বেশি ট্রেন

মুম্বই, 17 জানুয়ারি: এবার বিমানের শৌচালয়ে বিপত্তি ৷ একজন পুরুষ যাত্রী বিমানের শৌচালয়ে আটকে গিয়েছিলেন ৷ প্রায় দু’ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয় ৷ তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেছেন চিকিৎসকরা ৷

সোমবার রাত 2টো নাগাদ ঘটনাটি ঘটে ৷ স্পাইসজেটের একটি বিমান ওই দিন মুম্বই থেকে বেঙ্গালুরু আসছিল ৷ সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ সংশ্লিষ্ট বিমান সংস্থার সূত্র থেকে জানা গিয়েছে যে মুম্বইয়ে বিমানে ওঠার পরই ওই যাত্রী শৌচালয়ে যান ৷ তার পর সেখানে আটকে পড়েন ৷ অনেক চেষ্টা করেও শৌচালয়ের দরজা খোলা যায়নি ৷

ততক্ষণে বিমান টেক অফ করায় বিমানবন্দর থেকে সাহায্য নেওয়া যায়নি ৷ প্রায় 1 ঘণ্টা 40 মিনিট বিমানের শৌচালয়েই ছিলেন ওই যাত্রী ৷ বিমান থেকেই বিষয়টি জানানো হয় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে ৷ তারা পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা করেন ৷

কিন্তু মাঝ আকাশে এভাবে আটকে থাকা বেশ ঝুঁকিপূর্ণ ৷ তাই ওই যাত্রী যাতে অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য বিমানের ক্রুদের তরফে হাতে লেখা একটি নোট শৌচালয়ের দরজার ফাঁক দিয়ে ওই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয় ৷ সেই নোটটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷

ওই নোটে লেখা হয়, "স্যার, আমরা দরজা খোলার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি । যাই হোক, আমরা খুলতে পারিনি । আতঙ্কিত হবেন না, আমরা কয়েক মিনিটের মধ্যে অবতরণ করছি । তাই দয়া করে কমোডের ঢাকনা বন্ধ করুন এবং এটিতে বসুন আর নিজেকে নিরাপদ করুন । প্রধান দরজা খোলার সঙ্গে সঙ্গে একজন ইঞ্জিনিয়র আসবেন । ঘাবড়াবেন না ।"

  • Passenger trapped inside @flyspicejet plane toilet as doorlock malfunctions, rescued aftr flight lands in Bengaluru Airport
    In a harrowing incident midair, man trapped in lavatory thru Mumbai to B'luru flight. Crew advise thru slip slid-in to sit on commode 4 landing @BLRAirport pic.twitter.com/DVRfyuuLj9

    — Petlee Peter (@petleepeter) January 17, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পর ওই বিমান বেঙ্গালুরু পৌঁছাতেই ছুটে যান একজন ইঞ্জিনিয়র ৷ তিনি গিয়ে দরজা খোলার ব্যবস্থা করেন ৷ তার পর ওই যাত্রীকে উদ্ধার করা হয় ৷ বিমানবন্দর সূত্রে খবর, রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ওই যাত্রী ৷ তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেছেন চিকিৎসকরা ৷ পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ বিমানসংস্থা সূত্রের খবর, কারিগরি ত্রুটির জন্য বিমানের শৌচালয়ের দরজা আটকে যায় ৷ তার জেরেই এই বিপত্তি হয় ৷

কিন্তু কিভাবে এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ডিজিসিএ-র সূত্র থেকে জানা গিয়েছে ৷ প্রাথমিক অনুমান, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ তবে ওই যাত্রীর বিষয়ে বিস্তারিত কোনও তথ্য বিমান সংস্থা বা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি ৷ তবে ওই যাত্রীর কাছে সংশ্লিষ্ট বিমান সংস্থা ক্ষমা চেয়েছে বলে খবর ৷

আরও পড়ুন:

  1. প্রাণ প্রতিষ্ঠার আগে চালু কলকাতা-অযোধ্যা উড়ান, রামরাজ্যে পৌঁছবেন কতক্ষণে ?
  2. সিস্টেম আপগ্রেডের জেরে বন্ধ ইন্ডিগোর অনলাইন পরিষেবা, সমস্যায় যাত্রীরা
  3. ঘন কুয়াশার জেরে দিল্লিতে দেরিতে চলছে একাধিক বিমান ও 30টির বেশি ট্রেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.