ETV Bharat / bharat

Surat Railway Station Stampede: সুরাত স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত বিহারের পরিযায়ী শ্রমিক

বাড়ি ফেরার জন্য শনিবার ভোরে সুরাত স্টেশনে ভিড় জমিয়েছিলেন বিহারের হাজার হাজার পরিযায়ী শ্রমিক ৷ ভিড়ে পদপিষ্ট হয় মৃত্যু এক শ্রমিকের ৷

ETV Bharat
সুরাত স্টেশনে পদপিষ্টের ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 10:46 PM IST

সুরাত, 11 নভেম্বর: গুজরাতের সুরাত রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন ৷ শনিবার এই দুর্ঘটনাটি ঘটে ৷ ভোর 4টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ বিহার থেকে বহু পরিযায়ী শ্রমিক গুজরাতে কাজ করতে যান ৷ দীপাবলি ও ছট পুজোর সময় তাঁদের অনেকেই বাড়ি ফেরেন ৷ ফলে ভিড় হয় ট্রেনগুলিতে ৷ এদিনও গুজরাতের সুরাত থেকে বিহারের ছাপড়াগামী তাপ্তী-গঙ্গা এক্সপ্রেসে ওঠার জন্য কয়েক হাজার পরিযায়ী শ্রমিক ভিড় করেছিলেন ৷ ট্রেন ওঠার জন্য তাঁদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, তখনই ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে ৷

দুর্ঘটনায় আহত হন তিনজন ৷ তাঁদের মধ্যে অঙ্কিত বীরেন্দ্র সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ তিনি বিহারে ছটপুজোর জন্য বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে ৷ আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷

এদিন আরপিএফ ও জিআরপি দ্রুত পদক্ষেপ না করলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা ছিল ৷ আহতদের উদ্ধারের পর প্রাথমিকভাবে রেলপুলিশের তরফেই সিপিআর দেওয়া হয় ৷ এদিন ওই ট্রেনটিতে ওঠার জন্য প্রায় 5 হাজার যাত্রী স্টেশনে জমায়েত হন বলে খবর ৷ অথচ ট্রেনটিতে আসন সংখ্যা 1 হাজার 700 ৷ ফলে ট্রেনে আগে ওঠে সিট পাওয়ার জন্য এদিন ওই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ তবে রেলের দাবি, ভিড়ে কথা মাথায় রেখেই সুরাত স্টেশনে এদিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল, 165 জন আরপিএফ ও রেল পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ পশ্চিম রেলের তরফে 46 টি নতুন ট্রেন পরিষেবা শুরু করা হয়েছে মহারাষ্ট্র, গুজারাত, মধ্যপ্রদেশের মতো রাজ্যের জন্য যাত্রী ভিড় সামাল দিতে ৷ এরপরেও এদিন গুজরাতের সুরাতে এই দুর্ঘটনা ঘটে গেল ৷

আরও পড়ুন:

  1. ডাল লেকে হাউস বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 বাংলাদেশি পর্যটকের মৃত্যু

2. দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত 5, আহত 40 জন চিকিৎসাধীন

সুরাত, 11 নভেম্বর: গুজরাতের সুরাত রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন ৷ শনিবার এই দুর্ঘটনাটি ঘটে ৷ ভোর 4টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ বিহার থেকে বহু পরিযায়ী শ্রমিক গুজরাতে কাজ করতে যান ৷ দীপাবলি ও ছট পুজোর সময় তাঁদের অনেকেই বাড়ি ফেরেন ৷ ফলে ভিড় হয় ট্রেনগুলিতে ৷ এদিনও গুজরাতের সুরাত থেকে বিহারের ছাপড়াগামী তাপ্তী-গঙ্গা এক্সপ্রেসে ওঠার জন্য কয়েক হাজার পরিযায়ী শ্রমিক ভিড় করেছিলেন ৷ ট্রেন ওঠার জন্য তাঁদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, তখনই ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে ৷

দুর্ঘটনায় আহত হন তিনজন ৷ তাঁদের মধ্যে অঙ্কিত বীরেন্দ্র সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ তিনি বিহারে ছটপুজোর জন্য বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে ৷ আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷

এদিন আরপিএফ ও জিআরপি দ্রুত পদক্ষেপ না করলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা ছিল ৷ আহতদের উদ্ধারের পর প্রাথমিকভাবে রেলপুলিশের তরফেই সিপিআর দেওয়া হয় ৷ এদিন ওই ট্রেনটিতে ওঠার জন্য প্রায় 5 হাজার যাত্রী স্টেশনে জমায়েত হন বলে খবর ৷ অথচ ট্রেনটিতে আসন সংখ্যা 1 হাজার 700 ৷ ফলে ট্রেনে আগে ওঠে সিট পাওয়ার জন্য এদিন ওই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ তবে রেলের দাবি, ভিড়ে কথা মাথায় রেখেই সুরাত স্টেশনে এদিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল, 165 জন আরপিএফ ও রেল পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ পশ্চিম রেলের তরফে 46 টি নতুন ট্রেন পরিষেবা শুরু করা হয়েছে মহারাষ্ট্র, গুজারাত, মধ্যপ্রদেশের মতো রাজ্যের জন্য যাত্রী ভিড় সামাল দিতে ৷ এরপরেও এদিন গুজরাতের সুরাতে এই দুর্ঘটনা ঘটে গেল ৷

আরও পড়ুন:

  1. ডাল লেকে হাউস বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 বাংলাদেশি পর্যটকের মৃত্যু

2. দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত 5, আহত 40 জন চিকিৎসাধীন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.