গাজিয়াবাদ (নয়াদিল্লি), 14 সেপ্টেম্বর: দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে (NH-9) ফের বড় দুর্ঘটনার খবর সামনে এসেছে ৷ মিরাট থেকে দিল্লিগামী রাস্তায় যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ এরপর সেটি হাওয়া হাওয়াই রেস্তোরাঁর কাছে ডিভাইডার ভেঙে নিচে পড়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে ৷ দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভরতি করা হয়। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
আহত যাত্রী মহম্মদ সাদিক বলেন, "মাঠে পড়ার আগে বাসটি একটি খুঁটিতেও ধাক্কা মেরেছে। আমি বাসে ঘুমাচ্ছিলাম ৷ হঠাৎ আমি লোকেদের চিৎকার-চেঁচামেচি শুনতে পাই ৷ আমি জেগে উঠি ৷ দেখলাম যে আমি আঘাত পেয়েছি এবং বাস নীচে পড়ে গিয়েছে। তারপর কি হয়েছিল মনে নেই। বাসে উপস্থিত লোকজন বলেন যে চালকের চোখ লেগে এসেছিল, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
এসিপি মুসৌরি নরেশ কুমার বলেন, "গাজিয়াবাদের মুসৌরি থানার পুলিশ স্টেশনের অধীনে দিল্লি মিরাট এক্সপ্রেসওয়েতে হাওয়া হাওয়াই রেস্তোরাঁর কাছে বিকেল 5টায় দুর্ঘটনাটি ঘটে ৷ বাসটি যাত্রী নিয়ে মিরাট থেকে দিল্লি যাচ্ছিল। আচমকাই সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ এরপরেই এক্সপ্রেসওয়ের ডিভাইডার ভেঙে নিচে পড়ে যায়। প্রায় 20 জন যাত্রী ঘটনাস্থলেই আহত হয়েছেন ৷ তাঁদের সঞ্জয় নগরের এক হাসপাতাল এবং সর্বোদয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ৷"
আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে দুর্ঘটনা, 8 সওয়ারী নিয়ে পিছলে দু’টুকরো হয়ে গেল বিমান!
এর আগেও একাধিকবার এই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে ৷ 11 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত গাজিয়াবাদে 4টি সড়ক দুর্ঘটনায় 9 জন প্রাণ হারিয়েছেন। গাজিয়াবাদের NH-9-এ 4টির মধ্যে 3টি দুর্ঘটনা ঘটেছে। গাজিয়াবাদ ট্রাফিক পুলিশ দুর্ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করে চলেছে। ট্রাফিক পুলিশ এনফোর্সমেন্ট ও জনসচেতনতার মাধ্যমে দুর্ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এছাড়াও নিরাপত্তার খাতিরে অনান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে ৷