নয়াদিল্লি, 15 জানুয়ারি: ইন্ডিগো বিমানের পাইলটকে মারধরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যাত্রী ৷ তাঁর নাম সাহিল কাটারিয়া ৷ এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷
উড়ান ছাড়তে দেরি হওয়ার ঘোষণা শুনেই ইন্ডিগো বিমানের পাইলটের উপর চড়়াও হয়েছিলেন ওই যাত্রী ৷ ঘটনার ভিডিয়ো পরে ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লি-গোয়া ইন্ডিগো (6E-2175) বিমানে ৷ দুপুর 1টার দিকে বিমান ছাড়তে দেরি হওয়ার বিষয়ে ঘোষণা করছিলেন পাইলট । তখনই ইন্ডিগো বিমানের ভেতর পাইলট অনুপ কুমারকে আক্রমণ করেন সাহিল ৷
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমান দেরির কথা শুনে হলুদ জ্যাকেট পরা এক উত্তেজিত যাত্রী উড়ানের শেষ সারি থেকে দৌড়ে এসে পাইলটকে মারধর করছেন । এই ভিডিয়োটি এক্সে পোস্ট করে একজন লেখেন, "অবিশ্বাস্য ঘটনা ৷ এক যাত্রী ইন্ডিগো বিমানের ক্যাপ্টেনকে ঘুষি মারল ।" ভিডিয়োয় বিমানের ক্রুদের দেখা গিয়েছে উত্তেজিত যাত্রীকে শান্ত করার চেষ্টা করতে এবং অন্য যাত্রীদের নিজের জায়গায় বসার জন্য অনুরোধ করছেন তাঁরা । ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পরে অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা পদক্ষেপ নিয়েছে এবং এই ঘটনায় তদন্ত শুরু করেছে ৷
-
A passenger hit an IndiGo captain inside the aircraft while the pilot was making an announcement.
— ANI (@ANI) January 15, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Delhi Police says "We will take appropriate legal action against the accused"
(Screengrab of a viral video) pic.twitter.com/5YYbNGE3sI
">A passenger hit an IndiGo captain inside the aircraft while the pilot was making an announcement.
— ANI (@ANI) January 15, 2024
Delhi Police says "We will take appropriate legal action against the accused"
(Screengrab of a viral video) pic.twitter.com/5YYbNGE3sIA passenger hit an IndiGo captain inside the aircraft while the pilot was making an announcement.
— ANI (@ANI) January 15, 2024
Delhi Police says "We will take appropriate legal action against the accused"
(Screengrab of a viral video) pic.twitter.com/5YYbNGE3sI
বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ইন্ডিগোর তরফে ওই যাত্রীর বিরুদ্ধে পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দিল্লি পুলিশ। বিমানবন্দর পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক বলেছেন, "আমরা একটি অভিযোগ পেয়েছি এবং ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছি ।"
-
VIDEO | An incident of a passenger assaulting an IndiGo pilot in the aircraft in Delhi when he announced flight delay was caught on camera.
— Press Trust of India (@PTI_News) January 15, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
The flight, which was delayed due to fog and low visibility, was scheduled from Delhi to Goa. IndiGo has filed a complaint regarding the… pic.twitter.com/inBHhKWkpK
">VIDEO | An incident of a passenger assaulting an IndiGo pilot in the aircraft in Delhi when he announced flight delay was caught on camera.
— Press Trust of India (@PTI_News) January 15, 2024
The flight, which was delayed due to fog and low visibility, was scheduled from Delhi to Goa. IndiGo has filed a complaint regarding the… pic.twitter.com/inBHhKWkpKVIDEO | An incident of a passenger assaulting an IndiGo pilot in the aircraft in Delhi when he announced flight delay was caught on camera.
— Press Trust of India (@PTI_News) January 15, 2024
The flight, which was delayed due to fog and low visibility, was scheduled from Delhi to Goa. IndiGo has filed a complaint regarding the… pic.twitter.com/inBHhKWkpK
উল্লেখ্য, রবিবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ৷ কারণ ঘন কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে অনেক বিমান দেরিতে ছেড়েছে ৷ এর জেরে কয়েক ঘণ্টা ধরে বিমানবন্দরে আটকে থাকতে হচ্ছে শত শত যাত্রীকে। বিমানবন্দরের আধিকারিকদের তরফে জানা গিয়েছে, রবিবার প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি থেকে প্রায় 12টি বিমান ঘুরপথে চালিত হয়েছিল ।
(সংবাদ সংস্থা-এএনআই)
আরও পড়ুন: