ETV Bharat / bharat

বিমান ছাড়তে দেরির ঘোষণায় ইন্ডিগোর পাইলটকে ঘুষি, গ্রেফতার অভিযুক্ত যাত্রী - পাইলটকে ঘুষি

Passenger Hits IndiGo Pilot: বিমান দেরির ঘোষণা শুনেই ইন্ডিগোর পাইলটকে মারধর উত্তেজিত এক যাত্রীর ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই অভিযোগ দায়ের হয় থানায় ৷ গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্ত যাত্রীকে ৷

Passenger Hits IndiGo Pilot
ইন্ডিগো
author img

By ANI

Published : Jan 15, 2024, 10:22 AM IST

Updated : Jan 15, 2024, 1:31 PM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি: ইন্ডিগো বিমানের পাইলটকে মারধরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যাত্রী ৷ তাঁর নাম সাহিল কাটারিয়া ৷ এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷

উড়ান ছাড়তে দেরি হওয়ার ঘোষণা শুনেই ইন্ডিগো বিমানের পাইলটের উপর চড়়াও হয়েছিলেন ওই যাত্রী ৷ ঘটনার ভিডিয়ো পরে ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লি-গোয়া ইন্ডিগো (6E-2175) বিমানে ৷ দুপুর 1টার দিকে বিমান ছাড়তে দেরি হওয়ার বিষয়ে ঘোষণা করছিলেন পাইলট । তখনই ইন্ডিগো বিমানের ভেতর পাইলট অনুপ কুমারকে আক্রমণ করেন সাহিল ৷

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমান দেরির কথা শুনে হলুদ জ্যাকেট পরা এক উত্তেজিত যাত্রী উড়ানের শেষ সারি থেকে দৌড়ে এসে পাইলটকে মারধর করছেন । এই ভিডিয়োটি এক্সে পোস্ট করে একজন লেখেন, "অবিশ্বাস্য ঘটনা ৷ এক যাত্রী ইন্ডিগো বিমানের ক্যাপ্টেনকে ঘুষি মারল ।" ভিডিয়োয় বিমানের ক্রুদের দেখা গিয়েছে উত্তেজিত যাত্রীকে শান্ত করার চেষ্টা করতে এবং অন্য যাত্রীদের নিজের জায়গায় বসার জন্য অনুরোধ করছেন তাঁরা । ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পরে অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা পদক্ষেপ নিয়েছে এবং এই ঘটনায় তদন্ত শুরু করেছে ৷

  • A passenger hit an IndiGo captain inside the aircraft while the pilot was making an announcement.

    Delhi Police says "We will take appropriate legal action against the accused"

    (Screengrab of a viral video) pic.twitter.com/5YYbNGE3sI

    — ANI (@ANI) January 15, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ইন্ডিগোর তরফে ওই যাত্রীর বিরুদ্ধে পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দিল্লি পুলিশ। বিমানবন্দর পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক বলেছেন, "আমরা একটি অভিযোগ পেয়েছি এবং ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছি ।"

  • VIDEO | An incident of a passenger assaulting an IndiGo pilot in the aircraft in Delhi when he announced flight delay was caught on camera.

    The flight, which was delayed due to fog and low visibility, was scheduled from Delhi to Goa. IndiGo has filed a complaint regarding the… pic.twitter.com/inBHhKWkpK

    — Press Trust of India (@PTI_News) January 15, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, রবিবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ৷ কারণ ঘন কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে অনেক বিমান দেরিতে ছেড়েছে ৷ এর জেরে কয়েক ঘণ্টা ধরে বিমানবন্দরে আটকে থাকতে হচ্ছে শত শত যাত্রীকে। বিমানবন্দরের আধিকারিকদের তরফে জানা গিয়েছে, রবিবার প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি থেকে প্রায় 12টি বিমান ঘুরপথে চালিত হয়েছিল ।

(সংবাদ সংস্থা-এএনআই)


আরও পড়ুন:

  1. ঘন কুয়াশায় ব্যাহত পরিষেবা! দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর আগে যাত্রীদের যোগাযোগের পরামর্শ কর্তৃপক্ষের
  2. 'ফুয়েল চার্জ' নেবে না ইন্ডিগো, হাজার টাকা পর্যন্ত কমতে পারে বিমানের ভাড়া
  3. বিমান বিভ্রাটে নষ্ট পাঁচ ঘণ্টা! স্পাইসজেটের পরিষেবায় ক্ষোভ উগরে দিলেন 'খড়কুটো' অভিনেত্রী

নয়াদিল্লি, 15 জানুয়ারি: ইন্ডিগো বিমানের পাইলটকে মারধরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যাত্রী ৷ তাঁর নাম সাহিল কাটারিয়া ৷ এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷

উড়ান ছাড়তে দেরি হওয়ার ঘোষণা শুনেই ইন্ডিগো বিমানের পাইলটের উপর চড়়াও হয়েছিলেন ওই যাত্রী ৷ ঘটনার ভিডিয়ো পরে ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লি-গোয়া ইন্ডিগো (6E-2175) বিমানে ৷ দুপুর 1টার দিকে বিমান ছাড়তে দেরি হওয়ার বিষয়ে ঘোষণা করছিলেন পাইলট । তখনই ইন্ডিগো বিমানের ভেতর পাইলট অনুপ কুমারকে আক্রমণ করেন সাহিল ৷

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমান দেরির কথা শুনে হলুদ জ্যাকেট পরা এক উত্তেজিত যাত্রী উড়ানের শেষ সারি থেকে দৌড়ে এসে পাইলটকে মারধর করছেন । এই ভিডিয়োটি এক্সে পোস্ট করে একজন লেখেন, "অবিশ্বাস্য ঘটনা ৷ এক যাত্রী ইন্ডিগো বিমানের ক্যাপ্টেনকে ঘুষি মারল ।" ভিডিয়োয় বিমানের ক্রুদের দেখা গিয়েছে উত্তেজিত যাত্রীকে শান্ত করার চেষ্টা করতে এবং অন্য যাত্রীদের নিজের জায়গায় বসার জন্য অনুরোধ করছেন তাঁরা । ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পরে অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা পদক্ষেপ নিয়েছে এবং এই ঘটনায় তদন্ত শুরু করেছে ৷

  • A passenger hit an IndiGo captain inside the aircraft while the pilot was making an announcement.

    Delhi Police says "We will take appropriate legal action against the accused"

    (Screengrab of a viral video) pic.twitter.com/5YYbNGE3sI

    — ANI (@ANI) January 15, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ইন্ডিগোর তরফে ওই যাত্রীর বিরুদ্ধে পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দিল্লি পুলিশ। বিমানবন্দর পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক বলেছেন, "আমরা একটি অভিযোগ পেয়েছি এবং ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছি ।"

  • VIDEO | An incident of a passenger assaulting an IndiGo pilot in the aircraft in Delhi when he announced flight delay was caught on camera.

    The flight, which was delayed due to fog and low visibility, was scheduled from Delhi to Goa. IndiGo has filed a complaint regarding the… pic.twitter.com/inBHhKWkpK

    — Press Trust of India (@PTI_News) January 15, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, রবিবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ৷ কারণ ঘন কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে অনেক বিমান দেরিতে ছেড়েছে ৷ এর জেরে কয়েক ঘণ্টা ধরে বিমানবন্দরে আটকে থাকতে হচ্ছে শত শত যাত্রীকে। বিমানবন্দরের আধিকারিকদের তরফে জানা গিয়েছে, রবিবার প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি থেকে প্রায় 12টি বিমান ঘুরপথে চালিত হয়েছিল ।

(সংবাদ সংস্থা-এএনআই)


আরও পড়ুন:

  1. ঘন কুয়াশায় ব্যাহত পরিষেবা! দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর আগে যাত্রীদের যোগাযোগের পরামর্শ কর্তৃপক্ষের
  2. 'ফুয়েল চার্জ' নেবে না ইন্ডিগো, হাজার টাকা পর্যন্ত কমতে পারে বিমানের ভাড়া
  3. বিমান বিভ্রাটে নষ্ট পাঁচ ঘণ্টা! স্পাইসজেটের পরিষেবায় ক্ষোভ উগরে দিলেন 'খড়কুটো' অভিনেত্রী
Last Updated : Jan 15, 2024, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.