ETV Bharat / bharat

Bangalore Airport: শার্ট খুলতে বলেছিলেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা, বিস্ফোরক দাবি ছাত্রীর - বিমানবন্দরে নিরাপত্তার নামে হেনস্থার অভিযোগ মহিলার

বেঙ্গালুরু বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ করলেন এক ছাত্রী । নিরাপত্তার নামে তাঁকে শার্ট পর্যন্ত খুলতে বলা হয় বলে তাঁর অভিযোগ। ঠিক কোন যুক্তিতে এক মহিলাকে বিমানবন্দরে বিবস্ত্র করা হল, সেই প্রশ্নই তুলেছেন তিনি (Woman accused Bangalore security) ৷

Bangalore Airport
মহিলা হেনস্থা
author img

By

Published : Jan 4, 2023, 12:22 PM IST

বেঙ্গালুরু, 4 জানুয়ারি: বেঙ্গালুরু বিমানবন্দরে (Bangalore Airport) হেনস্থার শিকার যুবতী ৷ এমনই অভিযোগ করেছেন সামাজিক মাধ্যমে ৷ তাঁর দাবি, বেঙ্গালুরু বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা পরীক্ষা করার সময় পরনে থাকা শার্টটিকে খুলতে বলেন (passenger alleges asked to remove her shirt while security check) ৷ আর তাতেই অপমানিত বোধ করেন যুবতী ।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন,"বেঙ্গালুরু বিমানবন্দরে নিরাপত্তা করার সময় আমাকে শার্ট খুলতে বলা হয় । শার্ট খুলে অত লোকের মাঝে এভাবে বেঙ্গালুরু বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা সত্যিই অপমানজনক ছিল । কোনও মহিলাই এই ধরণের ব্যবহার আশা করেন না ।" বেঙ্গালুরু এয়ারপোর্টকে ট্যাগ করে তিনি আরও লেখেন, "কেন মহিলার জামা খোলানোর প্রয়োজন পড়ল আপনাদের ?"

ওই যুবতী টুইটে এয়ারলাইনের গন্তব্য বা ভ্রমণের তারিখ সম্পর্কে বিশদ বিবরণ দেননি । বিমানবন্দরে নিরাপত্তা সংস্থার তরফে জানানো হয়েছে, এই ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য তারা সিসিটিভি পরীক্ষা করবে । পাশাপাশি ছাত্রী কেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর কাছে থানায় অভিযোগ দায়ের করেননি সেটাও তাঁর থেকে জানতে চাওয়া হবে।

  • I was asked to remove my shirt at Bengaluru airport during security check. It was really humiliating to stand there at the security checkpoint wearing just a camisole and getting the kind of attention you’d never want as a woman. @BLRAirport Why would you need a woman to strip?

    — Krishani Gadhvi (@KrishaniGadhvi) January 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে । তারা যুবতীর টুইটের জবাবে লেখেন, "আমরা এই বিষয়টি অপারেশন টিমকে জানাচ্ছি। পাশাপাশি বিমানবন্দরের দায়িত্বে থাকা সিএইএসএফকেও জানাচ্ছি ।" বিমানবন্দরের তরফে যুবতীকে সরাসরি তাঁর যাতায়াতের বিশদ তথ্য পাঠাতে বলা হয় ।

  • Hello @KrishaniGadhvi, we deeply regret the hassle caused and this should not have happened. We have highlighted this to our operations team and also escalated it to the security team managed by CISF (Central Industrial Security force) a Government sovereign. (1/2)

    — BLR Airport (@BLRAirport) January 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ পুরুষ যাত্রীর !

একজন আইনজীবী এই ঘটনায় টুইট করেন, "এটি একটি বিমানবন্দর এবং এর নিরাপত্তা দলের এই কাজ খুবই অনায্য । নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ । তবে তা কখনই কাউকে অপমান করার জন্য ব্যবহার করা যায় না ।" অপরদিকে একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, "বিমানবন্দরে প্রতিদিন প্রায় এক লক্ষ যাত্রীর স্ক্রিনিং করা হয় । বিমানবন্দরের প্রতিটি অংশ সিসিটিভির আওতায় রয়েছে । তাই ঘটনা যদি সাম্প্রতিক হয়, আমরা ফুটেজ বের করে দেখতে পারি ।"

বেঙ্গালুরু, 4 জানুয়ারি: বেঙ্গালুরু বিমানবন্দরে (Bangalore Airport) হেনস্থার শিকার যুবতী ৷ এমনই অভিযোগ করেছেন সামাজিক মাধ্যমে ৷ তাঁর দাবি, বেঙ্গালুরু বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা পরীক্ষা করার সময় পরনে থাকা শার্টটিকে খুলতে বলেন (passenger alleges asked to remove her shirt while security check) ৷ আর তাতেই অপমানিত বোধ করেন যুবতী ।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন,"বেঙ্গালুরু বিমানবন্দরে নিরাপত্তা করার সময় আমাকে শার্ট খুলতে বলা হয় । শার্ট খুলে অত লোকের মাঝে এভাবে বেঙ্গালুরু বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা সত্যিই অপমানজনক ছিল । কোনও মহিলাই এই ধরণের ব্যবহার আশা করেন না ।" বেঙ্গালুরু এয়ারপোর্টকে ট্যাগ করে তিনি আরও লেখেন, "কেন মহিলার জামা খোলানোর প্রয়োজন পড়ল আপনাদের ?"

ওই যুবতী টুইটে এয়ারলাইনের গন্তব্য বা ভ্রমণের তারিখ সম্পর্কে বিশদ বিবরণ দেননি । বিমানবন্দরে নিরাপত্তা সংস্থার তরফে জানানো হয়েছে, এই ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য তারা সিসিটিভি পরীক্ষা করবে । পাশাপাশি ছাত্রী কেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর কাছে থানায় অভিযোগ দায়ের করেননি সেটাও তাঁর থেকে জানতে চাওয়া হবে।

  • I was asked to remove my shirt at Bengaluru airport during security check. It was really humiliating to stand there at the security checkpoint wearing just a camisole and getting the kind of attention you’d never want as a woman. @BLRAirport Why would you need a woman to strip?

    — Krishani Gadhvi (@KrishaniGadhvi) January 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে । তারা যুবতীর টুইটের জবাবে লেখেন, "আমরা এই বিষয়টি অপারেশন টিমকে জানাচ্ছি। পাশাপাশি বিমানবন্দরের দায়িত্বে থাকা সিএইএসএফকেও জানাচ্ছি ।" বিমানবন্দরের তরফে যুবতীকে সরাসরি তাঁর যাতায়াতের বিশদ তথ্য পাঠাতে বলা হয় ।

  • Hello @KrishaniGadhvi, we deeply regret the hassle caused and this should not have happened. We have highlighted this to our operations team and also escalated it to the security team managed by CISF (Central Industrial Security force) a Government sovereign. (1/2)

    — BLR Airport (@BLRAirport) January 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ পুরুষ যাত্রীর !

একজন আইনজীবী এই ঘটনায় টুইট করেন, "এটি একটি বিমানবন্দর এবং এর নিরাপত্তা দলের এই কাজ খুবই অনায্য । নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ । তবে তা কখনই কাউকে অপমান করার জন্য ব্যবহার করা যায় না ।" অপরদিকে একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, "বিমানবন্দরে প্রতিদিন প্রায় এক লক্ষ যাত্রীর স্ক্রিনিং করা হয় । বিমানবন্দরের প্রতিটি অংশ সিসিটিভির আওতায় রয়েছে । তাই ঘটনা যদি সাম্প্রতিক হয়, আমরা ফুটেজ বের করে দেখতে পারি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.