ETV Bharat / bharat

Firing at Rajdhani Express: ভুল ট্রেনে ওঠা নিয়ে টিটির সঙ্গে বচসা, রাজধানী এক্সপ্রেসে গুলি অবসরপ্রাপ্ত জওয়ানের - রাজধানী এক্সপ্রেসে গুলি

হাওড়া-রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন এক ব্যক্তি ৷ ভুল করে শিয়ালদা-নিউ দিল্লি ট্রেনে উঠে পড়েন তিনি ৷ ওই যাত্রী আবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ৷ ভুল ট্রেনে ওঠা নিয়ে টিকিট চেকারের সঙ্গে বচসার মধ্যেই তিনি গুলি চালান বলে অভিযোগ ৷

ETV Bharat
রাজধানী এক্সপ্রেসে গুলি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 7:05 AM IST

Updated : Oct 13, 2023, 10:16 AM IST

কোদারমা, 13 অক্টোবর: রাতের রাজধানী এক্সপ্রেসে আচমকাই চলল গুলি ৷ ধানবাদ স্টেশনের আশপাশে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ন'টা নাগাদ ৷ এক যাত্রী হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন ৷ এদিকে ভুল করে তিনি শিয়ালদা-নিউ দিল্লির ট্রেনে উঠে পড়েন ৷ এই নিয়ে টিকিট চেকারের সঙ্গে তাঁর বচসা বাঁধে ৷

অভিযোগ, এরপরই বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকেন ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ৷ তিনি তাঁর সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়েছেন বলে অভিযোগ ৷ পরে তাঁকে গ্রেফতার করে জিআরপি ৷ সূত্রের খবর, তিনি 2019 সালে শিখ রেজিমেন্ট থেকে সেনাবাহিনীর হাবিলদার পদে অবসর নেন ৷ বর্তমানে একটি কোলিয়ারি কোম্পানিতে নিরাপত্তকর্মীর কাজ করেন ৷ ওই কোলিয়ারিটি ধানবাদে অবস্থিত ৷

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির নাম হরবিন্দর সিং ৷ তাঁর বাড়ি পঞ্জাবের গুরুদাসপুর ফতেগর চুরিয়ান এলাকায় ৷ অবসরপ্রাপ্ত হাবিলদারের বয়স 41 বছর ৷ তিনি হাওড়া-রাজধানীর টিকিট কেটেছিলেন ৷ এদিকে ধানবাদ স্টেশন থেকে 12313 নম্বর আপ শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের B-8 কোচে উঠে পড়েন ৷ অর্থাৎ যে ট্রেনের টিকিট কেটেছেন, সেই ট্রেনে না-চড়ে তিনি অন্য ট্রেনে উঠে পড়েন ৷

টিকিট চেকার এসে টিকিট পরীক্ষা করতেই ভুল ধরা পড়ে। তিনি বুঝতে পারেন যাত্রী ভুল ট্রেনে উঠেছেন ৷ তাঁকে ভুল ট্রেনের ওঠার কারণ জিজ্ঞেস করেন টিকিট চেকার ৷ এরপরই যাত্রীর সঙ্গে টিটির বচসা শুরু হয়ে যায় ৷ অভিযোগ, রেগে গিয়ে পকেট থেকে সার্ভিস রিভলবার বের করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকেন হরিবন্দর সিং ৷ তাতে 6 টি গুলি লোড করা ছিল ৷ জানা গিয়েছে, ওই অবসরপ্রাপ্ত সেনা হাবিলদার নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ৷

তবে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কেউ আহত বা নিহত হননি ৷ এই ঘটনায় ওই কোচে থাকা বাকি যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ রেল পুলিশ ও আরপিএফ এসে পরিস্থিতি সামাল দেয় এবং যাত্রীদের আশ্বস্ত করেন ৷ ঝাড়খণ্ডের কোদারমা স্টেশনে ওই যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় ৷ পুলিশের হাতে তুলে দেওয়া হয় হরবিন্দর সিংকে । সূত্রের খবর, এই ঘটনার পরপরই ট্রেনের প্রতিটি কোচে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন: জেল ফেরত আসামীর গাড়ি লক্ষ্য করে গুলি, আহত 4

কোদারমা, 13 অক্টোবর: রাতের রাজধানী এক্সপ্রেসে আচমকাই চলল গুলি ৷ ধানবাদ স্টেশনের আশপাশে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ন'টা নাগাদ ৷ এক যাত্রী হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন ৷ এদিকে ভুল করে তিনি শিয়ালদা-নিউ দিল্লির ট্রেনে উঠে পড়েন ৷ এই নিয়ে টিকিট চেকারের সঙ্গে তাঁর বচসা বাঁধে ৷

অভিযোগ, এরপরই বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকেন ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ৷ তিনি তাঁর সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়েছেন বলে অভিযোগ ৷ পরে তাঁকে গ্রেফতার করে জিআরপি ৷ সূত্রের খবর, তিনি 2019 সালে শিখ রেজিমেন্ট থেকে সেনাবাহিনীর হাবিলদার পদে অবসর নেন ৷ বর্তমানে একটি কোলিয়ারি কোম্পানিতে নিরাপত্তকর্মীর কাজ করেন ৷ ওই কোলিয়ারিটি ধানবাদে অবস্থিত ৷

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির নাম হরবিন্দর সিং ৷ তাঁর বাড়ি পঞ্জাবের গুরুদাসপুর ফতেগর চুরিয়ান এলাকায় ৷ অবসরপ্রাপ্ত হাবিলদারের বয়স 41 বছর ৷ তিনি হাওড়া-রাজধানীর টিকিট কেটেছিলেন ৷ এদিকে ধানবাদ স্টেশন থেকে 12313 নম্বর আপ শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের B-8 কোচে উঠে পড়েন ৷ অর্থাৎ যে ট্রেনের টিকিট কেটেছেন, সেই ট্রেনে না-চড়ে তিনি অন্য ট্রেনে উঠে পড়েন ৷

টিকিট চেকার এসে টিকিট পরীক্ষা করতেই ভুল ধরা পড়ে। তিনি বুঝতে পারেন যাত্রী ভুল ট্রেনে উঠেছেন ৷ তাঁকে ভুল ট্রেনের ওঠার কারণ জিজ্ঞেস করেন টিকিট চেকার ৷ এরপরই যাত্রীর সঙ্গে টিটির বচসা শুরু হয়ে যায় ৷ অভিযোগ, রেগে গিয়ে পকেট থেকে সার্ভিস রিভলবার বের করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকেন হরিবন্দর সিং ৷ তাতে 6 টি গুলি লোড করা ছিল ৷ জানা গিয়েছে, ওই অবসরপ্রাপ্ত সেনা হাবিলদার নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ৷

তবে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কেউ আহত বা নিহত হননি ৷ এই ঘটনায় ওই কোচে থাকা বাকি যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ রেল পুলিশ ও আরপিএফ এসে পরিস্থিতি সামাল দেয় এবং যাত্রীদের আশ্বস্ত করেন ৷ ঝাড়খণ্ডের কোদারমা স্টেশনে ওই যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় ৷ পুলিশের হাতে তুলে দেওয়া হয় হরবিন্দর সিংকে । সূত্রের খবর, এই ঘটনার পরপরই ট্রেনের প্রতিটি কোচে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন: জেল ফেরত আসামীর গাড়ি লক্ষ্য করে গুলি, আহত 4

Last Updated : Oct 13, 2023, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.