পোর্ট ব্লেয়ার, 20 মার্চ : আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’ ৷ এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হতে পারে ৷ রবিবার থেকেই দ্বীপগুলির মধ্যে জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে ৷ মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে, তারা যেন সমুদ্রে না যান ৷ কারণ বছরের প্রথম ঘূর্ণিঝড় দ্বীপপুঞ্জ থেকে খুব একটা দূরে নেই (Parts of Andamans experience rain, strong winds due to Cyclone Asani) ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রায় এনডিআরএফ-এর 100 জন কর্মী মোতায়েন করা হয়েছে আন্দামান-নিকোবরে ৷ ছ'টি ত্রাণশিবির খোলা হয়েছে ৷ উত্তর এবং মধ্য আন্দামানে বৃষ্টি শুরু হয়েছে ৷ প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে ৷ তবে এখনও অবধি স্বাভাবিক রয়েছে পোর্ট ব্লেয়ার ৷
আরও পড়ুন : West Bengal Weather Update : ঘূর্ণিঝড়ে কমবে না দাবদাহ, বঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আলিপুরের
-
i) Depression over southeast Bay of Bengal and adjoining south Andaman Sea: Pre cyclone watch for Andaman Islands and adjoining sea areas.
— India Meteorological Department (@Indiametdept) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
ii) No significant Heat Wave conditions likely over any part of the country. pic.twitter.com/sYYCBLllnr
">i) Depression over southeast Bay of Bengal and adjoining south Andaman Sea: Pre cyclone watch for Andaman Islands and adjoining sea areas.
— India Meteorological Department (@Indiametdept) March 20, 2022
ii) No significant Heat Wave conditions likely over any part of the country. pic.twitter.com/sYYCBLllnri) Depression over southeast Bay of Bengal and adjoining south Andaman Sea: Pre cyclone watch for Andaman Islands and adjoining sea areas.
— India Meteorological Department (@Indiametdept) March 20, 2022
ii) No significant Heat Wave conditions likely over any part of the country. pic.twitter.com/sYYCBLllnr
আইএমডি একটি টুইট করে জানিয়েছে, "আজ 20 মার্চ ভোর 5.30টা নাগাদ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে ৷" আরেকটি টুইট করে আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এবং দক্ষিণ আন্দামান সাগরের আশপাশে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে ৷ তবে এর প্রভাবে দেশের কোথাও কোনও তাপপ্রবাহের সম্ভাবনা নেই ৷