ETV Bharat / bharat

Parliament Monsoon Session: 20 জুলাই শুরু হচ্ছে বাদল অধিবেশন, পেশ হতে পারে ইউনিফর্ম সিভিল কোডের বিল - প্রহ্লাদ যোশী

শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, আগামী 20 জুলাই থেকে 11 অগস্ট পর্যন্ত চলবে বাদল অধিবেশন ৷ এবার অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোড বিল আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷

Parliament Monsoon Session
Parliament Monsoon Session
author img

By

Published : Jul 1, 2023, 5:51 PM IST

Updated : Jul 1, 2023, 6:39 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই: শেষবারের জন্য পুরনো সংসদের পুরনো ভবনে বসতে চলেছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, এবার সংসদের বাদল অধিবেশন 20 জুলাই শুরু হবে ও 11 অগস্ট পর্যন্ত চলবে ৷ সরকারি তরফে জানানো না হলেও সূত্র মারফত জানা গিয়েছে, পুরনো ভবনেই সংসদের অধিবেশন শুরু হবে ৷ তবে মাঝপথে তা সরে যাবে নয়া ভবনে ৷ আর এই অধিবেশনেই পেশ করা হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিল ৷ ফলে এই অধিবেশনও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

সেই আশঙ্কা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও করা হচ্ছে ৷ তাই তাদের তরফে আগেই বিরোধীদের কাছে অধিবেশন সুষ্ঠুভাবে চলতে দেওয়ার আবেদন জানানো হয়েছে ৷ এদিন বাদল অধিবেশন শুরুর যে টুইট করেছেন প্রহ্লাদ যোশী, সেই টুইটেই তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন ৷ 23 দিন সময়ের মধ্যে 17 দিন অধিবেশন বসার কথা, তার মধ্যে ঠিক কতদিন তা চলে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ইউনিফর্ম সিভিল কোডই নয়, আরও বেশ কিছু বিষয় রয়েছে এই অধিবেশনে ৷ তার মধ্যে অন্যতম দিল্লি নিয়ে যে অর্ডিন্যান্স কেন্দ্র জারি করেছে, সেই বিল পাস করাতে হবে তাদের ৷ এই নিয়ে কেন্দ্র ও দিল্লির আপ সরকারের মধ্য়ে টানাপোড়েন চলছে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সারা দেশে ঘুরছেন মোদি সরকারের বিরুদ্ধে এই অর্ডিন্যান্স নিয়ে সমর্থন জোগাড় করতে ৷ অনেকেই পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ ফলে এই বিল নিয়ে সংসদের দুই কক্ষেই হাঙ্গামা হতে পারে ৷

তাছাড়া বিরোধীরাও 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে একজোট হওয়ার চেষ্টা করছে ৷ বিহারের পটনায় ইতিমধ্যেই বৈঠক হয়েছে বিরোধীরা ৷ অধিবেশন শুরুর আগেই হিমাচল প্রদেশের সিমলায় আরও একটা বৈঠক হওয়ার কথা ৷ ফলে বিরোধীদের মধ্যে কতটা ঐক্য তৈরি হল, তা এই বাদল অধিবেশনে স্পষ্ট হতে পারে ৷

আরও পড়ুন: কৃষকদের কল্যাণে বছরে কেন্দ্রের খরচ 6.5 লক্ষ কোটি টাকা, জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 1 জুলাই: শেষবারের জন্য পুরনো সংসদের পুরনো ভবনে বসতে চলেছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, এবার সংসদের বাদল অধিবেশন 20 জুলাই শুরু হবে ও 11 অগস্ট পর্যন্ত চলবে ৷ সরকারি তরফে জানানো না হলেও সূত্র মারফত জানা গিয়েছে, পুরনো ভবনেই সংসদের অধিবেশন শুরু হবে ৷ তবে মাঝপথে তা সরে যাবে নয়া ভবনে ৷ আর এই অধিবেশনেই পেশ করা হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিল ৷ ফলে এই অধিবেশনও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

সেই আশঙ্কা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও করা হচ্ছে ৷ তাই তাদের তরফে আগেই বিরোধীদের কাছে অধিবেশন সুষ্ঠুভাবে চলতে দেওয়ার আবেদন জানানো হয়েছে ৷ এদিন বাদল অধিবেশন শুরুর যে টুইট করেছেন প্রহ্লাদ যোশী, সেই টুইটেই তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন ৷ 23 দিন সময়ের মধ্যে 17 দিন অধিবেশন বসার কথা, তার মধ্যে ঠিক কতদিন তা চলে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ইউনিফর্ম সিভিল কোডই নয়, আরও বেশ কিছু বিষয় রয়েছে এই অধিবেশনে ৷ তার মধ্যে অন্যতম দিল্লি নিয়ে যে অর্ডিন্যান্স কেন্দ্র জারি করেছে, সেই বিল পাস করাতে হবে তাদের ৷ এই নিয়ে কেন্দ্র ও দিল্লির আপ সরকারের মধ্য়ে টানাপোড়েন চলছে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সারা দেশে ঘুরছেন মোদি সরকারের বিরুদ্ধে এই অর্ডিন্যান্স নিয়ে সমর্থন জোগাড় করতে ৷ অনেকেই পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ ফলে এই বিল নিয়ে সংসদের দুই কক্ষেই হাঙ্গামা হতে পারে ৷

তাছাড়া বিরোধীরাও 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে একজোট হওয়ার চেষ্টা করছে ৷ বিহারের পটনায় ইতিমধ্যেই বৈঠক হয়েছে বিরোধীরা ৷ অধিবেশন শুরুর আগেই হিমাচল প্রদেশের সিমলায় আরও একটা বৈঠক হওয়ার কথা ৷ ফলে বিরোধীদের মধ্যে কতটা ঐক্য তৈরি হল, তা এই বাদল অধিবেশনে স্পষ্ট হতে পারে ৷

আরও পড়ুন: কৃষকদের কল্যাণে বছরে কেন্দ্রের খরচ 6.5 লক্ষ কোটি টাকা, জানালেন প্রধানমন্ত্রী

Last Updated : Jul 1, 2023, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.