ETV Bharat / bharat

Parliament Monsoon Session: মণিপুর ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ - Rajya Sabha

Opposition MPs give Adjournment Notice to Discuss on Manipur Situation: মণিপুর ইস্যুতে আলোচনা চায় বিরোধীরা ৷ তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতিও দাবি করছে ৷ এই পরিস্থিতিতে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী সাংসদরা ৷ যা নিয়ে সোমবারও উত্তপ্ত সংসদের দুই কক্ষের পরিস্থিতি ৷

Parliament Monsoon Session
Parliament Monsoon Session
author img

By

Published : Jul 24, 2023, 12:12 PM IST

নয়াদিল্লি, 24 জুলাই: মণিপুর ইস্যুতে সোমবারও উত্তপ্ত সংসদ ৷ বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে ৷ প্রথমদিন থেকেই এই ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে সংসদের ভিতরে ও বাইরে ৷ ফলে এখনও পর্যন্ত সংসদে স্বাভাবিক কাজ হয়নি ৷ সোমবার অধিবেশনের শুরুতেও একই পরিস্থিতি তৈরি হল ৷ যার জেরে বেলা 12টা পর্যন্ত লোকসভা ও রাজ্যসভা মুলতুবি করে দিতে হয় ৷

এ দিন সংসদে মণিপুর ইস্যুতে আলোচনা চেয়ে লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলগুলির একাধিক সাংসদ নোটিশ দেয় ৷ কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন 267 নম্বর বিধির অধীনে রাজ্যসভায় এই নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দেন ৷ সেখানে মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্র ও ওই রাজ্যে বিজেপি শাসিত সরকারকেই কাঠগড়ায় তোলা হয়েছে ৷ তাঁর অভিযোগ, কেন্দ্র ও মণিপুরের বিজেপি সরকারের ব্যর্থতাতেই সেখানে শান্তি প্রতিষ্ঠা করা যাচ্ছে না ৷ মহিলাদের উপর অত্যাচার চলছে ৷

এছাড়া আরজেডি-র সাংসদ মনোজ কুমার ঝা, সিপিআই সাংসদ বিনয় বিশ্বম, ডিএমকে সাংসদ তিরুচি শিভা, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং ও রাঘব চাড্ডাও রাজ্যসভায় সমস্ত কার্যক্রম বাতিল করে মণিপুর ইস্যুতে আলোচনার দাবি তুলেছেন ৷ সেই নিয়ে তাঁরা নোটিশও দিয়েছেন ৷ অন্যদিকে লোকসভায় কংগ্রেসের সাংসদ মানিকম ঠাকুর ও মণীশ তেওয়ারি উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব পেশ করেন ৷

প্রসঙ্গত, বাদল অধিবেশন যেদিন শুরু হয়, সেদিন সকালেই মণিপুরে দু’জন মহিলা নগ্ন করে হাঁটানো ও তাঁদের উপর যৌন নিপীড়ণের একটি ভিডিয়ো সামনে আসে ৷ গত দু’মাস ধরে মণিপুরের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে ৷ এই পরিস্থিতিতে ওই ভিডিয়ো আগুনে ঘি দেওয়ার মতো কাজ করে ৷ তার উপর সদ্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ‘ইন্ডিয়া’ জোটের ঘোষণা করেছে ৷

আরও পড়ুন: সংসদেও 'সেন্সরশিপ' ! রেকর্ড থেকে 'মণিপুর' মুছে ফেলার অভিযোগ ডেরেকের

ফলে প্রথমদিন থেকেই বিরোধীরা একজোট হয়ে লড়াই করছে সরকারের বিরুদ্ধে ৷ এ দিন সংসদের বাইরে বিরোধীদের ‘ইন্ডিয়া’ বিক্ষোভ দেখিয়েছে ৷ পাশাপাশি সংসদে আলোচনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি চেয়ে সরব হয়েছে ৷ যার জেরে অধিবেশন মুলতুবি করে দিতে হয় লোকসভা ও রাজ্যসভায় ৷

নয়াদিল্লি, 24 জুলাই: মণিপুর ইস্যুতে সোমবারও উত্তপ্ত সংসদ ৷ বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে ৷ প্রথমদিন থেকেই এই ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে সংসদের ভিতরে ও বাইরে ৷ ফলে এখনও পর্যন্ত সংসদে স্বাভাবিক কাজ হয়নি ৷ সোমবার অধিবেশনের শুরুতেও একই পরিস্থিতি তৈরি হল ৷ যার জেরে বেলা 12টা পর্যন্ত লোকসভা ও রাজ্যসভা মুলতুবি করে দিতে হয় ৷

এ দিন সংসদে মণিপুর ইস্যুতে আলোচনা চেয়ে লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলগুলির একাধিক সাংসদ নোটিশ দেয় ৷ কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন 267 নম্বর বিধির অধীনে রাজ্যসভায় এই নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দেন ৷ সেখানে মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্র ও ওই রাজ্যে বিজেপি শাসিত সরকারকেই কাঠগড়ায় তোলা হয়েছে ৷ তাঁর অভিযোগ, কেন্দ্র ও মণিপুরের বিজেপি সরকারের ব্যর্থতাতেই সেখানে শান্তি প্রতিষ্ঠা করা যাচ্ছে না ৷ মহিলাদের উপর অত্যাচার চলছে ৷

এছাড়া আরজেডি-র সাংসদ মনোজ কুমার ঝা, সিপিআই সাংসদ বিনয় বিশ্বম, ডিএমকে সাংসদ তিরুচি শিভা, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং ও রাঘব চাড্ডাও রাজ্যসভায় সমস্ত কার্যক্রম বাতিল করে মণিপুর ইস্যুতে আলোচনার দাবি তুলেছেন ৷ সেই নিয়ে তাঁরা নোটিশও দিয়েছেন ৷ অন্যদিকে লোকসভায় কংগ্রেসের সাংসদ মানিকম ঠাকুর ও মণীশ তেওয়ারি উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব পেশ করেন ৷

প্রসঙ্গত, বাদল অধিবেশন যেদিন শুরু হয়, সেদিন সকালেই মণিপুরে দু’জন মহিলা নগ্ন করে হাঁটানো ও তাঁদের উপর যৌন নিপীড়ণের একটি ভিডিয়ো সামনে আসে ৷ গত দু’মাস ধরে মণিপুরের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে ৷ এই পরিস্থিতিতে ওই ভিডিয়ো আগুনে ঘি দেওয়ার মতো কাজ করে ৷ তার উপর সদ্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ‘ইন্ডিয়া’ জোটের ঘোষণা করেছে ৷

আরও পড়ুন: সংসদেও 'সেন্সরশিপ' ! রেকর্ড থেকে 'মণিপুর' মুছে ফেলার অভিযোগ ডেরেকের

ফলে প্রথমদিন থেকেই বিরোধীরা একজোট হয়ে লড়াই করছে সরকারের বিরুদ্ধে ৷ এ দিন সংসদের বাইরে বিরোধীদের ‘ইন্ডিয়া’ বিক্ষোভ দেখিয়েছে ৷ পাশাপাশি সংসদে আলোচনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি চেয়ে সরব হয়েছে ৷ যার জেরে অধিবেশন মুলতুবি করে দিতে হয় লোকসভা ও রাজ্যসভায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.