ETV Bharat / bharat

পেগাসাস ইস্যুতে উত্তপ্ত সংসদ, মুলতুবি দুই কক্ষের অধিবেশন - Parliament Adjourn

ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে উত্তপ্ত লোকসভা ও রাজ্যসভা ৷ বাদল অধিবেশনের দ্বিতীয়দিন শুরুতেই মুলতুবি হয়ে গেল ৷

parliament adjourn due to opposition agitation in pegasus issue
পেগাসাস ইস্যুতে উত্তপ্ত সংসদ, মুলতুবি দুই কক্ষের অধিবেশন
author img

By

Published : Jul 20, 2021, 12:15 PM IST

নয়াদিল্লি, 20 জুলাই : পেগাসাস ইস্যুতে উত্তপ্ত সংসদ (Parliament) ৷ মঙ্গলবার অধিবেশন শুরু হলেও তা কয়েক মিনিটের বেশি স্থায়ী হয়নি ৷ বরং লোকসভা (Lokshabha) দুপুর 2টো পর্যন্ত ও রাজ্যসভা (Rajyashabha) বেলা 12টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় ৷ মূলত বিরোধীদের বিক্ষোভের জেরেই সংসদের নিম্ন ও উচ্চকক্ষে কাজ চালানো সম্ভব হল না ৷

রবিবার রাত থেকেই সংবাদের শিরোনামে রয়েছে পেগাসাস (Pegasus) ৷ অভিযোগ, এই সফটওয়্যারের মাধ্যমে অনেকের ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার ৷ যদিও, এই অভিযোগকে একেবারে নস্যাৎ করে দিয়েছে সরকার ৷

আরও পড়ুন : Pegasus 2 : আড়ি পাতা হয়েছে পিকের ফোনে, নিশানায় ছিলেন অভিষেকও !

কিন্তু বিরোধীরা নাছোড় ৷ তারা এই ইস্যুতে সংসদে আলোচনা করতে চান ৷ তবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) এবং রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর (Venkaiah Naidu) দাবি, নিয়ম মেনে সাংসদরা নোটিস দিলে বিষয়টি নিয়ে আলোচনা করার বিষয়টি বিবেচনা করা হবে ৷ তার পরও বিক্ষোভ না থামায় এদিন অধিবেশন বন্ধ করে দিতে হয় দুই কক্ষে ৷

দুপুর 2টোয় অধিবেশন বসলেও, তা কি আদৌ সুষ্ঠুভাবে চালানো সম্ভব হবে ? এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কারণ, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress), আরজেডি (RJD) ও ডিএমকের (DMK) সাংসদরা এদিন সকালেই বৈঠক করেছেন ৷ তাঁরা সংসদের দুই কক্ষে এই পেগাসাস ইস্যুতে সরকারকে চেপে ধরার পরিকল্পনা করেছেন ৷ তাই দুপুর 2 টোয় অধিবেশন ফের শুরু হলে বিক্ষোভ থামবে না বলেই আশঙ্কা করা হচ্ছে ৷

আরও পড়ুন : পেগাসাসকে কাজে লাগিয়েও বাংলায় নিজেদের মুখ রক্ষা করতে পারলেন না, অভিষেকের নিশানায় অমিত

এদিকে কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, সরকার ও পেগাসাসের মধ্যে কোনও যোগসূত্র নেই ৷ তার পরও যদি তারা (বিরোধীরা) সঠিক পদ্ধতি মেনে এই ইস্যুতে সরব হতে চায়, তাহলে সেটা তাদের করতে দেওয়া উচিত ৷ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে বিবৃতি দিয়েছেন ৷

প্রসঙ্গত, গতকাল সোমবার শুরু হয় সংসদের বাদল অধিবেশন (Monsoon Session) ৷ প্রথমদিন শুরু থেকেই বারবার উত্তপ্ত হয়েছে সংসদ ৷ মোদি সরকারের মন্ত্রী পরিষদের রদবদলের পর এটাই প্রথম অধিবেশন ৷ তাই প্রথামাফিক সংসদের দুই কক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নতুন মন্ত্রীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল ৷ কিন্তু বিরোধীদের বিক্ষোভের জেরে তা সম্ভব হয়নি ৷ এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী (Prime Minister) ৷

আরও পড়ুন : নিশীথ কি বাংলাদেশের নাগরিক, রাজ্যসভায় প্রশ্ন তুললেন সুখেন্দুশেখর

তাছাড়া বিরোধীদের বিক্ষোভের জেরে একাধিকবার সভার কাজে বাধা পড়ে ৷ বারবার মুলতুবি করতে হয় অধিবেশন ৷ মঙ্গলবারের পরিস্থিতিও সেই দিকেই যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 20 জুলাই : পেগাসাস ইস্যুতে উত্তপ্ত সংসদ (Parliament) ৷ মঙ্গলবার অধিবেশন শুরু হলেও তা কয়েক মিনিটের বেশি স্থায়ী হয়নি ৷ বরং লোকসভা (Lokshabha) দুপুর 2টো পর্যন্ত ও রাজ্যসভা (Rajyashabha) বেলা 12টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় ৷ মূলত বিরোধীদের বিক্ষোভের জেরেই সংসদের নিম্ন ও উচ্চকক্ষে কাজ চালানো সম্ভব হল না ৷

রবিবার রাত থেকেই সংবাদের শিরোনামে রয়েছে পেগাসাস (Pegasus) ৷ অভিযোগ, এই সফটওয়্যারের মাধ্যমে অনেকের ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার ৷ যদিও, এই অভিযোগকে একেবারে নস্যাৎ করে দিয়েছে সরকার ৷

আরও পড়ুন : Pegasus 2 : আড়ি পাতা হয়েছে পিকের ফোনে, নিশানায় ছিলেন অভিষেকও !

কিন্তু বিরোধীরা নাছোড় ৷ তারা এই ইস্যুতে সংসদে আলোচনা করতে চান ৷ তবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) এবং রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর (Venkaiah Naidu) দাবি, নিয়ম মেনে সাংসদরা নোটিস দিলে বিষয়টি নিয়ে আলোচনা করার বিষয়টি বিবেচনা করা হবে ৷ তার পরও বিক্ষোভ না থামায় এদিন অধিবেশন বন্ধ করে দিতে হয় দুই কক্ষে ৷

দুপুর 2টোয় অধিবেশন বসলেও, তা কি আদৌ সুষ্ঠুভাবে চালানো সম্ভব হবে ? এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কারণ, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress), আরজেডি (RJD) ও ডিএমকের (DMK) সাংসদরা এদিন সকালেই বৈঠক করেছেন ৷ তাঁরা সংসদের দুই কক্ষে এই পেগাসাস ইস্যুতে সরকারকে চেপে ধরার পরিকল্পনা করেছেন ৷ তাই দুপুর 2 টোয় অধিবেশন ফের শুরু হলে বিক্ষোভ থামবে না বলেই আশঙ্কা করা হচ্ছে ৷

আরও পড়ুন : পেগাসাসকে কাজে লাগিয়েও বাংলায় নিজেদের মুখ রক্ষা করতে পারলেন না, অভিষেকের নিশানায় অমিত

এদিকে কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, সরকার ও পেগাসাসের মধ্যে কোনও যোগসূত্র নেই ৷ তার পরও যদি তারা (বিরোধীরা) সঠিক পদ্ধতি মেনে এই ইস্যুতে সরব হতে চায়, তাহলে সেটা তাদের করতে দেওয়া উচিত ৷ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে বিবৃতি দিয়েছেন ৷

প্রসঙ্গত, গতকাল সোমবার শুরু হয় সংসদের বাদল অধিবেশন (Monsoon Session) ৷ প্রথমদিন শুরু থেকেই বারবার উত্তপ্ত হয়েছে সংসদ ৷ মোদি সরকারের মন্ত্রী পরিষদের রদবদলের পর এটাই প্রথম অধিবেশন ৷ তাই প্রথামাফিক সংসদের দুই কক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নতুন মন্ত্রীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল ৷ কিন্তু বিরোধীদের বিক্ষোভের জেরে তা সম্ভব হয়নি ৷ এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী (Prime Minister) ৷

আরও পড়ুন : নিশীথ কি বাংলাদেশের নাগরিক, রাজ্যসভায় প্রশ্ন তুললেন সুখেন্দুশেখর

তাছাড়া বিরোধীদের বিক্ষোভের জেরে একাধিকবার সভার কাজে বাধা পড়ে ৷ বারবার মুলতুবি করতে হয় অধিবেশন ৷ মঙ্গলবারের পরিস্থিতিও সেই দিকেই যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.