কলকাতা, 19 মে : সন্ধ্যে সাড়ে 6টায় দমদম বিমানবন্দরে নামছেন পরেশ অধিকারী । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি চলাকালীন জানালেন শিক্ষা প্রতিমন্ত্রীর আইনজীবী । তারপরেই বিচারপতি বিধাননগর পুলিশ কমিশনারটকে দমদম বিমানবন্দরে অপেক্ষা করতে নির্দেশ দেন । কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিধাননগর কমিশনারেটকে যোগাযোগ করার কথাও বলেন । মন্ত্রী বিমানবন্দরে নামলে সেখান থেকে তাঁকে সোজা সিবিআই দফতরে নিয়ে যাওয়া হবে । আগামিকাল সকাল 10.30-এ ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি রয়েছে ।
আদালতের নির্দেশ থাকলেও এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি পরেশ অধিকারী । ফলে এদিন সকালেই হাইকোর্ট ফের নির্দেশ দেয়, বিকেল 3টের মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে পরেশকে । তারপরেই জানা যায়, সাড়ে 6টায় দমদম বিমানবন্দরে নামছেন মন্ত্রীমহাশয় ।
আরও পড়ুন : কন্যা-সহ পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইয়ের
অন্যদিকে, এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী এবং তাঁর মেয়ের নামে এফআইআর দায়ের করেছে সিবিআই । অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI files FIR against Paresh Chandra Adhikary and his daughter) ।