ETV Bharat / bharat

Paratrooper Dies: চিন সীমান্তে পাহাড়ি এলাকায় প্রশিক্ষণের সময় প্যারাট্রুপার জওয়ানের মৃত্য - ভারতীয় সেনা

প্রশিক্ষণের সময় মৃত্য হল লাঘিয়াল (31) নামে এক প্যারাট্রুপার জওয়ানের (Paratrooper Dies) । ঘটনাটি ঘটেছে সিকিমে ইন্দো-চিন সীমান্ত (India-China Border) সংলগ্ন পাহাড়ি এলাকায় ৷

paratrooper-dies-during-training-in-hilly-regions-along-india-and-china-border-in-sikkim
Paratrooper Dies: চিন সীমান্তে পাহাড়ি এলাকায় প্রশিক্ষণের সময় প্যারাট্রুপার জওয়ানের মৃত্য
author img

By

Published : Nov 22, 2022, 2:22 PM IST

Updated : Nov 22, 2022, 2:51 PM IST

দার্জিলিং, 22 নভেম্বর: ইন্দো-চিন সীমান্ত (India-China Border) সংলগ্ন পাহাড়ি এলাকায় প্রশিক্ষণের সময় মৃত্য হল এক প্যারাট্রুপার জওয়ানের (Paratrooper Dies) । মৃত জওয়ানের নাম লাঘিয়াল (31) । তিনি পশ্চিম সিকিমের (Sikkim) রাবাংলার বাসিন্দা বলে জানা গিয়েছে । গত আট বছর ধরে তিনি প্যারাট্রুপার 6 বিকাশ রেজিমেন্টে কর্মরত ছিলেন । বর্তমানে তিনি অ্যাসিস্ট্য়ান্ট এলডিআর পদে ছিলেন ৷

সোমবার সকালে ইন্দো-চিন সীমান্ত এলাকায় তিনি প্রশিক্ষণের জন্য যান। হেলিকপ্টার করে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছান। এরপর প্রায় 200-250 ফুট উচ্চতা থেকে প্যারাসুট পরে লাফ দেন ৷ কিছুটা নামার পর তাঁর প্যারাসুটের ডানদিকের হুক খুললেও আটকে যায় বাঁদিকেরটি । ফলে তিনি পাহাড়ের খাদে পড়ে মারা যান ।

চিন সীমান্তে পাহাড়ি এলাকায় প্রশিক্ষণের সময় প্যারাট্রুপার জওয়ানের মৃত্য

এরপর হেলিকপ্টারের পাইলট খবর দেন কন্ট্রোল রুমে । কন্ট্রোল রুমে খবর পেতেই বাকি জওয়ানরা তাঁর খোঁজ শুরু করেন ৷ প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর খোঁজ না মিললে সাহায্য নেওয়া হয় ভারতীয় সেনার (Indian Army) । তারা নেমে বিকেল নাগাদ তার দেহ জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ।

প্রথমে তাঁকে সিকিমের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে । পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical) পাঠানো হয় । যদিও ওই বিষয়ে মুখ খুলতে চাননি কোনও আধিকারিকরা । ময়নাতদন্তের পর দেহ কফিনবন্দি করে সেনার হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা ! শিলিগুড়িতে গ্রেফতার ভুয়ো সেনা আধিকারিক

দার্জিলিং, 22 নভেম্বর: ইন্দো-চিন সীমান্ত (India-China Border) সংলগ্ন পাহাড়ি এলাকায় প্রশিক্ষণের সময় মৃত্য হল এক প্যারাট্রুপার জওয়ানের (Paratrooper Dies) । মৃত জওয়ানের নাম লাঘিয়াল (31) । তিনি পশ্চিম সিকিমের (Sikkim) রাবাংলার বাসিন্দা বলে জানা গিয়েছে । গত আট বছর ধরে তিনি প্যারাট্রুপার 6 বিকাশ রেজিমেন্টে কর্মরত ছিলেন । বর্তমানে তিনি অ্যাসিস্ট্য়ান্ট এলডিআর পদে ছিলেন ৷

সোমবার সকালে ইন্দো-চিন সীমান্ত এলাকায় তিনি প্রশিক্ষণের জন্য যান। হেলিকপ্টার করে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছান। এরপর প্রায় 200-250 ফুট উচ্চতা থেকে প্যারাসুট পরে লাফ দেন ৷ কিছুটা নামার পর তাঁর প্যারাসুটের ডানদিকের হুক খুললেও আটকে যায় বাঁদিকেরটি । ফলে তিনি পাহাড়ের খাদে পড়ে মারা যান ।

চিন সীমান্তে পাহাড়ি এলাকায় প্রশিক্ষণের সময় প্যারাট্রুপার জওয়ানের মৃত্য

এরপর হেলিকপ্টারের পাইলট খবর দেন কন্ট্রোল রুমে । কন্ট্রোল রুমে খবর পেতেই বাকি জওয়ানরা তাঁর খোঁজ শুরু করেন ৷ প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর খোঁজ না মিললে সাহায্য নেওয়া হয় ভারতীয় সেনার (Indian Army) । তারা নেমে বিকেল নাগাদ তার দেহ জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ।

প্রথমে তাঁকে সিকিমের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে । পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical) পাঠানো হয় । যদিও ওই বিষয়ে মুখ খুলতে চাননি কোনও আধিকারিকরা । ময়নাতদন্তের পর দেহ কফিনবন্দি করে সেনার হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা ! শিলিগুড়িতে গ্রেফতার ভুয়ো সেনা আধিকারিক

Last Updated : Nov 22, 2022, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.