ETV Bharat / bharat

Pakistani Intruder Shot: আরনিয়া সীমান্তে পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি বিএসএফের

Pakistani Intruder Shot by BSF: সতর্কতা উপেক্ষা করে অনুপ্রবেশের চেষ্টা করায় এক পাকিস্তানিকে গুলি করে মারল বিএসএফ ৷ সোমবার মধ্যরাতে আরনিয়া সীমান্তে ঘটনাটি ঘটেছে ৷ লাইন অফ কন্ট্রোলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল বলে জানিয়েছে বিএসএফ ৷

Pakistani Intruder Shot ETV BHARAT
Pakistani Intruder Shot
author img

By

Published : Jul 31, 2023, 10:22 AM IST

Updated : Jul 31, 2023, 10:36 AM IST

আরনিয়া (জম্মু ও কাশ্মীর), 31 জুলাই: কাশ্মীরে সীমান্ত পেরিয়ে ভারতের ঢোকার সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ ৷ রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে লাইন অফ কন্ট্রোলের আরনিয়া সীমান্তের জাবোয়াল আউট পোস্টের কাছে ৷ বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, ওই অনুপ্রবেশকারীকে একাধিকবার সতর্ক করার পরেও সে জবরদস্তি অনুপ্রবেশের চেষ্টা করে ৷ এরপর বাহিনীর সদস্যরা ওই অনুপ্রবেশকারীকে গুলি করে ৷ বিএসএফ সূত্রে খবর, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আরনিয়া সীমান্তে এই ধরনের ঘটনা ঘটেছে ৷

সীমান্ত রক্ষী বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ওই অনুপ্রবেশকারী বাহিনীর নজর এড়িয়ে কাঁটাতার টপকে জাবোয়াল আউট পোস্টের কাছে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল ৷ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার পরই সে বাহিনীর নজরে আসে ৷ সেই সময় তাকে আত্মসমপর্ণ করতে বলা হয় ৷ কিন্তু, জওয়ানদের কথা না শুনে সেখান থেকে পালানোর চেষ্টা করে ৷ তখনই বিএসএফের জওয়ানরা তাকে গুলি করেন ৷ জাবোয়াল আউট পোস্টের কাছে রাত 1টা 45 মিনিটে ঘটনাটি ঘটেছে বলে ওই সেনা আধিকারিক জানিয়েছেন ৷

পাকিস্তানি অনুপ্রবেশকারীকে সীমান্তে গুলি করার ঘটনা নিশ্চিত করেছেন বিএসএফ এর আরও এক আধিকারিক ৷ তিনি জানিয়েছেন,"সীমান্তে মোতায়েন জওয়ানরা আরনিয়া আন্তর্জাতিক সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন ৷ সেখানে এক অনুপ্রবেশকারীকে বিএসএফের নিয়ন্ত্রণাধীন সীমান্তের দিকে আসতে দেখা গিয়েছিল ৷ সেই সময় তাকে সতর্ক করা হলেও শোনেনি ওই অনুপ্রবেশকারী ৷ তাই বিএসএফ ওই অনুপ্রবেশকারীকে গুলি করে ৷"

আরও পড়ুন: 3 বছর ধরে অবৈধভাবে ভারতে বাস, জয়পুর বিমানবন্দর থেকে আটক পাকিস্তানি তরুণী

পাকিস্তানি ওই অনুপ্রবেশকারীকে খতম করার পর আরনিয়া সীমান্ত এলাকা বিএসএফ এর জওয়ানরা ঘিরে ফেলে ৷ দীর্ঘক্ষণ সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালায় বাহিনী ৷ বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানি অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ তবে, এটা প্রথম নয় ৷ মাত্র কয়েকদিন আগে কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরে বিএসএফের গুলিতে আরও এক পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছিল ৷ 25 জুলাইয়ের সেই ঘটনায় মৃত পাকিস্তানির কাছ থেকে 4 কিলোর বেশি উচ্চমাত্রার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল ৷

আরনিয়া (জম্মু ও কাশ্মীর), 31 জুলাই: কাশ্মীরে সীমান্ত পেরিয়ে ভারতের ঢোকার সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ ৷ রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে লাইন অফ কন্ট্রোলের আরনিয়া সীমান্তের জাবোয়াল আউট পোস্টের কাছে ৷ বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, ওই অনুপ্রবেশকারীকে একাধিকবার সতর্ক করার পরেও সে জবরদস্তি অনুপ্রবেশের চেষ্টা করে ৷ এরপর বাহিনীর সদস্যরা ওই অনুপ্রবেশকারীকে গুলি করে ৷ বিএসএফ সূত্রে খবর, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আরনিয়া সীমান্তে এই ধরনের ঘটনা ঘটেছে ৷

সীমান্ত রক্ষী বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ওই অনুপ্রবেশকারী বাহিনীর নজর এড়িয়ে কাঁটাতার টপকে জাবোয়াল আউট পোস্টের কাছে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল ৷ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার পরই সে বাহিনীর নজরে আসে ৷ সেই সময় তাকে আত্মসমপর্ণ করতে বলা হয় ৷ কিন্তু, জওয়ানদের কথা না শুনে সেখান থেকে পালানোর চেষ্টা করে ৷ তখনই বিএসএফের জওয়ানরা তাকে গুলি করেন ৷ জাবোয়াল আউট পোস্টের কাছে রাত 1টা 45 মিনিটে ঘটনাটি ঘটেছে বলে ওই সেনা আধিকারিক জানিয়েছেন ৷

পাকিস্তানি অনুপ্রবেশকারীকে সীমান্তে গুলি করার ঘটনা নিশ্চিত করেছেন বিএসএফ এর আরও এক আধিকারিক ৷ তিনি জানিয়েছেন,"সীমান্তে মোতায়েন জওয়ানরা আরনিয়া আন্তর্জাতিক সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন ৷ সেখানে এক অনুপ্রবেশকারীকে বিএসএফের নিয়ন্ত্রণাধীন সীমান্তের দিকে আসতে দেখা গিয়েছিল ৷ সেই সময় তাকে সতর্ক করা হলেও শোনেনি ওই অনুপ্রবেশকারী ৷ তাই বিএসএফ ওই অনুপ্রবেশকারীকে গুলি করে ৷"

আরও পড়ুন: 3 বছর ধরে অবৈধভাবে ভারতে বাস, জয়পুর বিমানবন্দর থেকে আটক পাকিস্তানি তরুণী

পাকিস্তানি ওই অনুপ্রবেশকারীকে খতম করার পর আরনিয়া সীমান্ত এলাকা বিএসএফ এর জওয়ানরা ঘিরে ফেলে ৷ দীর্ঘক্ষণ সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালায় বাহিনী ৷ বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানি অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ তবে, এটা প্রথম নয় ৷ মাত্র কয়েকদিন আগে কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরে বিএসএফের গুলিতে আরও এক পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছিল ৷ 25 জুলাইয়ের সেই ঘটনায় মৃত পাকিস্তানির কাছ থেকে 4 কিলোর বেশি উচ্চমাত্রার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল ৷

Last Updated : Jul 31, 2023, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.