ETV Bharat / bharat

Pakistani Girl Arrested: বেঙ্গালুরুতে জাল নথি-সহ গ্রেফতার পাকিস্তানি তরুণী, ধৃত ভারতীয় স্বামীও - পাকিস্তানি তরুণী

বেঙ্গালুরুতে এক পাকিস্তানি তরুণীকে গ্রেফতার করা হয়েছে (Pakistani Girl Arrested) । তিনি অবৈধভাবে জাল পরিচয় নিয়ে থাকতেন বলে অভিযোগ ৷ গ্রেফতার করা হয়েছে তাঁর স্বামীকেও ৷

Pakistani Girl
পাকিস্তানি যুবতী
author img

By

Published : Jan 23, 2023, 8:09 PM IST

বেঙ্গালুরু, 23 জানুয়ারি: অবৈধ পরিচয়ে এ দেশে থাকার অপরাধে গ্রেফতার এক পাকিস্তানি তরুণী (Pakistani girl) ৷ বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতার হওয়া পাকিস্তানি তরুণীর বয়স 19 বছর ৷ সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ভারতীয় স্বামীকে ৷ ভারতে অবৈধভাবে থাকার জন্য তিনি জাল পরিচয়পত্র বানিয়ে ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাঁর নাম ইকরা জীবনী (Iqra Jeevani) । কর্ণাটক পুলিশ সূত্রে এমনটাই খবর ৷

পুলিশ ইকরা জীবনীকে গ্রেফতার করে এফআরআরও কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে । পরে তাঁকে মহিলাদের হোমে পাঠানো হয় ৷ বেলান্দুর পুলিশ উত্তরপ্রদেশের 25 বছর বয়সি নিরাপত্তারক্ষী মুলায়ম সিং যাদবকেও গ্রেফতার করে ৷ যাকে পাকিস্তানি তরুণী বিয়ে করেছিলেন ৷ কয়েকমাস আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের যোগাযোগ হয় বলে জানা গিয়েছে । তরপরেই তাঁরা বিয়ে করেন ৷

পুলিশ জানিয়েছে, ভারত-নেপাল সীমান্ত হয়ে কাঠমাণ্ডু দিয়ে ইকরা এ দেশে প্রবেশ করেছিল । তদন্তে জানা গিয়েছে, মুলায়ম (Mulayam Singh Yadav) একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ইকরার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এবং তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেয় । নিরাপত্তারক্ষী কয়েক মাস আগে তাঁকে নেপালে ডেকে নিয়েছিলেন ৷ যেখানে তাঁদের বিয়ে হয়েছিল । এই দম্পতি তারপর ভারতে এসে বিহারের বীরগঞ্জে পৌঁছন এবং সেখান থেকে পটনায় যান ।

ডিসিপি এস গিরিশ বলেন, "মুলায়ম এবং ইকরা পরে বেঙ্গালুরুতে এসে জুন্নাসান্দ্রায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন ৷ যেখানে মুলায়ম 2022 সালের সেপ্টেম্বর থেকে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ শুরু করেছিলেন । এমনকী তিনি ইকরার জন্য একটি আধার কার্ড তৈরি করেছিলেন ৷ তাঁর নাম পরিবর্তন করে রাভা যাদব করেন ৷ ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন ।"

Pakistani Girl
পাকিস্তানি যুবতী

ইকরা যখন পাকিস্তানে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার স্ক্যানারে পড়েন । কেন্দ্রীয় সংস্থাগুলি কামতাকা গোয়েন্দাদের সতর্ক করে । খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করে । সূত্র মারফত জানা গিয়েছে, তরুণী পাকিস্তানির কোনও গুপ্তচর সংস্থার অংশ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনার তদন্ত চলছে ।

আরও পড়ুন: মহিলা-সহ 2 শিশুর পচাগলা দেহ উদ্ধার, অভিযুক্ত স্বামী

বেঙ্গালুরু, 23 জানুয়ারি: অবৈধ পরিচয়ে এ দেশে থাকার অপরাধে গ্রেফতার এক পাকিস্তানি তরুণী (Pakistani girl) ৷ বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতার হওয়া পাকিস্তানি তরুণীর বয়স 19 বছর ৷ সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ভারতীয় স্বামীকে ৷ ভারতে অবৈধভাবে থাকার জন্য তিনি জাল পরিচয়পত্র বানিয়ে ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাঁর নাম ইকরা জীবনী (Iqra Jeevani) । কর্ণাটক পুলিশ সূত্রে এমনটাই খবর ৷

পুলিশ ইকরা জীবনীকে গ্রেফতার করে এফআরআরও কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে । পরে তাঁকে মহিলাদের হোমে পাঠানো হয় ৷ বেলান্দুর পুলিশ উত্তরপ্রদেশের 25 বছর বয়সি নিরাপত্তারক্ষী মুলায়ম সিং যাদবকেও গ্রেফতার করে ৷ যাকে পাকিস্তানি তরুণী বিয়ে করেছিলেন ৷ কয়েকমাস আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের যোগাযোগ হয় বলে জানা গিয়েছে । তরপরেই তাঁরা বিয়ে করেন ৷

পুলিশ জানিয়েছে, ভারত-নেপাল সীমান্ত হয়ে কাঠমাণ্ডু দিয়ে ইকরা এ দেশে প্রবেশ করেছিল । তদন্তে জানা গিয়েছে, মুলায়ম (Mulayam Singh Yadav) একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ইকরার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এবং তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেয় । নিরাপত্তারক্ষী কয়েক মাস আগে তাঁকে নেপালে ডেকে নিয়েছিলেন ৷ যেখানে তাঁদের বিয়ে হয়েছিল । এই দম্পতি তারপর ভারতে এসে বিহারের বীরগঞ্জে পৌঁছন এবং সেখান থেকে পটনায় যান ।

ডিসিপি এস গিরিশ বলেন, "মুলায়ম এবং ইকরা পরে বেঙ্গালুরুতে এসে জুন্নাসান্দ্রায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন ৷ যেখানে মুলায়ম 2022 সালের সেপ্টেম্বর থেকে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ শুরু করেছিলেন । এমনকী তিনি ইকরার জন্য একটি আধার কার্ড তৈরি করেছিলেন ৷ তাঁর নাম পরিবর্তন করে রাভা যাদব করেন ৷ ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন ।"

Pakistani Girl
পাকিস্তানি যুবতী

ইকরা যখন পাকিস্তানে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার স্ক্যানারে পড়েন । কেন্দ্রীয় সংস্থাগুলি কামতাকা গোয়েন্দাদের সতর্ক করে । খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করে । সূত্র মারফত জানা গিয়েছে, তরুণী পাকিস্তানির কোনও গুপ্তচর সংস্থার অংশ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনার তদন্ত চলছে ।

আরও পড়ুন: মহিলা-সহ 2 শিশুর পচাগলা দেহ উদ্ধার, অভিযুক্ত স্বামী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.