ETV Bharat / bharat

Pakistani Drone পঞ্জাবে সীমান্ত পেরিয়ে উড়ে এল পাক ড্রোন, গুলিবর্ষণে ফেরাল বিএসএফ - পাকিস্তানি ড্রোন

পঞ্জাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তান (Indo Pak border) থেকে ভারতে উড়ে এল ড্রোন (Pakistani Drone)৷ ড্রোনটিকে নামিয়ে আনতে প্রায় 80 থেকে 90 রাউন্ড গুলি চালিয়েছে বিএসএফ (BSF)৷ এরপর ড্রোনটি ফের পাকিস্তানে ফিরে যায় ৷

Pakistani drone enters Indo Pak border BSF fired 80 to 90 rounds
পঞ্জাবে সীমান্ত পেরিয়ে উড়ে এল পাকিস্তানি ড্রোন, গুলিবর্ষণে ফেরাল বিএসএফ
author img

By

Published : Aug 28, 2022, 8:32 AM IST

তরণ তারণ, 28 অগস্ট: সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ফের ড্রোন (Pakistani Drone) উড়ে এল ভারতে ৷ গতকাল গভীর রাতে পঞ্জাবের তরণ তারণে সীমান্তের ওপার থেকে উড়ে আসে পাকিস্তানি ড্রোন ৷ ড্রোনটি নামিয়ে আনতে টানা গুলি চালায় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (BSF)৷ তীব্র গুলিবর্ষণের মুখে পড়ে ড্রোনটি ফের পাকিস্তানে ফিরে যায় ৷

তরণ তারণ জেলার খেমকরণ সেক্টরে ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়া ঘটনা (Indo Pak border)৷ শনিবার গভীর রাতে হঠাৎই সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিক থেকে ভারতে উড়ে আসে একটি ড্রোন ৷ তৎপর বিএসএফ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় ৷ ড্রোনটিকে নীচে নামিয়ে আনতে শুরু হয় তীব্র গুলিবর্ষণ ৷ প্রায় 80 থেকে 90 রাউন্ড গুলি চলেছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: ভারত পাকিস্তান সীমান্তে সন্দেহজনক পাকিস্তানি ড্রোন, গুলি চালাল বিএসএফ

বিএসএফ-এর গুলির মুখে পড়ে আর এগোয়নি ড্রোনটি ৷ সেটি ফের সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে ফিরে যায় ৷ তবে ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী ৷ কী উদ্দেশ্যে ড্রোনটি ভারতে পাঠানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ভারতে বড় কোনও নাশকতার ঘটনা ঘটানোর ছক রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছেন নিরাপত্তা রক্ষীরা ৷ পাকিস্তানের থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ড্রোন উড়ে আসার ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে ৷

তরণ তারণ, 28 অগস্ট: সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ফের ড্রোন (Pakistani Drone) উড়ে এল ভারতে ৷ গতকাল গভীর রাতে পঞ্জাবের তরণ তারণে সীমান্তের ওপার থেকে উড়ে আসে পাকিস্তানি ড্রোন ৷ ড্রোনটি নামিয়ে আনতে টানা গুলি চালায় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (BSF)৷ তীব্র গুলিবর্ষণের মুখে পড়ে ড্রোনটি ফের পাকিস্তানে ফিরে যায় ৷

তরণ তারণ জেলার খেমকরণ সেক্টরে ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়া ঘটনা (Indo Pak border)৷ শনিবার গভীর রাতে হঠাৎই সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিক থেকে ভারতে উড়ে আসে একটি ড্রোন ৷ তৎপর বিএসএফ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় ৷ ড্রোনটিকে নীচে নামিয়ে আনতে শুরু হয় তীব্র গুলিবর্ষণ ৷ প্রায় 80 থেকে 90 রাউন্ড গুলি চলেছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: ভারত পাকিস্তান সীমান্তে সন্দেহজনক পাকিস্তানি ড্রোন, গুলি চালাল বিএসএফ

বিএসএফ-এর গুলির মুখে পড়ে আর এগোয়নি ড্রোনটি ৷ সেটি ফের সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে ফিরে যায় ৷ তবে ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী ৷ কী উদ্দেশ্যে ড্রোনটি ভারতে পাঠানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ভারতে বড় কোনও নাশকতার ঘটনা ঘটানোর ছক রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছেন নিরাপত্তা রক্ষীরা ৷ পাকিস্তানের থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ড্রোন উড়ে আসার ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.