ETV Bharat / bharat

Imran Khan on Indian Minorities : ভারতে সংখ্যালঘুরা আক্রান্ত, মোদি সরকারকে নিশানা করে টুইট ইমরানের

author img

By

Published : Jan 10, 2022, 6:45 PM IST

ভারতে চরমপন্থীদের দ্বারা বারবার আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা (Pakistan Prime Minister Imran Khan alleges Minorities in India targeted by Extremist Groups) ৷ মোদি সরকারকে নিশানা করে টুইট পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan on Indian Minorities) ৷ হরিদ্বারের ধর্মীয় সম্মেলনে বিদ্বেষমূলক ভাষণের প্রসঙ্গে টেনে একথা বলেন তিনি ৷

pakistan prime minister imran khan alleges minorities in india targeted by extremist groups
http://10.10.50.85:6060///finalout4/west-bengal-nle/finalout/10-January-2022/14149021_imran-khan_aspera.JPG

ইসলামাবাদ, 10 জানুয়ারি : আন্তর্জাতিক পরিসরে আঞ্চলিক শান্তি রক্ষার প্রশ্নে এবার ভারতকে চাপে রাখার কৌশল নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তাঁর অভিযোগ, ভারতে সংখ্যালঘুরা চরমপন্থীদের দ্বারা বারবার আক্রান্ত হন (Pakistan Prime Minister Imran Khan alleges Minorities in India targeted by Extremist Groups) ৷ আর এই ধরনের ঘটনাই আঞ্চলিক শান্তি রক্ষার ক্ষেত্রে ‘প্রকৃত এবং বর্তমান বিপদ’ ৷

আরও পড়ুন : India-China Military Talks : চিনের সঙ্গে সেনা-বৈঠকে ইতিবাচক আলোচনার আশায় ভারত

সোমবার এই ইস্যুতে একাধিক টুইট করেন ইমরান (Imran Khan Tweet) ৷ তাতে সরাসরি ভারতের মোদি সরকারকে কাঠগড়ায় তোলেন (Imran Khan targets Modi Governhment) তিনি ৷ গত ডিসেম্বর মাসে উত্তরাখণ্ডের হরিদ্বারে আয়োজিত একটি ধর্মীয় সম্মেলনে সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করে বিদ্বেষমূলক ভাষণের অভিযোগ ওঠে ৷ তা নিয়ে গোটা দেশেই সমালোচনা শুরু হয় ৷ চাপের মুখে তদন্ত শুরু করে প্রশাসন ৷ ইমরান এদিন সেই ঘটনার উল্লেখ করে মোদি সরকারের মৌনতা নিয়ে কটাক্ষ করেন ৷

ইমরানের বার্তা, মোদি সরকারের মদতেই ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলি মাথাচাড়া দিচ্ছে এবং তারা সংখ্যালঘু বিশেষত মুসলমানদের উপর হামলা চালাচ্ছে ৷ এই বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন ইমরান ৷ বিশ্ববাসী যাতে এ নিয়ে সরব হয়, টুইটে কার্যত সেই আবেদনই করেছেন ইমরান ৷ তাঁর অভিযোগ, আঞ্চলিক শান্তি রক্ষার ক্ষেত্রে মোদি সরকারের এমন আচরণ বিপজ্জনক ও চিন্তার ৷

উল্লেখ্য, এর আগেও হরিদ্বারের ওই ধর্মীয় সম্মেলন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছিল ইসলামাবাদ ৷ পাক বিদেশ মন্ত্রকের তরফ থেকে সংশ্লিষ্ট ভারতীয় দফতরের আধিকারিককে ডেকে পাঠিয়ে তাঁর কাছে এই বিষয়ে উদ্বেগও প্রকাশ করেন ইমরান সরকারের প্রতিনিধিরা ৷ একইসঙ্গে, পাকিস্তানের তরফে জানানো হয়, হরিদ্বারের ওই ঘটনায় ভারতের নাগরিক সমাজের একটা বড় অংশও উদ্বিগ্ন ৷

উল্লেখ্য, গত বছরের 17 থেকে 20 ডিসেম্বর হরিদ্বারে ধর্ম সংসদের আয়োজন করা হয় ৷ সেখানেই বক্তাদের একাংশের বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় ইতিমধ্যেই 15 জনের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ সিট গঠন করে শুরু হয়েছে তদন্ত ৷ পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে ৷

আরও পড়ুন : India Pakistan exchange list of nuclear installations : পরমাণু কেন্দ্র ও জেলবন্দিদের তালিকা আদানপ্রদান করল ভারত-পাকিস্তান

সোমবার এনিয়ে ভারতের শীর্ষ আদালতে (Supreme Court of India) একটি জনস্বার্থ মামলা রুজু করা হয় ৷ তাতে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে ৷ প্রবীণ আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিবল আদালতকে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা ছাড়া আর কোনও পদক্ষেপই করেনি পুলিশ প্রশাসন ৷ প্রধান বিচারপতি এন ভি রামানার (CJI N V Ramana) নেতৃত্বাধীন বেঞ্চ সিবলের এই সওয়ালের ‘নোট’ নিয়ে রেখেছে ৷

ইসলামাবাদ, 10 জানুয়ারি : আন্তর্জাতিক পরিসরে আঞ্চলিক শান্তি রক্ষার প্রশ্নে এবার ভারতকে চাপে রাখার কৌশল নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তাঁর অভিযোগ, ভারতে সংখ্যালঘুরা চরমপন্থীদের দ্বারা বারবার আক্রান্ত হন (Pakistan Prime Minister Imran Khan alleges Minorities in India targeted by Extremist Groups) ৷ আর এই ধরনের ঘটনাই আঞ্চলিক শান্তি রক্ষার ক্ষেত্রে ‘প্রকৃত এবং বর্তমান বিপদ’ ৷

আরও পড়ুন : India-China Military Talks : চিনের সঙ্গে সেনা-বৈঠকে ইতিবাচক আলোচনার আশায় ভারত

সোমবার এই ইস্যুতে একাধিক টুইট করেন ইমরান (Imran Khan Tweet) ৷ তাতে সরাসরি ভারতের মোদি সরকারকে কাঠগড়ায় তোলেন (Imran Khan targets Modi Governhment) তিনি ৷ গত ডিসেম্বর মাসে উত্তরাখণ্ডের হরিদ্বারে আয়োজিত একটি ধর্মীয় সম্মেলনে সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করে বিদ্বেষমূলক ভাষণের অভিযোগ ওঠে ৷ তা নিয়ে গোটা দেশেই সমালোচনা শুরু হয় ৷ চাপের মুখে তদন্ত শুরু করে প্রশাসন ৷ ইমরান এদিন সেই ঘটনার উল্লেখ করে মোদি সরকারের মৌনতা নিয়ে কটাক্ষ করেন ৷

ইমরানের বার্তা, মোদি সরকারের মদতেই ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলি মাথাচাড়া দিচ্ছে এবং তারা সংখ্যালঘু বিশেষত মুসলমানদের উপর হামলা চালাচ্ছে ৷ এই বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন ইমরান ৷ বিশ্ববাসী যাতে এ নিয়ে সরব হয়, টুইটে কার্যত সেই আবেদনই করেছেন ইমরান ৷ তাঁর অভিযোগ, আঞ্চলিক শান্তি রক্ষার ক্ষেত্রে মোদি সরকারের এমন আচরণ বিপজ্জনক ও চিন্তার ৷

উল্লেখ্য, এর আগেও হরিদ্বারের ওই ধর্মীয় সম্মেলন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছিল ইসলামাবাদ ৷ পাক বিদেশ মন্ত্রকের তরফ থেকে সংশ্লিষ্ট ভারতীয় দফতরের আধিকারিককে ডেকে পাঠিয়ে তাঁর কাছে এই বিষয়ে উদ্বেগও প্রকাশ করেন ইমরান সরকারের প্রতিনিধিরা ৷ একইসঙ্গে, পাকিস্তানের তরফে জানানো হয়, হরিদ্বারের ওই ঘটনায় ভারতের নাগরিক সমাজের একটা বড় অংশও উদ্বিগ্ন ৷

উল্লেখ্য, গত বছরের 17 থেকে 20 ডিসেম্বর হরিদ্বারে ধর্ম সংসদের আয়োজন করা হয় ৷ সেখানেই বক্তাদের একাংশের বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় ইতিমধ্যেই 15 জনের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ সিট গঠন করে শুরু হয়েছে তদন্ত ৷ পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে ৷

আরও পড়ুন : India Pakistan exchange list of nuclear installations : পরমাণু কেন্দ্র ও জেলবন্দিদের তালিকা আদানপ্রদান করল ভারত-পাকিস্তান

সোমবার এনিয়ে ভারতের শীর্ষ আদালতে (Supreme Court of India) একটি জনস্বার্থ মামলা রুজু করা হয় ৷ তাতে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে ৷ প্রবীণ আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিবল আদালতকে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা ছাড়া আর কোনও পদক্ষেপই করেনি পুলিশ প্রশাসন ৷ প্রধান বিচারপতি এন ভি রামানার (CJI N V Ramana) নেতৃত্বাধীন বেঞ্চ সিবলের এই সওয়ালের ‘নোট’ নিয়ে রেখেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.