ETV Bharat / bharat

Pakistan hijacking Indian fishermen : মাছ ধরতে গিয়ে 24 ঘণ্টায় পাকিস্তানের হাতে অপহৃত 78 মৎস্যজীবী

author img

By

Published : Feb 9, 2022, 6:44 AM IST

Updated : Feb 9, 2022, 8:45 AM IST

ভারতীয় মৎস্যজীবীদের তুলে নিয়ে গেল পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (Pakistan hijacking Indian fishermen) ৷

pakistan maritime security agency
নৌকা সমেত মৎস্যজীবী অপহরণ করল পাকিস্তান

পোরবন্দর, 9 ফেব্রুয়ারি : গুজরাতের পোরবন্দর থেকে নৌকা সমেত 78 জন ভারতীয় মৎস্যজীবীকে নিয়ে গেল পাকিস্তান ৷ গত 24 ঘণ্টায় পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা পিএমএসএ (Pakistan Maritime Security Agency, PMSA) 13টি ভারতীয় নৌকা বাজেয়াপ্ত করেছে ৷ জানা গিয়েছে, ওখা এবং পোরবন্দর থেকে এই ভারতীয় মৎস্যজীবীদের নৌকা-সহ ধরে নিয়ে গিয়েছে পাকিস্তান (Pakistan kidnaps Indian fishermen and boats in Porbandar Arabian Sea) ৷

মঙ্গলবার 3টি মাছ ধরার নৌকা এবং তাতে থাকা 18জন মৎস্যজীবীকে তুলে নিয়ে যায় পাক উপকূল রক্ষী বাহিনী ৷ গত 24 ঘণ্টায় 78 জন ভারতীয় মৎস্যজীবী তাদের কব্জায় রয়েছে ৷ পিএমএসএ জানিয়েছে, এক সপ্তাহে 100 জনেরও বেশি সংখ্যক মৎস্যজীবী সমেত 17টি নৌকা বাজেয়াপ্ত করেছে তারা ৷

স্বভাবত, এই খবরে ভীত মৎস্যজীবী সম্প্রদায় ৷ গুজরাতে হাজার হাজার মানুষ এই পেশার সঙ্গে জড়িত ৷ ভারতীয় সমুদ্রে মাছ ধরে তাদের দিন চলে ৷ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রায়শ অবৈধভাবে মৎস্যজীবীদের তুলে নিয়ে যায় ৷

আরও পড়ুন : India Pakistan exchange list of nuclear installations : পরমাণু কেন্দ্র ও জেলবন্দিদের তালিকা আদানপ্রদান করল ভারত-পাকিস্তান

এর আগে, 1 ফেব্রুয়ারি পোরবন্দর-পাকিস্তান সীমান্তে ভারতীয় সমুদ্র থেকে ওখার 'সত্যবতী' নৌকাটি (Okha, Satyavati) বাজেয়াপ্ত করেছিল পিএমএসএ ৷ তারও আগে 28 জানুয়ারি 'তুলসী মাইয়া' (Tulsi Maiya) নামের একটি নৌকা নিয়ে গিয়েছিল পাকিস্তান ৷ ওই নৌকাটিও গুজরাতের ৷

31 জানুয়ারি, ভুজের বিএসএফ বাহিনী (BSF personnel from Bhuj) লাখপাতওয়ারি ক্রিক অঞ্চলে (Lakhpatwari Creek area) টহলদারি চালানোর সময় পাকিস্তানের নৌকা আটক করে ৷ ওই নৌকাটি ভারতীয় সীমা অতিক্রম করে দেশে ঢোকার চেষ্টা করছিল ৷ নৌকাটিতে 4-5 জন পাকিস্তানি মৎস্যজীবী ছিল ৷ এই ঘটনায় বিএসএফ একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করে ৷ তিনটি নৌকা বাজেয়াপ্ত করে ৷ বাকি পাকিস্তানি মৎস্যজীবীরা পালিয়ে গিয়েছিল ৷ বাজেয়াপ্ত করা নৌকাগুলিতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷

পোরবন্দর, 9 ফেব্রুয়ারি : গুজরাতের পোরবন্দর থেকে নৌকা সমেত 78 জন ভারতীয় মৎস্যজীবীকে নিয়ে গেল পাকিস্তান ৷ গত 24 ঘণ্টায় পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা পিএমএসএ (Pakistan Maritime Security Agency, PMSA) 13টি ভারতীয় নৌকা বাজেয়াপ্ত করেছে ৷ জানা গিয়েছে, ওখা এবং পোরবন্দর থেকে এই ভারতীয় মৎস্যজীবীদের নৌকা-সহ ধরে নিয়ে গিয়েছে পাকিস্তান (Pakistan kidnaps Indian fishermen and boats in Porbandar Arabian Sea) ৷

মঙ্গলবার 3টি মাছ ধরার নৌকা এবং তাতে থাকা 18জন মৎস্যজীবীকে তুলে নিয়ে যায় পাক উপকূল রক্ষী বাহিনী ৷ গত 24 ঘণ্টায় 78 জন ভারতীয় মৎস্যজীবী তাদের কব্জায় রয়েছে ৷ পিএমএসএ জানিয়েছে, এক সপ্তাহে 100 জনেরও বেশি সংখ্যক মৎস্যজীবী সমেত 17টি নৌকা বাজেয়াপ্ত করেছে তারা ৷

স্বভাবত, এই খবরে ভীত মৎস্যজীবী সম্প্রদায় ৷ গুজরাতে হাজার হাজার মানুষ এই পেশার সঙ্গে জড়িত ৷ ভারতীয় সমুদ্রে মাছ ধরে তাদের দিন চলে ৷ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রায়শ অবৈধভাবে মৎস্যজীবীদের তুলে নিয়ে যায় ৷

আরও পড়ুন : India Pakistan exchange list of nuclear installations : পরমাণু কেন্দ্র ও জেলবন্দিদের তালিকা আদানপ্রদান করল ভারত-পাকিস্তান

এর আগে, 1 ফেব্রুয়ারি পোরবন্দর-পাকিস্তান সীমান্তে ভারতীয় সমুদ্র থেকে ওখার 'সত্যবতী' নৌকাটি (Okha, Satyavati) বাজেয়াপ্ত করেছিল পিএমএসএ ৷ তারও আগে 28 জানুয়ারি 'তুলসী মাইয়া' (Tulsi Maiya) নামের একটি নৌকা নিয়ে গিয়েছিল পাকিস্তান ৷ ওই নৌকাটিও গুজরাতের ৷

31 জানুয়ারি, ভুজের বিএসএফ বাহিনী (BSF personnel from Bhuj) লাখপাতওয়ারি ক্রিক অঞ্চলে (Lakhpatwari Creek area) টহলদারি চালানোর সময় পাকিস্তানের নৌকা আটক করে ৷ ওই নৌকাটি ভারতীয় সীমা অতিক্রম করে দেশে ঢোকার চেষ্টা করছিল ৷ নৌকাটিতে 4-5 জন পাকিস্তানি মৎস্যজীবী ছিল ৷ এই ঘটনায় বিএসএফ একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করে ৷ তিনটি নৌকা বাজেয়াপ্ত করে ৷ বাকি পাকিস্তানি মৎস্যজীবীরা পালিয়ে গিয়েছিল ৷ বাজেয়াপ্ত করা নৌকাগুলিতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷

Last Updated : Feb 9, 2022, 8:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.