রজৌরি (জম্মু ও কাশ্মীর), 1 ডিসেম্বর : আবারও সীমান্তে রজৌরি সেক্টরে বিনা প্ররোচনায় হামলা চালালো পাক সেনা ৷ ঘটনায় BSF-র এক সাব ইনসপেক্টর শহিদ হয়েছেন ৷ পাওটিনসেট গুইত নামে BSF আধিকারিককে সম্প্রতি রজৌরির FDL-এ মোতায়নে করা হয়েছিল ৷ BSF জওয়ানের মৃত্য়ুর সঙ্গে তিনি তাঁর অনেক সহকর্মীর প্রাণও বাঁচিয়ে দিয়েছেন ৷ শহিদ গুইত তাঁর দেশ সেবার কাজে নিজের প্রাণ সমর্পণ করতেও দ্বিধাবোধ করেননি ৷
IG BSF Sh N S জামওয়াল এই ঘটনায় বলেন, শহিদ সাব ইনসপেক্টর পি গুইত সীমান্তে খুবই দক্ষ একজন জওয়ান ছিলেন ৷ দেশ তাঁর কর্তব্য়ের মাঝে এই চূড়ান্ত আত্মবলিদান সবসময় মনে রাখবে ৷ অন্য়দিকে পাক সেনার এই হামলার যথাযোগ্য় জবাব ভারতীয় সেনার তরফে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ শহিদ জওয়ানের আত্মবলিদান ব্য়র্থ হবে না বলেও এদিন মন্তব্য় করেন তিনি ৷
বায়ুসেনার বিমানে শহিদ গুইতের দেহ ইম্ফলে পাঠানো হবে ৷ সেখান থেকে মণিপুরের সদর জেলার মাফোউকুকি গ্রামে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে ৷ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য় সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ৷