ETV Bharat / bharat

24 ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের

author img

By

Published : Nov 11, 2020, 1:22 PM IST

মঙ্গলবারের পর আজ ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান । পুঞ্চের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে গুলি চালায় তারা ।

pakistan violated ceasefire along loc in poonch
পুঞ্চে গুলি বর্ষণ পাকিস্তানের

জম্মু, 11 নভেম্বর : নিয়ন্ত্রণরেখা বরাবর ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের । আজ সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন গ্রামে মর্টার শেল বর্ষণ করে পাকিস্তান সেনা । চলতি মাসে এই নিয়ে 13 বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল তারা ।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, আজ সকাল থেকে পুঞ্চের কিরনি, শাহপুর এবং কসবা সেক্টরে পাকিস্তানের তরফে গুলিবর্ষণ করা হয় । গতকালও একই জায়গায় গুলিবর্ষণ করে তারা ।

এর আগে 7 ও 10 নভেম্বর বিনা প্ররোচনায় গুলি বর্ষণ করে তারা । 1 অক্টোবর নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চের কৃষ্ণাগাটি এলাকায় পাকিস্তান সেনার হামলায় এক সেনা জওয়ান শহিদ হন ।

চলতি বছরে এখনও পর্যন্ত তিন হাজার 200 বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান । পাকিস্তান সেনার গুলিতে 28 জন সাধারণ নাগরিকের মৃত্যু ও 100 জন নাগরিক আহত হয়েছেন ।

জম্মু, 11 নভেম্বর : নিয়ন্ত্রণরেখা বরাবর ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের । আজ সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন গ্রামে মর্টার শেল বর্ষণ করে পাকিস্তান সেনা । চলতি মাসে এই নিয়ে 13 বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল তারা ।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, আজ সকাল থেকে পুঞ্চের কিরনি, শাহপুর এবং কসবা সেক্টরে পাকিস্তানের তরফে গুলিবর্ষণ করা হয় । গতকালও একই জায়গায় গুলিবর্ষণ করে তারা ।

এর আগে 7 ও 10 নভেম্বর বিনা প্ররোচনায় গুলি বর্ষণ করে তারা । 1 অক্টোবর নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চের কৃষ্ণাগাটি এলাকায় পাকিস্তান সেনার হামলায় এক সেনা জওয়ান শহিদ হন ।

চলতি বছরে এখনও পর্যন্ত তিন হাজার 200 বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান । পাকিস্তান সেনার গুলিতে 28 জন সাধারণ নাগরিকের মৃত্যু ও 100 জন নাগরিক আহত হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.