ETV Bharat / bharat

Heroin Packet Seized in Kutch: কচ্ছ উপকূলে উদ্ধার 5 কোটি টাকার হেরোইন

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 12:35 PM IST

কান্দলা বন্দরের টুনা আউট পোস্টের সমুদ্র সৈকত থেকে এক প্যাকেট হেরোইন উদ্ধার করল পুলিশ ৷ যার বাজার মূল্য আনুমানিক 5 কোটি 9 লক্ষ টাকা । প্যাকেটিকে বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে মেরিন পুলিশ ৷

Heroin Packet Seized in Kutch
হেরোইন

কচ্ছ, 14 সেপ্টেম্বর: গুজরাতের কচ্ছের পশ্চিম উপকূলের পর এবার পূর্ব উপকূল থেকেও উদ্ধার হল মাদক । কান্দলা বন্দরের কাছে আরব সাগর থেকে উদ্ধার করা হয়েছে এক প্যাকেট হেরোইন । এই হেরোইনের প্যাকেটটির ওজন আনুমানিক 1 কেজি বলে জানা গিয়েছে ৷ যার বাজার মূল্য আনুমানিক 5 কোটি 9 লক্ষ টাকা হবে । ওই হেরোইয়ের প্যাকেটটি বাজেয়াপ্ত করেছে কান্দলা মেরিন পুলিশ ।

কান্দলা মেরিন পুলিশের তৎপরতা: তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য অভিযান চালায় কান্দলা মেরিন থানা ৷ এরপরেই সংঘাদ গ্রামের সমুদ্র সৈকত থেকে এক প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়েছে । জানা গিয়েছে, কান্দলা মেরিন থানার পুলিশ কর্মীরা টুনা আউট পোস্টের সমুদ্র তীরবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন ৷ এমন সময় তাঁদের কাছে মাদক পাচারের খবর আসে ৷ এরপরেই সংঘাদ গ্রামের সৈকত থেকে এক প্যাকেট মাদক উদ্ধার করে পুলিশ ।

5 কোটি টাকা মূল্যের 1 কেজি হোরোইনের প্যাকেট: এই প্যাকেটটিতে হেরোইন আছে বলে প্রমাণিত হয়েছে । এই হেরোইনের প্যাকেটের ওজন প্রায় এক কেজি, যার মূল্য আনুমানিক 5 কোটি 9 লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে । হেরোইন বাজেয়াপ্ত করে মেরিন পুলিশ তদন্ত শুরু করেছে । তবে ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি ৷ এই পুরো অভিযানের নেতৃত্বে ছিলেন কান্দলা মেরিন পুলিশের ইন্সপেক্টর হিনা কে । হুনবল এবং কান্ডলা মেরিন পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়েছিল ।

আরও পড়ুন: গত দেড় মাসে পঞ্জাবের ফাজিলকায় বাজেয়াপ্ত 145 কেজি হেরোইন

পূর্ব কচ্ছ উপকূল থেকে মাদক বাজেয়াপ্ত: সূত্রের খবর, জেলেরা প্রথমে প্যাকেটটি দেখে রাজ্য আইবিকে জানিয়েছিল ৷ যার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয় । যদিও, কচ্ছের সামুদ্রিক সীমান্তে বিশেষ করে পশ্চিম কচ্ছের লখপত এবং আবদাসা এলাকায় এর আগে প্রায়শই মাদকদ্রব্য উদ্ধার হয়েছে ৷ তবে এবার পূর্ব কচ্ছের কান্দলার সামুদ্রিক এলাকা থেকেও মাদক পাওয়া গেল ।

কচ্ছ, 14 সেপ্টেম্বর: গুজরাতের কচ্ছের পশ্চিম উপকূলের পর এবার পূর্ব উপকূল থেকেও উদ্ধার হল মাদক । কান্দলা বন্দরের কাছে আরব সাগর থেকে উদ্ধার করা হয়েছে এক প্যাকেট হেরোইন । এই হেরোইনের প্যাকেটটির ওজন আনুমানিক 1 কেজি বলে জানা গিয়েছে ৷ যার বাজার মূল্য আনুমানিক 5 কোটি 9 লক্ষ টাকা হবে । ওই হেরোইয়ের প্যাকেটটি বাজেয়াপ্ত করেছে কান্দলা মেরিন পুলিশ ।

কান্দলা মেরিন পুলিশের তৎপরতা: তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য অভিযান চালায় কান্দলা মেরিন থানা ৷ এরপরেই সংঘাদ গ্রামের সমুদ্র সৈকত থেকে এক প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়েছে । জানা গিয়েছে, কান্দলা মেরিন থানার পুলিশ কর্মীরা টুনা আউট পোস্টের সমুদ্র তীরবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন ৷ এমন সময় তাঁদের কাছে মাদক পাচারের খবর আসে ৷ এরপরেই সংঘাদ গ্রামের সৈকত থেকে এক প্যাকেট মাদক উদ্ধার করে পুলিশ ।

5 কোটি টাকা মূল্যের 1 কেজি হোরোইনের প্যাকেট: এই প্যাকেটটিতে হেরোইন আছে বলে প্রমাণিত হয়েছে । এই হেরোইনের প্যাকেটের ওজন প্রায় এক কেজি, যার মূল্য আনুমানিক 5 কোটি 9 লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে । হেরোইন বাজেয়াপ্ত করে মেরিন পুলিশ তদন্ত শুরু করেছে । তবে ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি ৷ এই পুরো অভিযানের নেতৃত্বে ছিলেন কান্দলা মেরিন পুলিশের ইন্সপেক্টর হিনা কে । হুনবল এবং কান্ডলা মেরিন পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়েছিল ।

আরও পড়ুন: গত দেড় মাসে পঞ্জাবের ফাজিলকায় বাজেয়াপ্ত 145 কেজি হেরোইন

পূর্ব কচ্ছ উপকূল থেকে মাদক বাজেয়াপ্ত: সূত্রের খবর, জেলেরা প্রথমে প্যাকেটটি দেখে রাজ্য আইবিকে জানিয়েছিল ৷ যার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয় । যদিও, কচ্ছের সামুদ্রিক সীমান্তে বিশেষ করে পশ্চিম কচ্ছের লখপত এবং আবদাসা এলাকায় এর আগে প্রায়শই মাদকদ্রব্য উদ্ধার হয়েছে ৷ তবে এবার পূর্ব কচ্ছের কান্দলার সামুদ্রিক এলাকা থেকেও মাদক পাওয়া গেল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.