ETV Bharat / bharat

কোভিশিল্ড মিলবে 200 টাকায়, আজই দাম নির্ধারণ : সূত্র

অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কার করেছে কোরোনার ভ্যাকসিন কোভিশিল্ড। ওই ভ্যাকসিন ভারতে তৈরি করার বরাত পেয়েছে সেরাম ইনস্টিটিউট। কয়েকদিন আগেই সেরামের সিইও আদর পুনাওয়ালা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তাঁরা প্রথম 100 মিলিয়ন ডোজ় 200 টাকা করে বিক্রি করতে চান।

oxford-vaccine-to-cost-rs-200-per-vial-serum-institute-likely-to-get-purchase-order-today-sources
কোভিডশিল্ড মিলবে 200 টাকায়, আজই দাম নির্ধারণ : সূত্র
author img

By

Published : Jan 11, 2021, 6:53 PM IST

দিল্লি, 11 জানুয়ারি : সেরাম ইনস্টিটিউটের কোরোনা ভ্যাকসিনের ভায়াল পিছু দাম হবে 200 টাকা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দাম সংক্রান্ত চুক্তি হয়ে গেলে এটা নির্ধারিত হবে বলে একটি সূত্র থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। ওই সূত্র জানাচ্ছে, সেরামের ভ্যাকসিনের প্রথম 100 মিলিয়ন ডোজ়ের দাম 200 টাকা করে হবে। অন্যদিকে প্রাথমিকভাবে সেরাম সরকারকে 11 মিলিয়ন ভ্যাকসিন দেবে বলে জানা গিয়েছে। এদিনই দামের বিষয়টি নির্ধারিত হয়ে যাবে বলে ওই সূত্র থেকে জানা গিয়েছে।

অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কার করেছে কোরোনার ভ্যাকসিন কোভিশিল্ড। ওই ভ্যাকসিন ভারতে তৈরি করার বরাত পেয়েছে সেরাম ইনস্টিটিউট। তারাই ভারত সরকারকে ভ্যাকসিনের ব্যবস্থা করে দেবে। প্রতি সপ্তাহে তারা একটি নির্দিষ্ট পরিমাণ ভ্যাকিসিনের ডোজ় সরকারকে পাঠাবে।

আগামী 16 জানুয়ারি থেকে ভারতে কোরোনার টিকাকরণ শুরু হবে। প্রথম দফায় পাবেন স্বাস্থ্যকর্মীরা। তার পর প্রথম সারির কোরোনা যোদ্ধাদের কোরোনা ভ্যাকসিন দেওয়া হবে। এর পরের ধাপে টিকা পাবেন কো-মর্বিডিটি আছে এমন মানুষ, যাঁদের বয়স 50 এর উপরে।

আরও পড়ুন : কোরোনার টিকাকরণে সমস্ত খরচ কেন্দ্রের : মোদি

কয়েকদিন আগেই সেরামের সিইও আদর পুনাওয়ালা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁরা প্রথম 100 মিলিয়ন ডোজ 200 টাকা করে বিক্রি করতে চান। তার পর দাম হোক ডোজ় প্রতি 2000 টাকা। কিন্তু এর জন্য সরকারের অনুমতির অপেক্ষায় ছিলেন তাঁরা। সেই অনুমতিই এবার তাঁরা পেতে চলেছেন বলে খবর।

দিল্লি, 11 জানুয়ারি : সেরাম ইনস্টিটিউটের কোরোনা ভ্যাকসিনের ভায়াল পিছু দাম হবে 200 টাকা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দাম সংক্রান্ত চুক্তি হয়ে গেলে এটা নির্ধারিত হবে বলে একটি সূত্র থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। ওই সূত্র জানাচ্ছে, সেরামের ভ্যাকসিনের প্রথম 100 মিলিয়ন ডোজ়ের দাম 200 টাকা করে হবে। অন্যদিকে প্রাথমিকভাবে সেরাম সরকারকে 11 মিলিয়ন ভ্যাকসিন দেবে বলে জানা গিয়েছে। এদিনই দামের বিষয়টি নির্ধারিত হয়ে যাবে বলে ওই সূত্র থেকে জানা গিয়েছে।

অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কার করেছে কোরোনার ভ্যাকসিন কোভিশিল্ড। ওই ভ্যাকসিন ভারতে তৈরি করার বরাত পেয়েছে সেরাম ইনস্টিটিউট। তারাই ভারত সরকারকে ভ্যাকসিনের ব্যবস্থা করে দেবে। প্রতি সপ্তাহে তারা একটি নির্দিষ্ট পরিমাণ ভ্যাকিসিনের ডোজ় সরকারকে পাঠাবে।

আগামী 16 জানুয়ারি থেকে ভারতে কোরোনার টিকাকরণ শুরু হবে। প্রথম দফায় পাবেন স্বাস্থ্যকর্মীরা। তার পর প্রথম সারির কোরোনা যোদ্ধাদের কোরোনা ভ্যাকসিন দেওয়া হবে। এর পরের ধাপে টিকা পাবেন কো-মর্বিডিটি আছে এমন মানুষ, যাঁদের বয়স 50 এর উপরে।

আরও পড়ুন : কোরোনার টিকাকরণে সমস্ত খরচ কেন্দ্রের : মোদি

কয়েকদিন আগেই সেরামের সিইও আদর পুনাওয়ালা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁরা প্রথম 100 মিলিয়ন ডোজ 200 টাকা করে বিক্রি করতে চান। তার পর দাম হোক ডোজ় প্রতি 2000 টাকা। কিন্তু এর জন্য সরকারের অনুমতির অপেক্ষায় ছিলেন তাঁরা। সেই অনুমতিই এবার তাঁরা পেতে চলেছেন বলে খবর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.