ETV Bharat / bharat

Mixi Blast in Courier Shop: কুরিয়ারের অফিসে 'মিক্সি বিস্ফোরণ', গুরুতর জখম মালিক - Courier Office Blast

মিক্সিটি কুরিয়ারের জন্য এসেছিল ৷ সেখান থেকেই ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ ডিটিডিসির অফিসের ক্ষয়ক্ষতি তো হয়েছেই ৷ দোকানের মালিকও গুরুতর আহত হয়েছেন (Karnataka DTDC Office Mixi blast Incident) ৷

Blast
ETV Bharat
author img

By

Published : Dec 27, 2022, 7:33 AM IST

Updated : Dec 27, 2022, 8:47 AM IST

হাসান, 27 ডিসেম্বর: কুরিয়ারের অফিসে মিক্সিতে বিস্ফোরণ ৷ গুরুতর জখম দোকানের মালিক ৷ সোমবার সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসানের একটি ডিটিডিসি কুরিয়ারের অফিসে ৷ জানা গিয়েছে, দোকানে একটি মিক্সি মেশিন আসে ৷ সেটিকে প্রেরকের ঠিকানায় নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয় ৷ কীভাবে এই বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে (Mixi blast in Courier shop at Hassan) ৷ এই বিস্ফোরণ নিয়ে সন্দেহ রয়ে যাচ্ছে ৷

ডিটিডিসি কুরিয়ার অফিসটি শহরের কেআর পুরম নগরে ৷ মালিক শশীর ডান হাতের পাঁচটি আঙুল গুরুতর জখম হয়েছে ৷ তিনি এখন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ আধিকারিক এসপি হরিরাম শঙ্কর বলেন, "আশঙ্কাজনক হলেও আহত ব্যক্তি এখন বিপন্মুক্ত ৷ মিক্সির ব্লেডে তাঁর হাত কেটে গিয়েছে ৷ মাইসোর থেকে ফরেনসিক ল্যাবরেটরি দল (Forensic Science Laboratory, FSL) এখানে আসবে এবং তদন্ত করবে ৷ এই কুরিয়ারটি কোথা থেকে এসেছে, সেই ঠিকানা জোগাড় করা হচ্ছে ৷ আমরা তদন্ত করছি ৷"

আরও পড়ুন: বিহারে ইটভাটায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে 9

দু'দিন আগে, এই মিক্সি মেশিনটি ডিটিডিসি কুরিয়ারের অফিসে আসে ৷ সেটি শহরেরই আরেকজনের কাছে ডেলিভার করা হয় ৷ কিন্তু দু'দিন বাদে ওই ব্যক্তি মিক্সিটি কুরিয়ার অফিসে ফিরিয়ে দিয়ে যায় ৷ তিনি জানান, এই পার্সেলটি যেখান থেকে এসেছে, তার ঠিকানা সঠিক নয় ৷ এটা ফেরত পাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে ৷ বিস্ফোরণের ফলে কুরিয়ার অফিসে বহু জিনিসপত্র নষ্ট হয়েছে ৷ থানায় মামলা দায়ের হয়েছে ৷ মেঙ্গালুরুতে কুকার বিস্ফোরণের ঘটনার পরেই এই বিস্ফোরণের ঘটনা নিয়ে চিন্তিত প্রশাসন ৷

হাসান, 27 ডিসেম্বর: কুরিয়ারের অফিসে মিক্সিতে বিস্ফোরণ ৷ গুরুতর জখম দোকানের মালিক ৷ সোমবার সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসানের একটি ডিটিডিসি কুরিয়ারের অফিসে ৷ জানা গিয়েছে, দোকানে একটি মিক্সি মেশিন আসে ৷ সেটিকে প্রেরকের ঠিকানায় নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয় ৷ কীভাবে এই বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে (Mixi blast in Courier shop at Hassan) ৷ এই বিস্ফোরণ নিয়ে সন্দেহ রয়ে যাচ্ছে ৷

ডিটিডিসি কুরিয়ার অফিসটি শহরের কেআর পুরম নগরে ৷ মালিক শশীর ডান হাতের পাঁচটি আঙুল গুরুতর জখম হয়েছে ৷ তিনি এখন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ আধিকারিক এসপি হরিরাম শঙ্কর বলেন, "আশঙ্কাজনক হলেও আহত ব্যক্তি এখন বিপন্মুক্ত ৷ মিক্সির ব্লেডে তাঁর হাত কেটে গিয়েছে ৷ মাইসোর থেকে ফরেনসিক ল্যাবরেটরি দল (Forensic Science Laboratory, FSL) এখানে আসবে এবং তদন্ত করবে ৷ এই কুরিয়ারটি কোথা থেকে এসেছে, সেই ঠিকানা জোগাড় করা হচ্ছে ৷ আমরা তদন্ত করছি ৷"

আরও পড়ুন: বিহারে ইটভাটায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে 9

দু'দিন আগে, এই মিক্সি মেশিনটি ডিটিডিসি কুরিয়ারের অফিসে আসে ৷ সেটি শহরেরই আরেকজনের কাছে ডেলিভার করা হয় ৷ কিন্তু দু'দিন বাদে ওই ব্যক্তি মিক্সিটি কুরিয়ার অফিসে ফিরিয়ে দিয়ে যায় ৷ তিনি জানান, এই পার্সেলটি যেখান থেকে এসেছে, তার ঠিকানা সঠিক নয় ৷ এটা ফেরত পাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে ৷ বিস্ফোরণের ফলে কুরিয়ার অফিসে বহু জিনিসপত্র নষ্ট হয়েছে ৷ থানায় মামলা দায়ের হয়েছে ৷ মেঙ্গালুরুতে কুকার বিস্ফোরণের ঘটনার পরেই এই বিস্ফোরণের ঘটনা নিয়ে চিন্তিত প্রশাসন ৷

Last Updated : Dec 27, 2022, 8:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.