ETV Bharat / bharat

Asaduddin Owaisi টি রাজার গ্রেফতারির পর শুক্রবারে শান্তিপূর্ণ নমাজ পাঠের বার্তা ওয়েইসির - BJP MLA Raja Singh arrested again

বিজেপি বিধায়ক টি রাজা সিং (T Raja Singh) গ্রেফতার হওয়ার পর শুক্রবারের নমাজ পাঠের সময় যাতে আর তার রেশ না পড়ে সেই আর্জি জানালেন এআইএমআইএম প্রধান (AIMIM chief) আসাদুদ্দিন ওয়েইসি ৷ বিজেপি বিধায়কের গ্রেফতারিকে তাঁদের দাবি পূরণ হিসেবেই দেখছেন তিনি (AIMIM chief Asaduddin Owaisi appeals friday prayer)৷

owaisi-appeals-people-to-ensure-peaceful-friday-prayers-as-bjp-leader-t-raja-singh-arrested
টি রাজা সিঙের গ্রেফতারির পর শুক্রবারে শান্তিপূর্ণ নমাজ পাঠের বার্তা ওয়েইসির
author img

By

Published : Aug 26, 2022, 9:15 AM IST

Updated : Aug 26, 2022, 2:25 PM IST

হায়দরাবাদ, 26 অগস্ট: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে (T Raja Singh) ফের গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে আগেই দল থেকে বরখাস্তও করা হয়েছে ৷ এই দুই ঘটনাকে তাঁদের বিরাট দাবিপূরণ হিসেবেই দেখছেন এআইএমআইএম প্রধান (AIMIM chief) আসাদুদ্দিন ওয়েইসি ৷ এই অবস্থায় আজ শুক্রবারে শান্তিপূর্ণ নমাজ পাঠ সুনিশ্চিত করার আহ্বান জানালেন তিনি (AIMIM chief Asaduddin Owaisi appeals friday prayer)৷

বৃহস্পতিবার বিজেপি নেতা টি রাজা সিং-এর মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে তেলাঙ্গানা ৷ তাঁকে গ্রেফতারের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ ৷ এরপর হায়দরাবাদ পুলিশ তাঁকে আটক করে জানায় যে, প্রিভেনটিভ ডিটেনশন অ্যাক্টে (Preventive Detention Act) বিজেপি নেতাকে আটক করে চেরিয়াপল্লির কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছে ৷

টি রাজা সিং-এর গ্রেফতারির পর রাজ্যের অশান্তি প্রশমনে আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) বলেন, "আপনাদের সবার কাছে এটাই আর্জি জানাব যে, শুক্রবারের নমাজ পাঠের পর এমন কোনও স্লোগান তুলবেন না যাতে দেশের সম্প্রীতিতে আঘাত লাগে ৷ শান্তি বজায় রাখুন ৷" হায়দরাবাদে সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, "আমাদের সবচেয়ে বড় দাবি ছিল তাঁকে গ্রেফতার করা ৷ তাঁকে পিডি অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে ৷ শুক্রবারের প্রার্থনা শান্তিপূর্ণ করার জন্য সবার কাছে আর্জি জানাচ্ছি ৷"

আরও পড়ুন: ফের গ্রেফতার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং

পুলিশ জানিয়েছে, বিজেপি থেকে বরখাস্ত হওয়া নেতার বিরুদ্ধে 101টি ফৌজদারি মামলা রয়েছে ৷ এ ছাড়াও তিনি 18টি সাম্প্রদায়িক হিংসার ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে ৷ পুলিশের কথায়, "অভ্যেসগত ভাবে সিং উস্কানিমূলক মন্তব্য করে থাকেন ৷" যার রেশ আইনশৃঙ্খলার উপর পড়ে বলে দাবি পুলিশের ৷

বৃহস্পতিবার ফের গ্রেফতার করা হয় তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে (BJP MLA Raja Singh arrested again) ৷ পুরনো একটি মামলায় তাঁর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ যখন রাজা সিংকে গ্রেফতার করা হচ্ছিল, সে সময় তাঁর বাড়ির আশপাশে উত্তেজনা ছড়ায় ৷ প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয় তাঁর বাড়ির সামনে ৷ বিধায়কের বাড়ির রাস্তার সামনে ব্যারিকেড তৈরি করা হয় ৷

পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে 23 অগস্ট তাঁকে গ্রেফতার করেছিল হায়দরাবাদ পুলিশ ৷ পরে অবশ্য সেই মামলায় জামিন পান বিজেপি বিধায়ক ৷ তবে বিতর্কিত মন্তব্য করা-সহ একাধিক অভিযোগে ইতিমধ্যেই তাঁকে বরখাস্ত করেছে বিজেপি'র শৃঙ্খলারক্ষা কমিটি (Suspended BJP MLA)৷ তাঁকে শো-কজও করা হয়েছে ৷

হায়দরাবাদ, 26 অগস্ট: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে (T Raja Singh) ফের গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে আগেই দল থেকে বরখাস্তও করা হয়েছে ৷ এই দুই ঘটনাকে তাঁদের বিরাট দাবিপূরণ হিসেবেই দেখছেন এআইএমআইএম প্রধান (AIMIM chief) আসাদুদ্দিন ওয়েইসি ৷ এই অবস্থায় আজ শুক্রবারে শান্তিপূর্ণ নমাজ পাঠ সুনিশ্চিত করার আহ্বান জানালেন তিনি (AIMIM chief Asaduddin Owaisi appeals friday prayer)৷

বৃহস্পতিবার বিজেপি নেতা টি রাজা সিং-এর মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে তেলাঙ্গানা ৷ তাঁকে গ্রেফতারের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ ৷ এরপর হায়দরাবাদ পুলিশ তাঁকে আটক করে জানায় যে, প্রিভেনটিভ ডিটেনশন অ্যাক্টে (Preventive Detention Act) বিজেপি নেতাকে আটক করে চেরিয়াপল্লির কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছে ৷

টি রাজা সিং-এর গ্রেফতারির পর রাজ্যের অশান্তি প্রশমনে আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) বলেন, "আপনাদের সবার কাছে এটাই আর্জি জানাব যে, শুক্রবারের নমাজ পাঠের পর এমন কোনও স্লোগান তুলবেন না যাতে দেশের সম্প্রীতিতে আঘাত লাগে ৷ শান্তি বজায় রাখুন ৷" হায়দরাবাদে সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, "আমাদের সবচেয়ে বড় দাবি ছিল তাঁকে গ্রেফতার করা ৷ তাঁকে পিডি অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে ৷ শুক্রবারের প্রার্থনা শান্তিপূর্ণ করার জন্য সবার কাছে আর্জি জানাচ্ছি ৷"

আরও পড়ুন: ফের গ্রেফতার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং

পুলিশ জানিয়েছে, বিজেপি থেকে বরখাস্ত হওয়া নেতার বিরুদ্ধে 101টি ফৌজদারি মামলা রয়েছে ৷ এ ছাড়াও তিনি 18টি সাম্প্রদায়িক হিংসার ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে ৷ পুলিশের কথায়, "অভ্যেসগত ভাবে সিং উস্কানিমূলক মন্তব্য করে থাকেন ৷" যার রেশ আইনশৃঙ্খলার উপর পড়ে বলে দাবি পুলিশের ৷

বৃহস্পতিবার ফের গ্রেফতার করা হয় তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে (BJP MLA Raja Singh arrested again) ৷ পুরনো একটি মামলায় তাঁর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ যখন রাজা সিংকে গ্রেফতার করা হচ্ছিল, সে সময় তাঁর বাড়ির আশপাশে উত্তেজনা ছড়ায় ৷ প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয় তাঁর বাড়ির সামনে ৷ বিধায়কের বাড়ির রাস্তার সামনে ব্যারিকেড তৈরি করা হয় ৷

পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে 23 অগস্ট তাঁকে গ্রেফতার করেছিল হায়দরাবাদ পুলিশ ৷ পরে অবশ্য সেই মামলায় জামিন পান বিজেপি বিধায়ক ৷ তবে বিতর্কিত মন্তব্য করা-সহ একাধিক অভিযোগে ইতিমধ্যেই তাঁকে বরখাস্ত করেছে বিজেপি'র শৃঙ্খলারক্ষা কমিটি (Suspended BJP MLA)৷ তাঁকে শো-কজও করা হয়েছে ৷

Last Updated : Aug 26, 2022, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.