ETV Bharat / bharat

প্রবাসী ভারতীয়দের ওসিআই কার্ডের নবীকরণের প্রক্রিয়া সহজ করল কেন্দ্র - গ্লোবাল অর্গানাইজেশন অফ পিপল অফ ইন্ডিয়ান অরিজিন (জিওপিআইও)-র চেয়ারম্যান ড. থমাস আব্রাহাম

বিশ্বজুড়ে ছড়িয়ে আছেন ভারতীয়রা ৷ দেশে ফিরলে প্রবাসী ভারতীয়রা ওসিআই কার্ডের বিশেষ সুবিধে পেয়ে থাকেন ৷ কিন্তু যত বার ভারতে আসবেন, তত বারই নতুন পাসপোর্ট জারির সঙ্গে এই কার্ড নবীকরণের প্রক্রিয়া নিয়ে হিমশিম খেতে হত তাঁদের ৷ এবার তাঁদের সুখবর দিল কেন্দ্র ৷

ওসিআই কার্ড-ধারকদের জন্য সুখবর
ওসিআই কার্ড-ধারকদের জন্য সুখবর
author img

By

Published : Apr 16, 2021, 4:14 PM IST

ওয়াশিংটন, 16 এপ্রিল : ওসিআই অর্থাৎ ''দ্য ওভারসিজ সিটিজেনস অফ ইন্ডিয়া'' কার্ডের নবীকরণ প্রক্রিয়াকে আরও সহজ করল কেন্দ্রীয় সরকার ৷

বৃহস্পতিবার গ্লোবাল অর্গানাইজেশন অফ পিপল অফ ইন্ডিয়ান অরিজিন (জিওপিআইও)-র চেয়ারম্যান ড. থমাস আব্রাহাম বলেন, ''ওসিআই কার্ড রয়েছে এমন মানুষদের বারে বারে কার্ড নবীকরণের প্রক্রিয়া সংক্রান্ত সংশয় দূর করতেই এই পদক্ষেপ ৷ 20 আর 50 বছরে একবার কার্ড নবীকরণ করে নিলেই হবে ৷''

ওসিআই কার্ড কী ?


ভারতীয় নাগরিক যাঁরা বিদেশে থাকেন, এই কার্ড থাকলে তাঁরা ভারতে দীর্ঘদিন ধরে থাকতে পারেন, ঘুরে বেড়াতে পারেন ভিসা ছাড়াই ৷ আর এই সুবিধা কেবলমাত্র ভারতীয়দের জন্যই প্রযোজ্য়, কোনও বিদেশি নাগরিকের জন্য নয় ৷

20 বছরের কম-বয়সি আর 50-এর বেশি বয়সি কার্ডধারকদের প্রতিবার পার্সপোর্ট নবীকরণ করার সময়ে এই কার্ডও নবীকরণ করতে হয় ৷ আর এই প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা ৷

এবার থেকে 20 বছরের আগে একবার এই কার্ড রেজিস্টার করলে শুধুমাত্র 20 বছর হওয়ার পর আরেকবার নবীকরণ করতে হবে ৷ এতে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার চেহারায় পরিবর্তন নথিভুক্ত করা থাকবে ৷ আর 20 বছরের পর এই কার্ড করলে নতুন করে কিছু করতে হবে না, জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

আরও পড়ুন: শীতলকুচির ঘটনায় তদন্তভার নিল সিআইডি

একটি বিবৃতিতে এই দপ্তরের তরফে জানানো হয়েছে, ''ওসিআই কার্ড আছে এমন নাগরিকদের পাসপোর্টে নতুন তথ্য নথিভুক্ত করার ক্ষেত্রে অনলাইন ওসিআই পোর্টাল-এ একজনকে তাঁর ছবি-সহ নতুন পাসপোর্টের একটি কপি আপলোড করতে হবে, সঙ্গে দিতে হবে সাম্প্রতিক ছবি ৷ 20 বছর বয়স হওয়া পর্যন্ত আর 50 বছর পার করলে যত বার নতুন পাসপোর্ট জারি হবে, তত বার এই প্রক্রিয়াটি করতে হবে ৷ আর নতুন পাসপোর্টের রসিদ পাওয়ার তিন মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রগুলি এই ভাবে আপলোড করতে হবে একজন ওসিআই কার্ড-ধারককে ৷''

ভারত এখনো পর্যন্ত 37.72 কার্ড জারি করেছে ৷ ''এর ফলে বিদেশে বসবাসকারী ভারতীয়রা আরও বেশি করে ওসিআই কার্ড করবে ৷ আর তাঁরা ভারতে এলে তা দেশের পর্যটন শিল্প, ব্যবসা আর বিনিয়োগের ক্ষেত্রে লাভজনক হবে'', বললেন জিওপিআইও-এর চেয়ারম্যান আব্রাহাম ৷

ওয়াশিংটন, 16 এপ্রিল : ওসিআই অর্থাৎ ''দ্য ওভারসিজ সিটিজেনস অফ ইন্ডিয়া'' কার্ডের নবীকরণ প্রক্রিয়াকে আরও সহজ করল কেন্দ্রীয় সরকার ৷

বৃহস্পতিবার গ্লোবাল অর্গানাইজেশন অফ পিপল অফ ইন্ডিয়ান অরিজিন (জিওপিআইও)-র চেয়ারম্যান ড. থমাস আব্রাহাম বলেন, ''ওসিআই কার্ড রয়েছে এমন মানুষদের বারে বারে কার্ড নবীকরণের প্রক্রিয়া সংক্রান্ত সংশয় দূর করতেই এই পদক্ষেপ ৷ 20 আর 50 বছরে একবার কার্ড নবীকরণ করে নিলেই হবে ৷''

ওসিআই কার্ড কী ?


ভারতীয় নাগরিক যাঁরা বিদেশে থাকেন, এই কার্ড থাকলে তাঁরা ভারতে দীর্ঘদিন ধরে থাকতে পারেন, ঘুরে বেড়াতে পারেন ভিসা ছাড়াই ৷ আর এই সুবিধা কেবলমাত্র ভারতীয়দের জন্যই প্রযোজ্য়, কোনও বিদেশি নাগরিকের জন্য নয় ৷

20 বছরের কম-বয়সি আর 50-এর বেশি বয়সি কার্ডধারকদের প্রতিবার পার্সপোর্ট নবীকরণ করার সময়ে এই কার্ডও নবীকরণ করতে হয় ৷ আর এই প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা ৷

এবার থেকে 20 বছরের আগে একবার এই কার্ড রেজিস্টার করলে শুধুমাত্র 20 বছর হওয়ার পর আরেকবার নবীকরণ করতে হবে ৷ এতে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার চেহারায় পরিবর্তন নথিভুক্ত করা থাকবে ৷ আর 20 বছরের পর এই কার্ড করলে নতুন করে কিছু করতে হবে না, জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

আরও পড়ুন: শীতলকুচির ঘটনায় তদন্তভার নিল সিআইডি

একটি বিবৃতিতে এই দপ্তরের তরফে জানানো হয়েছে, ''ওসিআই কার্ড আছে এমন নাগরিকদের পাসপোর্টে নতুন তথ্য নথিভুক্ত করার ক্ষেত্রে অনলাইন ওসিআই পোর্টাল-এ একজনকে তাঁর ছবি-সহ নতুন পাসপোর্টের একটি কপি আপলোড করতে হবে, সঙ্গে দিতে হবে সাম্প্রতিক ছবি ৷ 20 বছর বয়স হওয়া পর্যন্ত আর 50 বছর পার করলে যত বার নতুন পাসপোর্ট জারি হবে, তত বার এই প্রক্রিয়াটি করতে হবে ৷ আর নতুন পাসপোর্টের রসিদ পাওয়ার তিন মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রগুলি এই ভাবে আপলোড করতে হবে একজন ওসিআই কার্ড-ধারককে ৷''

ভারত এখনো পর্যন্ত 37.72 কার্ড জারি করেছে ৷ ''এর ফলে বিদেশে বসবাসকারী ভারতীয়রা আরও বেশি করে ওসিআই কার্ড করবে ৷ আর তাঁরা ভারতে এলে তা দেশের পর্যটন শিল্প, ব্যবসা আর বিনিয়োগের ক্ষেত্রে লাভজনক হবে'', বললেন জিওপিআইও-এর চেয়ারম্যান আব্রাহাম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.