ETV Bharat / bharat

রাম মন্দিরের জন্য অনুদান জমা পড়েছে 1 হাজার 511 কোটি টাকা - অযোধ্য়া

রাম মন্দির তৈরির জন্য দরকার ছিল 1 হাজার 100 কোটি টাকা৷ ইতিমধ্যেই অনুদান হিসাবে জমা পড়েছে 1 হাজার 511 কোটি টাকা৷ শুক্রবার ইটিভি ভারতকে একথা জানালেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ন্য়াসের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি মহারাজ৷

Over Rs 1,500 crore raised for Ayodhya Ram temple
রাম মন্দিরের জন্য অনুদান জমা পড়েছে 1 হাজার 511 কোটি টাকা
author img

By

Published : Feb 12, 2021, 10:54 PM IST

সুরাত, 12 ফেব্রুয়ারি: অযোধ্য়ায় রাম মন্দির তৈরির জন্য এখনও পর্যন্ত দেড় হাজার কোটিরও বেশি টাকা অনুদান হিসাবে জমা পড়েছে৷ শুক্রবার একথা জানান মন্দিরের তহবিল সংক্রান্ত ট্রাস্টের কোষাধ্যক্ষ৷

এদিন এটিভি ভারতকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ন্য়াসের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি মহারাজ৷ তিনি জানান, 11 ফেব্রুয়ারি সন্ধে পর্যন্ত রাম মন্দির তৈরির অনুদান হিসাবে জমা পড়েছে 1 হাজার 511 কোটি টাকা৷

প্রসঙ্গত, এর আগে ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছিল, অযোধ্য়ায় রাম মন্দির তৈরির জন্য 1 হাজার 100 কোটি টাকার প্রয়োজন৷ যদিও এই অঙ্ক যে কোনও সময়েই বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে৷ কারণ, প্রকল্প এলাকার আশপাশেও জমি কেনার পরিকল্পনা করা হয়েছে৷ তাতে খরচ বাড়তে পারে৷

আরও পড়ুন: রাম মন্দির তৈরির জন্য় 50 লাখ টাকা দান 11 বছরের বালিকার

কোষাধ্যক্ষ জানান, নয়া রাম মন্দিরের পরিকাঠামো বিশ্বমানের হবে৷ এবং সেটি দু’টি পর্যায়ে তৈরি করা হবে৷ তবে সাড়ে তিন বছরের মধ্যেই মন্দিরের গর্ভগৃহে রামের মূর্তি প্রতিষ্ঠা করা হবে৷ ওই সময়ের মধ্য়ে মন্দিরের কাজ যদি শেষ নাও হয়, তাহলেও এই সিদ্ধান্ত পালন করা হবে৷

সুরাত, 12 ফেব্রুয়ারি: অযোধ্য়ায় রাম মন্দির তৈরির জন্য এখনও পর্যন্ত দেড় হাজার কোটিরও বেশি টাকা অনুদান হিসাবে জমা পড়েছে৷ শুক্রবার একথা জানান মন্দিরের তহবিল সংক্রান্ত ট্রাস্টের কোষাধ্যক্ষ৷

এদিন এটিভি ভারতকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ন্য়াসের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি মহারাজ৷ তিনি জানান, 11 ফেব্রুয়ারি সন্ধে পর্যন্ত রাম মন্দির তৈরির অনুদান হিসাবে জমা পড়েছে 1 হাজার 511 কোটি টাকা৷

প্রসঙ্গত, এর আগে ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছিল, অযোধ্য়ায় রাম মন্দির তৈরির জন্য 1 হাজার 100 কোটি টাকার প্রয়োজন৷ যদিও এই অঙ্ক যে কোনও সময়েই বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে৷ কারণ, প্রকল্প এলাকার আশপাশেও জমি কেনার পরিকল্পনা করা হয়েছে৷ তাতে খরচ বাড়তে পারে৷

আরও পড়ুন: রাম মন্দির তৈরির জন্য় 50 লাখ টাকা দান 11 বছরের বালিকার

কোষাধ্যক্ষ জানান, নয়া রাম মন্দিরের পরিকাঠামো বিশ্বমানের হবে৷ এবং সেটি দু’টি পর্যায়ে তৈরি করা হবে৷ তবে সাড়ে তিন বছরের মধ্যেই মন্দিরের গর্ভগৃহে রামের মূর্তি প্রতিষ্ঠা করা হবে৷ ওই সময়ের মধ্য়ে মন্দিরের কাজ যদি শেষ নাও হয়, তাহলেও এই সিদ্ধান্ত পালন করা হবে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.