ETV Bharat / bharat

দিল্লির গঙ্গারাম হাসপাতালে 3 দিন ধরে খালি শতাধিক অক্সিজেন সিলিন্ডার - আইসিসিইউ

তিনদিন ধরে ফাকা দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের ইমার্জেন্সি এবং আইসিসিইউ-র অক্সিজেন সিলিন্ডার ৷ ওই হাসাপাতলের 104টি সিলিন্ডার তিনদিন আগে বিভিন্ন প্লান্টে ভরার জন্য পাঠানো হয়েছিল ৷ কিন্তু সেগুলি এখনও ভর্তি হয়ে হাসপাতালে আসেনি ৷ জানা গিয়েছে, প্লান্টের বাইরেই সিলিন্ডার নিয়ে অপেক্ষা করছেন হাসপাতালের কর্মীরা ৷

over-100-oxygen-cylinders-not-refilled-in-3-days-ganga-ram hospital in delhi
দিল্লির গঙ্গা রাম হাসপাতালে 3দিন ধরে খালি শতাধিক অক্সিজেন সিলিন্ডার
author img

By

Published : Apr 26, 2021, 1:43 PM IST

নয়াদিল্লি : দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ইমার্জেন্সি বিভাগ এবং আইসিসিইউতে অক্সিজেনের আকাল ৷ গত তিনদিনে 104টি অক্সিজেন সিলিন্ডার ভর্তি করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, ওই অক্সিজেন সিলিন্ডারগুলি হাসপাতালের সঙ্কটজনক করোনা আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা হয় ৷ বিশেষত যাঁদের কোভিড ইমার্জেন্সি থেকে আইসিসিইউতে স্থানান্তর করা হয় তাঁদের এই 104টি সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয় ৷

গঙ্গারাম হাসপাতালের তরফে জানানো হয়েছে, তিনদিন আগে দিল্লির তিনটি আলাদা প্লান্টে ওই অক্সিজেন সিলিন্ডারগুলি ভরতে পাঠানো হয়েছিল ৷ গত তিনদিন থেকে ওই প্লান্টগুলিতে হাসপাতালের কর্মী ও পরিবহণের লোকজন অপেক্ষা করে রয়েছে অক্সিজেন সিলিন্ডারগুলি ভরার জন্য ৷ কিন্তু, সেখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় হাসপাতালে ভর্তি করোনার রোগীদের জীবন সংশয় দেখা দিয়েছে ৷ প্রায় প্রতিদিনই গঙ্গারাম হাসপাতালে সঙ্কটজনক পরিস্থিতিতে করোনার রোগীরা ভর্তি হচ্ছেন ৷ শুধুমাত্র ওষুধের উপর নির্ভর করে তাঁদের চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন : হরিয়ানায় অক্সিজেন সঙ্কট, মৃত 5 করোনা রোগী

এই পরিস্থিতিতে দু’টি অক্সিজেন সিলিন্ডার বাইরে থেকে ব্যবস্থা করা হয়েছে ৷ সেগুলিও দ্রুত ফুরিয়ে যাওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ফলে যে সব রোগীকে আইসিসিইউতে স্থানান্তর করা হচ্ছে তাঁদের প্রাণ সংশয় দেখা দিতে পারে ৷ ওই হাসপাতালে 4 হাজার কিউব মিটার অক্সিজেন মজুত রয়েছে ৷ যা দিয়ে খুব বেশি হলে 8 ঘণ্টা কাজ চালানো যাবে ৷

নয়াদিল্লি : দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ইমার্জেন্সি বিভাগ এবং আইসিসিইউতে অক্সিজেনের আকাল ৷ গত তিনদিনে 104টি অক্সিজেন সিলিন্ডার ভর্তি করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, ওই অক্সিজেন সিলিন্ডারগুলি হাসপাতালের সঙ্কটজনক করোনা আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা হয় ৷ বিশেষত যাঁদের কোভিড ইমার্জেন্সি থেকে আইসিসিইউতে স্থানান্তর করা হয় তাঁদের এই 104টি সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয় ৷

গঙ্গারাম হাসপাতালের তরফে জানানো হয়েছে, তিনদিন আগে দিল্লির তিনটি আলাদা প্লান্টে ওই অক্সিজেন সিলিন্ডারগুলি ভরতে পাঠানো হয়েছিল ৷ গত তিনদিন থেকে ওই প্লান্টগুলিতে হাসপাতালের কর্মী ও পরিবহণের লোকজন অপেক্ষা করে রয়েছে অক্সিজেন সিলিন্ডারগুলি ভরার জন্য ৷ কিন্তু, সেখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় হাসপাতালে ভর্তি করোনার রোগীদের জীবন সংশয় দেখা দিয়েছে ৷ প্রায় প্রতিদিনই গঙ্গারাম হাসপাতালে সঙ্কটজনক পরিস্থিতিতে করোনার রোগীরা ভর্তি হচ্ছেন ৷ শুধুমাত্র ওষুধের উপর নির্ভর করে তাঁদের চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন : হরিয়ানায় অক্সিজেন সঙ্কট, মৃত 5 করোনা রোগী

এই পরিস্থিতিতে দু’টি অক্সিজেন সিলিন্ডার বাইরে থেকে ব্যবস্থা করা হয়েছে ৷ সেগুলিও দ্রুত ফুরিয়ে যাওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ফলে যে সব রোগীকে আইসিসিইউতে স্থানান্তর করা হচ্ছে তাঁদের প্রাণ সংশয় দেখা দিতে পারে ৷ ওই হাসপাতালে 4 হাজার কিউব মিটার অক্সিজেন মজুত রয়েছে ৷ যা দিয়ে খুব বেশি হলে 8 ঘণ্টা কাজ চালানো যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.