শ্রীনগর, 5 মার্চ: জম্মু ও কাশ্মীরে 2019 সালে 370 ধারা বাতিল হওয়ার পর থেকে বহিরাগতদের জমি কেনার পরিমাণ বেড়েছে ৷ কেন্দ্রীয় সরকার যে ডেটা শেয়ার করেছে, তার থেকে এই তথ্য মিলেছে । বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার 370 এবং 35এ ধারা বাতিল করার পরে সমস্ত জমি আইন পরিবর্তন করেছে ৷ দ্বিতীয় ধারায় জম্মু ও কাশ্মীরে অনাবাসীদের জমি কেনা বা মালিকানায় বাধা দেওয়া হয়েছিল ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই বুধবার রাজ্যসভায় জানিয়েছেন যে, 2020, 2021 এবং 2022 সালে জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে মোট 185 জন কেন্দ্রশাসিত অঞ্চলে জমি কিনেছেন । জেডিইউ-এর রাজ্যসভার সাংসদ রামনাথ ঠাকুরের প্রশ্নের জবাব দিয়ে নিত্যানন্দ রাই একটি লিখিত জবাবে উচ্চকক্ষকে জানান, "জম্মু ও কাশ্মীর সরকারের দেওয়া তথ্য অনুসারে, 2020, 2021 এবং 2022 সালে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের বাইরে থেকে মোট 185 জন ব্যক্তি কেন্দ্রশাসিত অঞ্চলে জমি কিনেছেন ।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর শেয়ার করা তথ্য অনুসারে, 2020 সালে মাত্র একজন ব্যক্তি জমি কেনার পর, 2021 সালে 57 জন এবং গত বছর মোট 127 জন কেন্দ্রশাসিত অঞ্চলে জমি কিনেছিলেন । এটি লক্ষণীয় যে, 2019 সালের 5 অগস্ট কেন্দ্রীয় সরকার সংবিধানের অনুচ্ছেদ 370 এবং 35এ বাতিল করায় এই অঞ্চল দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়েছিল - একটি বিধানসভা-সহ জম্মু ও কাশ্মীর এবং অপরটি লাদাখ । তার পর থেকেই জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে বেশ কয়েকজন ব্যক্তি প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চলে জমি কেনা শুরু করেন ৷
নিত্যানন্দ রাই আরও জানান, জম্মু ও কাশ্মীর সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বহুজাতিক কোম্পানি-সহ মোট 1559টি ভারতীয় কোম্পানি কেন্দ্রশাসিত অঞ্চলে বিনিয়োগ করেছে, যার বছরভিত্তিক হিসেব হল 2020-21 সালে 310টি, 2021-22 সালে 175 টি এবং 2022-23 সালে 1074টি কোম্পানি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে বিনিয়োগ করেছে ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী উচ্চকক্ষকে আরও জানান যে, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের দেওয়া তথ্য অনুসারে, গত তিন বছরে সেখানে কেন্দ্রশাসিত অঞ্চলের বাইরে থেকে কোনও জমি কেনা হয়নি । তাঁর কথায়, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের দেওয়া তথ্য অনুসারে, বহুজাতিক সংস্থাগুলি-সহ কোনও ভারতীয় সংস্থা গত তিন বছরে সেখানে বিনিয়োগও করেনি ৷
আরও পড়ুন: শেষের পথে চেনাব ব্রিজের কাজ, কালকাতা থেকে কাশ্মীর সফর হবে আরও দ্রুত