ETV Bharat / bharat

PM Narendra Modi: ভারতের কূটনীতি গত একমাসে নতুন উচ্চতায় পৌঁছেছে, দাবি প্রধানমন্ত্রীর - ভারত মণ্ডপমে জি20 ফিনালে

PM Narendra Modi at G20 Finale: নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে জি20 ফিনালেতে মঙ্গলবার ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি জানিয়েছেন যে কূটনীতির দিক থেকে ভারত গত 30 দিনে নতুন উচ্চতায় পৌঁছেছে ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 7:04 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: ভারতের কূটনীতি গত 30 দিনে নতুন উচ্চতায় পৌঁছেছে, মঙ্গলবার এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এই সময়ের মধ্যে তিনি 85 জন বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন ৷

এ দিন নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে জি20 ফিনালেতে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এই কথা বলেন ৷ প্রধানমন্ত্রীর কথায়, "গত 30 দিনে ভারতের কূটনীতি নতুন উচ্চতায় পৌঁছেছে । ভারতের প্রচেষ্টার কারণে ব্রিকসে ছয়টি নতুন দেশ যুক্ত হয়েছে । দক্ষিণ আফ্রিকার পর আমি গ্রিসে গিয়েছিলাম । জি20 শীর্ষ সম্মেলনের আগে আমি অনেক বিশ্বনেতার সঙ্গে কথা বলেছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘আজকের বিশ্বে মেরুকরণ হয়েছে ৷ তাই সমস্ত দেশকে একসঙ্গে নিয়ে আসা, কোনও ছোট কর্তৃত্ব নয় । নয়াদিল্লি ঘোষণায় 100 শতাংশ ঐকমত্য ছিল । জি20-তে কিছু সিদ্ধান্তে 21 শতকের দিক পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে । ভারতের প্রচেষ্টার কারণে আফ্রিকান ইউনিয়নকে জি20-তে যোগ করা হয়েছে ৷”

এর সঙ্গে প্রধানমন্ত্রীর সংযোজন, "সৌদি আরব ভারতে 100 বিলিয়ন ডলার বিনিয়োগ করছে । গত 30 দিনে প্রধানমন্ত্রী হিসাবে আমি 85 জন বিশ্বনেতার সঙ্গে কথা বলেছি । এটি অর্ধেক বিশ্ব । আপনি ভাবছেন এতে আপনার কীভাবে উপকার হবে । এতে দেশের তরুণদের উপকার হবে ।"

প্রধানমন্ত্রী মোদির মতে, তাঁর সরকার তফসিলি জাতি ও উপজাতি এবং ওবিসিদের ক্ষমতায়নের জন্যও পদক্ষেপ করেছে ৷ এর একটি উদাহরণ হিসেবে তিনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার কথা তুলে ধরেছেন ৷ মোদির কথায়, "কেন্দ্রও প্রায় 1 লক্ষ যুবককে চাকরি দিয়েছে । গত 30 দিনে নতুন সংসদ মহিলা সংরক্ষণ বিল পাশ করেছে ৷"

প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন যে সম্প্রতি তিনি বারাণসীতে একটি আন্তর্জাতিক স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন । 9টি বন্দে ভারত ট্রেনের সূচনা করেছেন ৷ যা সুশাসনের গতিকে তুলে ধরছে বলে মত প্রধানমন্ত্রীর ৷ পড়ুয়াদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ, চিন্তাভাবনা আরও বড় করতে হবে ৷ দেশ তরুণ প্রজন্মকে সমর্থন করবে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আমরা দিল্লিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হিসাবে জি20-এর সভাপতি হতে পারতাম ৷ কিন্তু ভারত এটিকে জনগণকেন্দ্রিক করে তুলেছে । 200টি জি20 বৈঠক ভারতের দ্বিতীয় ও তৃতীয় সারির 60টি শহরে করা হয়েছে ৷’’

আরও পড়ুন: দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহার কার্যকরী ভূমিকা নিয়েছে, বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: ভারতের কূটনীতি গত 30 দিনে নতুন উচ্চতায় পৌঁছেছে, মঙ্গলবার এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এই সময়ের মধ্যে তিনি 85 জন বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন ৷

এ দিন নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে জি20 ফিনালেতে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এই কথা বলেন ৷ প্রধানমন্ত্রীর কথায়, "গত 30 দিনে ভারতের কূটনীতি নতুন উচ্চতায় পৌঁছেছে । ভারতের প্রচেষ্টার কারণে ব্রিকসে ছয়টি নতুন দেশ যুক্ত হয়েছে । দক্ষিণ আফ্রিকার পর আমি গ্রিসে গিয়েছিলাম । জি20 শীর্ষ সম্মেলনের আগে আমি অনেক বিশ্বনেতার সঙ্গে কথা বলেছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘আজকের বিশ্বে মেরুকরণ হয়েছে ৷ তাই সমস্ত দেশকে একসঙ্গে নিয়ে আসা, কোনও ছোট কর্তৃত্ব নয় । নয়াদিল্লি ঘোষণায় 100 শতাংশ ঐকমত্য ছিল । জি20-তে কিছু সিদ্ধান্তে 21 শতকের দিক পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে । ভারতের প্রচেষ্টার কারণে আফ্রিকান ইউনিয়নকে জি20-তে যোগ করা হয়েছে ৷”

এর সঙ্গে প্রধানমন্ত্রীর সংযোজন, "সৌদি আরব ভারতে 100 বিলিয়ন ডলার বিনিয়োগ করছে । গত 30 দিনে প্রধানমন্ত্রী হিসাবে আমি 85 জন বিশ্বনেতার সঙ্গে কথা বলেছি । এটি অর্ধেক বিশ্ব । আপনি ভাবছেন এতে আপনার কীভাবে উপকার হবে । এতে দেশের তরুণদের উপকার হবে ।"

প্রধানমন্ত্রী মোদির মতে, তাঁর সরকার তফসিলি জাতি ও উপজাতি এবং ওবিসিদের ক্ষমতায়নের জন্যও পদক্ষেপ করেছে ৷ এর একটি উদাহরণ হিসেবে তিনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার কথা তুলে ধরেছেন ৷ মোদির কথায়, "কেন্দ্রও প্রায় 1 লক্ষ যুবককে চাকরি দিয়েছে । গত 30 দিনে নতুন সংসদ মহিলা সংরক্ষণ বিল পাশ করেছে ৷"

প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন যে সম্প্রতি তিনি বারাণসীতে একটি আন্তর্জাতিক স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন । 9টি বন্দে ভারত ট্রেনের সূচনা করেছেন ৷ যা সুশাসনের গতিকে তুলে ধরছে বলে মত প্রধানমন্ত্রীর ৷ পড়ুয়াদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ, চিন্তাভাবনা আরও বড় করতে হবে ৷ দেশ তরুণ প্রজন্মকে সমর্থন করবে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আমরা দিল্লিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হিসাবে জি20-এর সভাপতি হতে পারতাম ৷ কিন্তু ভারত এটিকে জনগণকেন্দ্রিক করে তুলেছে । 200টি জি20 বৈঠক ভারতের দ্বিতীয় ও তৃতীয় সারির 60টি শহরে করা হয়েছে ৷’’

আরও পড়ুন: দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহার কার্যকরী ভূমিকা নিয়েছে, বললেন প্রধানমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.