ETV Bharat / bharat

নিশীথ কি বাংলাদেশের নাগরিক, রাজ্যসভায় প্রশ্ন তুললেন সুখেন্দুশেখর - Rajyashabha latest news today

সম্প্রতি কেন্দ্রের মন্ত্রী হয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক ৷ তার পরই তাঁর নাগরিকত্ব নিয়ে অভিযোগ সামনে এসেছে ৷ অসমের এক সাংসদের দাবি, নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক ৷ এই নিয়েই সোমবার উত্তাল হল রাজ্যসভা ৷

opposition-raised-question-on-nisith-pramanik-citizanship-issue-in-rajyashabha
নিশীথ কি বাংলাদেশের নাগরিক, রাজ্যসভায় প্রশ্ন তুললেন সুখেন্দুশেখর
author img

By

Published : Jul 19, 2021, 4:35 PM IST

Updated : Jul 20, 2021, 7:26 PM IST

নয়াদিল্লি, 19 জুলাই : কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) কি ভারতের নাগরিক ? নাকি তিনি বাংলাদেশের নাগরিক ? এই ইস্যুতে সোমবার উত্তপ্ত হল রাজ্যসভা (Rajyashabha) ৷ যার জেরে এক ঘণ্টার জন্য সভা মুলতবিও হয়ে যায় ৷

প্রসঙ্গত, কোচবিহারের সাংসদ নিশীথের নাগরিকত্ব ইস্যুটি সামনে এসেছে গত শনিবার ৷ সেদিন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে টুইট করে অসমের এক সাংসদ নিপুন বোরার একটি চিঠি সামনে আনা হয় ৷ যে চিঠিতে নিশীথকে বাংলাদেশি বলে উল্লেখ করা হয় ৷ নিপুন বোরা চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ তিনি এই বিষয়ে মোদির হস্তক্ষেপ দাবি করেছিলেন ৷

আরও পড়ুন : মোদির ভাষণের সময় বিরোধীদের বিক্ষোভে শুরুতেই তপ্ত বাদল অধিবেশন

সোমবার দুপুরে দু’টো নাগাদ রাজ্যসভার অধিবেশন ফের শুরু হতেই এই ইস্যুটি তোলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) ৷ তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী একজন বাংলাদেশী বলে অভিযোগ উঠেছে ৷ আর তারপরই হইচই পড়ে যায় সংসদের উচ্চকক্ষে ৷

লোকসভার সাংসদ হলেও নিশীথ সেই সময় রাজ্যসভাতেই উপস্থিত ছিলেন ৷ সেই সময় তাঁর হয়ে আসরে নেমে পড়েন ট্রেজারি বেঞ্চের অন্য সাংসদরা ৷ কিন্তু তাতে বিরোধীদের বিক্ষোভকে থামানো যায়নি ৷ বরং এই ইস্যুতে কংগ্রেসও সরব হয় ৷ রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের (Congress) মল্লিকার্জুন খাড়গে দাবি জানান যে নিশীথ বাংলাদেশের নাগরিক কি না, এই বিষয়টি জানার অধিকার সকলের রয়েছে ৷

আরও পড়ুন : করোনা নিয়ে সব তথ্য দেব, কড়া প্রশ্ন করুক বিরোধীরা; বাদল অধিবেশনের আগে বার্তা মোদির

এর পালটা রাজ্যসভায় শাসকপক্ষের নেতা পীযূষ গোয়েল (Piyus Goyal) জানান, নিশীথের বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন ৷ এই অভিযোগ করে নিশীথকে তো অপমান করাই হচ্ছে ৷ পাশাপাশি রাজবংশী সমাজকেও অপমান করা হচ্ছে ৷ কারণ, নিশীথ রাজবংশী সমাজের প্রতিনিধি ৷ আর এই প্রথম কোনও রাজবংশী কেন্দ্রের মন্ত্রী হলেন ৷

উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনের কিছুদিন আগে নিশীথ প্রামাণিক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করেন ৷ তার পর তাঁকে কোচবিহার থেকে প্রার্থী করা হয় ৷ তিনি জিতেও যান ৷ সম্প্রতি প্রধানমন্ত্রী মন্ত্রিসভা ও মন্ত্রী পরিষদে রদবদল করেছেন ৷ সেখানে বাংলা থেকে চারজন মন্ত্রী হয়েছেন ৷ সেই তালিকায় রয়েছেন নিশীথও ৷ তাঁকে স্বরাষ্ট্র এবং ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ৷ আর তার পর তাঁর নাগরিকত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

আরও পড়ুন : নিশীথের হয়ে ব্যাট ধরলেন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ

নয়াদিল্লি, 19 জুলাই : কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) কি ভারতের নাগরিক ? নাকি তিনি বাংলাদেশের নাগরিক ? এই ইস্যুতে সোমবার উত্তপ্ত হল রাজ্যসভা (Rajyashabha) ৷ যার জেরে এক ঘণ্টার জন্য সভা মুলতবিও হয়ে যায় ৷

প্রসঙ্গত, কোচবিহারের সাংসদ নিশীথের নাগরিকত্ব ইস্যুটি সামনে এসেছে গত শনিবার ৷ সেদিন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে টুইট করে অসমের এক সাংসদ নিপুন বোরার একটি চিঠি সামনে আনা হয় ৷ যে চিঠিতে নিশীথকে বাংলাদেশি বলে উল্লেখ করা হয় ৷ নিপুন বোরা চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ তিনি এই বিষয়ে মোদির হস্তক্ষেপ দাবি করেছিলেন ৷

আরও পড়ুন : মোদির ভাষণের সময় বিরোধীদের বিক্ষোভে শুরুতেই তপ্ত বাদল অধিবেশন

সোমবার দুপুরে দু’টো নাগাদ রাজ্যসভার অধিবেশন ফের শুরু হতেই এই ইস্যুটি তোলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) ৷ তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী একজন বাংলাদেশী বলে অভিযোগ উঠেছে ৷ আর তারপরই হইচই পড়ে যায় সংসদের উচ্চকক্ষে ৷

লোকসভার সাংসদ হলেও নিশীথ সেই সময় রাজ্যসভাতেই উপস্থিত ছিলেন ৷ সেই সময় তাঁর হয়ে আসরে নেমে পড়েন ট্রেজারি বেঞ্চের অন্য সাংসদরা ৷ কিন্তু তাতে বিরোধীদের বিক্ষোভকে থামানো যায়নি ৷ বরং এই ইস্যুতে কংগ্রেসও সরব হয় ৷ রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের (Congress) মল্লিকার্জুন খাড়গে দাবি জানান যে নিশীথ বাংলাদেশের নাগরিক কি না, এই বিষয়টি জানার অধিকার সকলের রয়েছে ৷

আরও পড়ুন : করোনা নিয়ে সব তথ্য দেব, কড়া প্রশ্ন করুক বিরোধীরা; বাদল অধিবেশনের আগে বার্তা মোদির

এর পালটা রাজ্যসভায় শাসকপক্ষের নেতা পীযূষ গোয়েল (Piyus Goyal) জানান, নিশীথের বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন ৷ এই অভিযোগ করে নিশীথকে তো অপমান করাই হচ্ছে ৷ পাশাপাশি রাজবংশী সমাজকেও অপমান করা হচ্ছে ৷ কারণ, নিশীথ রাজবংশী সমাজের প্রতিনিধি ৷ আর এই প্রথম কোনও রাজবংশী কেন্দ্রের মন্ত্রী হলেন ৷

উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনের কিছুদিন আগে নিশীথ প্রামাণিক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করেন ৷ তার পর তাঁকে কোচবিহার থেকে প্রার্থী করা হয় ৷ তিনি জিতেও যান ৷ সম্প্রতি প্রধানমন্ত্রী মন্ত্রিসভা ও মন্ত্রী পরিষদে রদবদল করেছেন ৷ সেখানে বাংলা থেকে চারজন মন্ত্রী হয়েছেন ৷ সেই তালিকায় রয়েছেন নিশীথও ৷ তাঁকে স্বরাষ্ট্র এবং ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ৷ আর তার পর তাঁর নাগরিকত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

আরও পড়ুন : নিশীথের হয়ে ব্যাট ধরলেন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ

Last Updated : Jul 20, 2021, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.