ETV Bharat / bharat

মোদি সরকারের বিরুদ্ধে সরব বলেই কি অনুরাগ-তাপসীকে হেনস্থা ? - তৃণমূল কংগ্রেস

অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা ৷ এই নিয়ে সরব বিরোধীরা৷ তাদের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে সরব বলেই অনুরাগ-তাপসীকে হেনস্থা ৷

মোদি সরকারের বিরুদ্ধে সরব বলেই কি অনুরাগ-তাপসীকে হেনস্থা !
মোদি সরকারের বিরুদ্ধে সরব বলেই কি অনুরাগ-তাপসীকে হেনস্থা !
author img

By

Published : Mar 3, 2021, 10:20 PM IST

Updated : Mar 4, 2021, 9:37 AM IST

কলকাতা, 3 মার্চ : বলিউডের দুই বিখ্যাত সেলিব্রিটি অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নু-সহ একাধিক ব্যক্তির বাড়িতে বুধবার আয়কর দফতর হানা দেয় ৷ মুম্বই ও পুনেতে তাঁদের বাড়িতে হানা দেওয়া হয় ৷ তাঁদের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷

যদি একাধিক সিনেমার পরিচালক অনুরাগ ও অভিনেত্রী তাপসীর বাড়িতে এই আয়কর হানা ঘিরে প্রশ্ন তুলছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ দেশের অনান্য অংশ তো বটেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারাও এই নিয়ে প্রশ্ন তুলছেন ৷ এই ঘটনাকে বিজেপির বিরোধীরা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে ৷

প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু বিজেপি ও মোদি বিরোধী হিসেবেই পরিচিত ৷ সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হতে দেখা যায় তাঁদের ৷ এমনকী, তাঁরা কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষে ভরা একাধিক পোস্টও করেন ৷ সাম্প্রতিক সময়ে তাঁরা সবচেয়ে বেশি সরব হয়েছেন কেন্দ্রের মোদি সরকারের তৈরি করা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ৷ যে আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা লাগাতার আন্দোলন করছেন ৷

বিরোধীদের অভিযোগ, সেই কারণেই ভারতীয় জনতা পার্টি ও কেন্দ্রের মোদি সরকার তাঁদের ভালো চোখে দেখে না ৷ তারই ফল বুধবারের আয়কর হানা ৷ এই নিয়ে মহারাষ্ট্রে এনসিপি, আরজেডির মতো দলগুলি সরব হয়েছে ৷ আর পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতারা এই ইস্যুতে সরব হয়েছেন ৷ তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, যাঁরাই বিজেপির বিরোধিতা করবে, তাঁদের বিরুদ্ধে এজেন্সির ব্যবহার পুরনো রীতি ৷ এক্ষেত্রেই তাই হয়েছে ৷

কিন্তু কংগ্রেস ও সিপিএম আবার শুধু বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসকেও বিঁধেছে ইস্যুতে ৷ তাদের অভিযোগ, তৃণমূল ও বিজেপি কখনওই বিরোধী স্বর পচ্ছন্দ করে না ৷ কংগ্রেসের আব্দুল মান্নান বলেন, ‘‘কেবলমাত্র মুম্বই বলে নয় অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর মতো ঘটনা এই রাজ্যেও একাধিকবার ঘটেছে ৷ কবি মন্দাক্রান্তা সেনকেও হেনস্থার শিকার হতে হয়েছিল এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কথা বলার জন্য ৷’’ তাই তিনি মনে করেন, ‘‘বিজেপি ও তৃণমূল একই রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে বলে সংবিধানকে গলা টিপে খুন করতে চায় ৷’’ তাঁর অভিযোগ, স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকার মানুষের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি ৷

অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী অম্বিকেশ মহাপাত্রের প্রসঙ্গ টেনে এনেছেন ৷ তিনি বলেন, ‘‘অম্বিকেশ মহাপাত্রকে জেলে যেতে হয়েছিল কৌতুক চিত্রের জন্য ৷ বিজেপির বিরুদ্ধে কথা বলায় অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর দফতর হানা দিল ৷ আগামিদিনে মানুষ বুঝতে পারবে বিজেপি কতটা ভয়ঙ্কর ৷’’ তাঁর আরও বক্তব্য যে আজ অনুরাগ-তাপসী সেলিব্রিটি বলে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে হইচই হচ্ছে ৷ কিন্তু সাধারণ মানুষও এই ধরনের সমস্যার মধ্যে পড়েন ৷ সেই খবর কেউ জানতে পারে না ৷

আরও পড়ুন : অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা

তাঁর অভিযোগ, ‘‘রাজ্য ও কেন্দ্রের মনের মতো কথা না বললে বহু মানুষ নিখোঁজ হয়ে যাবেন ভবিষ্যতে ৷ এই সব অপ্রীতিকর ঘটনা মনে রেখে বাম, কংগ্রেস ও আইএসফ জোটকে সমর্থন করুন ৷’’

কলকাতা, 3 মার্চ : বলিউডের দুই বিখ্যাত সেলিব্রিটি অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নু-সহ একাধিক ব্যক্তির বাড়িতে বুধবার আয়কর দফতর হানা দেয় ৷ মুম্বই ও পুনেতে তাঁদের বাড়িতে হানা দেওয়া হয় ৷ তাঁদের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷

যদি একাধিক সিনেমার পরিচালক অনুরাগ ও অভিনেত্রী তাপসীর বাড়িতে এই আয়কর হানা ঘিরে প্রশ্ন তুলছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ দেশের অনান্য অংশ তো বটেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারাও এই নিয়ে প্রশ্ন তুলছেন ৷ এই ঘটনাকে বিজেপির বিরোধীরা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে ৷

প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু বিজেপি ও মোদি বিরোধী হিসেবেই পরিচিত ৷ সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হতে দেখা যায় তাঁদের ৷ এমনকী, তাঁরা কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষে ভরা একাধিক পোস্টও করেন ৷ সাম্প্রতিক সময়ে তাঁরা সবচেয়ে বেশি সরব হয়েছেন কেন্দ্রের মোদি সরকারের তৈরি করা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ৷ যে আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা লাগাতার আন্দোলন করছেন ৷

বিরোধীদের অভিযোগ, সেই কারণেই ভারতীয় জনতা পার্টি ও কেন্দ্রের মোদি সরকার তাঁদের ভালো চোখে দেখে না ৷ তারই ফল বুধবারের আয়কর হানা ৷ এই নিয়ে মহারাষ্ট্রে এনসিপি, আরজেডির মতো দলগুলি সরব হয়েছে ৷ আর পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতারা এই ইস্যুতে সরব হয়েছেন ৷ তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, যাঁরাই বিজেপির বিরোধিতা করবে, তাঁদের বিরুদ্ধে এজেন্সির ব্যবহার পুরনো রীতি ৷ এক্ষেত্রেই তাই হয়েছে ৷

কিন্তু কংগ্রেস ও সিপিএম আবার শুধু বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসকেও বিঁধেছে ইস্যুতে ৷ তাদের অভিযোগ, তৃণমূল ও বিজেপি কখনওই বিরোধী স্বর পচ্ছন্দ করে না ৷ কংগ্রেসের আব্দুল মান্নান বলেন, ‘‘কেবলমাত্র মুম্বই বলে নয় অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর মতো ঘটনা এই রাজ্যেও একাধিকবার ঘটেছে ৷ কবি মন্দাক্রান্তা সেনকেও হেনস্থার শিকার হতে হয়েছিল এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কথা বলার জন্য ৷’’ তাই তিনি মনে করেন, ‘‘বিজেপি ও তৃণমূল একই রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে বলে সংবিধানকে গলা টিপে খুন করতে চায় ৷’’ তাঁর অভিযোগ, স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকার মানুষের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি ৷

অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী অম্বিকেশ মহাপাত্রের প্রসঙ্গ টেনে এনেছেন ৷ তিনি বলেন, ‘‘অম্বিকেশ মহাপাত্রকে জেলে যেতে হয়েছিল কৌতুক চিত্রের জন্য ৷ বিজেপির বিরুদ্ধে কথা বলায় অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর দফতর হানা দিল ৷ আগামিদিনে মানুষ বুঝতে পারবে বিজেপি কতটা ভয়ঙ্কর ৷’’ তাঁর আরও বক্তব্য যে আজ অনুরাগ-তাপসী সেলিব্রিটি বলে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে হইচই হচ্ছে ৷ কিন্তু সাধারণ মানুষও এই ধরনের সমস্যার মধ্যে পড়েন ৷ সেই খবর কেউ জানতে পারে না ৷

আরও পড়ুন : অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা

তাঁর অভিযোগ, ‘‘রাজ্য ও কেন্দ্রের মনের মতো কথা না বললে বহু মানুষ নিখোঁজ হয়ে যাবেন ভবিষ্যতে ৷ এই সব অপ্রীতিকর ঘটনা মনে রেখে বাম, কংগ্রেস ও আইএসফ জোটকে সমর্থন করুন ৷’’

Last Updated : Mar 4, 2021, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.