নয়াদিল্লি, 12 অগস্ট : সংসদ (Parliament) অচল করার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বিরোধীদের ৷ একযোগে সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি জানালেন প্রহ্লাদ যোশি (Pralhad Joshi), অনুরাগ ঠাকুর (Anurag Thakur), পীযূষ গোয়েল (Piyush Goyal)-সহ কেন্দ্রের 7 মন্ত্রী ৷
সংসদে বিরোধীদের হেনস্থা করতে বাইরের লোক আনা হয়েছে বলে বিরোধীরা যে অভিযোগ তুলেছে তার জবাব দিতে আসরে নামেন 7 জন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তাঁদের পাল্টা অভিযোগ, "পরিকল্পিতভাবেই সংসদের কাজ হতে দেয়নি বিরোধীরা ৷ তারা সংসদের মর্যাদাও রক্ষা করেনি ৷ এ জন্য দেশবাসীর কাছে তাদের ক্ষমা চাইতে হবে ৷ আর যাঁরা রাজ্যসভায় টেবিলের উপর উঠে চেয়ারম্যানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তাঁদের শাস্তি দিয়ে আগামী দিনে যাতে এমন ঘটনা না-ঘটে, তার ব্যবস্থা করতে হবে ৷"
বিরোধী দলের সাংসদ এমনকী মহিলা সাংসদদের হেনস্থার জন্য যাঁরা সংসদের নিরাপত্তার দায়িত্বে নেই এমন বহিরাগতদের আনা হয়েছিল ৷ একযোগে এই অভিযোগ এনেছে 12টি বিরোধী দল ৷ তার জবাব দিতে দিল্লিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হন 7 জন কেন্দ্রীয় মন্ত্রী ৷ পাল্টা তোপ দেগে সংসদের কাজ পণ্ড হওয়ার জন্য বিরোধীদের নিশানা করেন তাঁরা ৷ শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "দেশের জনগণ তাঁদের সমস্যা সমাধানের জন্য সরকারকে দায়িত্ব দিয়েছে ৷ তবে আমরা দেখেছি যে, কীভাবে সংসদের কাজে বাধা সৃষ্টি করে কাজ হতে দেয়নি বিরোধীরা ৷ সংসদে শুধু অরাজকতা করেছে বিরোধীরা ৷ কুমিরের কান্না না কেঁদে, তাদের উচিত লজ্জিত হওয়া এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া ৷"
আরও পড়ুন: Opposition leaders march: কৃষি আইন বাতিলের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ বিরোধীদের
পরিকল্পিতভাবেই বিরোধীরা সংসদের কাজ পণ্ড করেছে বলে অভিযোগ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশির ৷ তিনি বলেন, "সে দিন কয়েকজন সাংসদ রাজ্যসভার টেবিলের উপর উঠে পড়েছিলেন ৷ তাঁরা নিজেরা এ জন্য গর্বিত ছিলেন ৷ তাঁরা মনে করছিলেন যে, দারুণ কিছু একটা করে ফেলেছেন ৷ সেই ভিডিয়ো শ্যুট করে টুইটও করেন তাঁরা ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের পর নয়া মন্ত্রীদের পরিচয় করানোর জন্য সময় চেয়েছিল কেন্দ্র ৷ কিন্তু সেটাও দেয়নি বিরোধীরা ৷ সরকার যাবতীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত থাকলেও বিরোধীরা আলোচনা হতে দেয়নি ৷ এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, অধিবেশনের কাজ পণ্ড করারই পরিকল্পনা ছিল বিরোধীদের ৷" আলোচনা হতে দিলে অধিবেশনের নির্ধারিত সময় 13 অগস্টের পরও প্রয়োজনে সোমবার পর্যন্ত অধিবেশন চালানো হবে বলে কেন্দ্র জানিয়েছিল বলে দাবি করেন প্রহ্লাদ যোশি ৷ তবে তাঁর দাবি, তাতেও রাজি হয়নি বিরোধীরা ৷
আরও পড়ুন: Sonia Gandhi : এবার বিরোধীদের একজোট করতে ডিনার পার্টি সোনিয়া গান্ধির
বিরোধী সাংসদদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে অপর কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল বলেন, "সাংসদদের থেকে এমন আচরণ আশা করা যায় না ৷ তাঁরা আসবাব ভেঙেছেন, দরজা ভেঙেছেন, মন্ত্রীরা বিবৃতি দেওয়ার সময় তাঁদের হাত থেকে কাগজ ছিনিয়ে নিয়েছেন, মার্শালদের হেনস্থা করেছেন, একজন মহিলা মার্শাল জখম হয়েছেন, আসবাবের উপর চড়েছেন, ডেস্ক-চেয়ারে লাথি মেরেছেন ৷ তাঁরা গোটা দেশকে লজ্জিত করেছেন ৷"
আরও পড়ুন : Opposition leaders march: কৃষি আইন বাতিলের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ বিরোধীদের
সংসদের বাদল অধিবেশন আচমকা শেষ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে বিক্ষোভ দেখায় কংগ্রেস-সহ 12টিরও বেশি বিরোধী দল ৷ মহিলা-সহ অন্যান্য সাংসদদের বহিরাগত দিয়ে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করে তারা ৷