নয়াদিল্লি, 1 ডিসেম্বর : বহিষ্কৃত 12 জন বিরোধী দলের সাংসদদের (Suspended 12 MPs) ফিরিয়ে নেওয়ার দাবিতে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন বিরোধী দলের সাংসদেরা (Opposition MPs protest at Gandhi Statue) ৷ সংসদের শীতকালীন অধিবেশনের (Parliament Winter Session) প্রথম দিন অর্থাৎ 29 নভেম্বর অধিবেশন শেষের আগে 12 জন সাংসদকে বহিষ্কারের প্রস্তাব আনেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী (Parliament minister Pralhad Joshi) ৷ তা ধ্বনি ভোটে (Voice Vote) পাশ হয়ে যায় ৷ এ বছরের বাদল অধিবেশনের (Monsoon Session) শেষ দিন সংসদে "সংসদ বিরোধী এবং হিংসাত্মক" আচরণের জন্য এঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে ৷
গতকাল অধিবেশনের দ্বিতীয় দিনে এই সাংসদদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার (Revoke of Suspension) করা নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান (Rajya Sabha Chairman) বেঙ্কাইয়া নাইডুর (M Venkaiah Naidu) সঙ্গে জোর বিতর্ক বাধে রাজ্যসভার বিরোধী নেতা (Leader of the Opposition in Rajya Sabha) মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ কিন্তু কোনও ভাবে বেঙ্কাইয়া নাইডু এই সাংসদদের বহিষ্কার প্রত্যাহারে রাজি হননি ৷ উল্টে তিনি এই সাংসদদের ক্ষমা চাওয়ার কথা জানান ৷ কিন্তু বহিষ্কৃত সাংসদেরাও ক্ষমা চাইতে অস্বীকার করেন ৷ গতকাল লোকসভা ও রাজ্যসভা অধিবেশনে এ নিয়ে ঝড় বয়ে যায় ৷ মাঝপথে তৃণমূল কংগ্রেস ছাড়া রাজ্যসভার একাধিক বিরোধী দলের সাংসদেরা কক্ষ ত্যাগ করেন ৷
আরও পড়ুন : Opposition Walk Out RajyaSabha: 12 সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত বহাল, রাজ্যসভায় ওয়াক-আউট বিরোধীদের
এর পর গতকালই একটি টুইটে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ (TMC Rajya Sabha MP) ডেরেক ও ব্রায়েন (Derek O'Brien) জানিয়েছিলেন, "12 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে আগামিকাল 1 ডিসেম্বর থেকে মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশে ধর্নায় বসব ৷ সোম থেকে শুক্রবার প্রতিদিন সকাল 10টা-সন্ধে 6টা পর্যন্ত এই ধর্না চলবে ৷"
-
Starting tomorrow 1 Dec, from 10 am to 6 pm Mon-Fri- the 12 Opposition MPs suspended from Rajya Sabha will sit in dharna in front of Mahatma Gandhi statue #Parliament
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Starting tomorrow 1 Dec, from 10 am to 6 pm Mon-Fri- the 12 Opposition MPs suspended from Rajya Sabha will sit in dharna in front of Mahatma Gandhi statue #Parliament
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 30, 2021Starting tomorrow 1 Dec, from 10 am to 6 pm Mon-Fri- the 12 Opposition MPs suspended from Rajya Sabha will sit in dharna in front of Mahatma Gandhi statue #Parliament
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 30, 2021
রাজ্যসভার বিরোধী দলের সাংসদেরা সংসদের গান্ধি মূর্তির পাদদেশে লাগাতার ধর্নায় বসার ডাক দেন ৷ আজ সকাল আনুমানিক সাড়ে 10 টা থেকে ধর্নায় বসেছেন তাঁরা ৷ উপস্থিত রয়েছেন রাহুল গান্ধি ৷ এদিকে শীতকালীন অধিবেশনের (Parliament Winter Session) তৃতীয় দিনের শুরুতেই বিরোধীদের হই হট্টগোলে সরগরম সংসদ ৷ যার জেরে শুরুর 10 মিনিটের মধ্যেই মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন ৷ বেলা 12টা পর্যন্ত মুলতুবি রাখা হল উচ্চকক্ষের অধিবেশন (Rajya Sabha Adjourned) ৷
তৃণমূলের অন্যতম বহিষ্কৃত সাংসদ দোলা সেন (TMC's Dola Sen) জানান, সাংসদদের এই বহিষ্কারের মাধ্যমে সংসদে সংখ্যাগরিষ্ঠরা তাদের জোর দেখাচ্ছে ৷ তিনি বলেন, "ওরা যখন বিরোধী দল ছিল, তখন সংসদের কাজকর্মে প্রায়ই বাধা দিত ৷ যতক্ষণ না পর্যন্ত ন্যায়বিচার পাচ্ছি, আমরা আমাদের ধর্না চালিয়ে যাব ৷"
আরও পড়ুন : Dharna at Mahatma Gandhi Statue: 1 ডিসেম্বর থেকে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বহিষ্কৃত সাংসদরা
দুপুর 12টায় রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর আজও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) 12 জন সাংসদের বহিষ্কারের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা ৷ অধিবেশন শুরুর আনুমানিক 10 মিনিট পর ফের বেলা 2টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন ৷
এদিকে সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী (Parliament minister Pralhad Joshi) জানিয়েছেন, যদি রাজ্যসভার ওই 12 জন সদস্য ফিরে আসতে চান, তাহলে তাদের অনুশোচনা প্রকাশ করতে হবে ৷ তিনি বলেন, "তাঁরা ধর্নায় বসুন ৷ আমি প্রার্থনা করি মহাত্মা গান্ধী যেন তাঁদের জ্ঞান দেন ৷"