ETV Bharat / bharat

MP Navneet Rana : অধিবেশন পণ্ড করতে চাইছে, বিরোধীদের তোপ নির্দল সাংসদের - Petrol-Diesel

মহারাষ্ট্র থেকে নির্বাচিত নির্দল সাংসদ নবনীত রানার দাবি, দেশের বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত ৷ কিন্তু গোলমাল করে বিরোধীরা সংসদের অর্থ নষ্ট করছে ৷

opposition-just-want-to-ruin-the-parliament-session-by-creating-ruckus-mp-navneet-rana
MP Navneet Rana : সংসদে অধিবশন পণ্ড করতে চাইছে বিরোধীরা, মত সাংসদ নবনীত রানা
author img

By

Published : Aug 5, 2021, 2:31 PM IST

Updated : Aug 5, 2021, 4:42 PM IST

নয়াদিল্লি, 5 অগস্ট : সংসদে (Parliament) গোলমাল তৈরি করাই বিরোধীদের কাজ ৷ দেশের বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত ৷ কিন্তু গোলমাল করে বিরোধীরা সংসদের অর্থ নষ্ট করছে ৷ মহারাষ্ট্র থেকে নির্বাচিত নির্দল সাংসদ নবনীত রানা (Navneet Rana) ইটিভি ভারতের সঙ্গে বিশেষ কথোপকথনে এমনই দাবি করলেন ৷

আরও পড়ুন : Pegasus : মিডিয়া রিপোর্ট সত্যি হলে অভিযোগ খুবই গুরুতর ; পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্ট

তিনি জানিয়েছেন, সাংসদরা নিজেদের সংসদীয় এলাকার গুরুত্বপূর্ণ ইস্যু সংসদে তুলতে চান ৷ কিন্তু তাঁরা সেই সুযোগ পাচ্ছেন না ৷ বিরোধীরা সংসদের অর্থ নষ্ট করছে, যা সাধারণ মানুষের টাকা ৷ জনগণ সব দেখছে ৷ দেশের বিভিন্ন অংশে বন্যা হচ্ছে, কোভিড-19 (Covid-19) সংক্রান্ত বিল পাশ নিয়ে, পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দাম বৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা হওয়া দরকার বলে তিনি মনে করেন ৷ তিনি বলেন, কংগ্রেস ও অন্য দলগুলির যদি নিজেদের মতামত প্রকাশ করতে চায়, তাহলে তাদের সংসদে এসে এই ইস্যুগুলি নিয়ে আলোচনা করা উচিত ৷

গত 19 জুলাই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন (Monsoon Session) ৷ তার আগের দিনই পেগাসাস (Pegasus Spyware) বিতর্ক সামনে আসে ৷ বিরোধীদের অভিযোগ, পেগাসাস ব্যবহার করে কেন্দ্রীয় সরকার ফোনে আড়ি পাতছে ৷ তাই এই নিয়ে বাদল অধিবেশন শুরুর দিন থেকেই সংসদ উত্তাল বিরোধীদের বিক্ষোভের জেরে ৷ যদিও সরকারের তরফে এই নিয়ে সংসদে আলোচনার কোনও ইঙ্গিত দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Prashant Kishor : অমরিন্দরের উপদেষ্টার পদ ছাড়লেন প্রশান্ত কিশোর

সরকার পেগাসাস ইস্যুতে আলোচনায় রাজি নয় ৷ এই নিয়ে জানতে চাওয়া হলে নবনীত রানা জানান, গোলমাল না থামলে কোনও সমাধান বের হবে না ৷ সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত হয়ে এই সমস্যার সমাধান করতে হবে ৷

মহারাষ্ট্র থেকে নির্বাচিত নির্দল সাংসদ নবনীত রানার সাক্ষাৎকার

একই সঙ্গে তিনি অলিম্পিকসে (Olympics) মহিলা হকি দলের সাফল্যের প্রশংসা করেছেন ৷ আর খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি অলিম্পিকসে মহিলাদের পদক জয়ের বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ৷ তিনি জানিয়েছেন যে এই সাফল্য দেখে একজন মহিলা হিসেবে তিনি গর্বিত ৷ এর থেকে প্রমাণিত হয় যে মহিলারা যে কোনও ক্ষেত্রেই সাফল্য পেতে পারে ৷

আরও পড়ুন : PM on WB Flood : রাজ্যে বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 5 অগস্ট : সংসদে (Parliament) গোলমাল তৈরি করাই বিরোধীদের কাজ ৷ দেশের বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত ৷ কিন্তু গোলমাল করে বিরোধীরা সংসদের অর্থ নষ্ট করছে ৷ মহারাষ্ট্র থেকে নির্বাচিত নির্দল সাংসদ নবনীত রানা (Navneet Rana) ইটিভি ভারতের সঙ্গে বিশেষ কথোপকথনে এমনই দাবি করলেন ৷

আরও পড়ুন : Pegasus : মিডিয়া রিপোর্ট সত্যি হলে অভিযোগ খুবই গুরুতর ; পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্ট

তিনি জানিয়েছেন, সাংসদরা নিজেদের সংসদীয় এলাকার গুরুত্বপূর্ণ ইস্যু সংসদে তুলতে চান ৷ কিন্তু তাঁরা সেই সুযোগ পাচ্ছেন না ৷ বিরোধীরা সংসদের অর্থ নষ্ট করছে, যা সাধারণ মানুষের টাকা ৷ জনগণ সব দেখছে ৷ দেশের বিভিন্ন অংশে বন্যা হচ্ছে, কোভিড-19 (Covid-19) সংক্রান্ত বিল পাশ নিয়ে, পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দাম বৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা হওয়া দরকার বলে তিনি মনে করেন ৷ তিনি বলেন, কংগ্রেস ও অন্য দলগুলির যদি নিজেদের মতামত প্রকাশ করতে চায়, তাহলে তাদের সংসদে এসে এই ইস্যুগুলি নিয়ে আলোচনা করা উচিত ৷

গত 19 জুলাই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন (Monsoon Session) ৷ তার আগের দিনই পেগাসাস (Pegasus Spyware) বিতর্ক সামনে আসে ৷ বিরোধীদের অভিযোগ, পেগাসাস ব্যবহার করে কেন্দ্রীয় সরকার ফোনে আড়ি পাতছে ৷ তাই এই নিয়ে বাদল অধিবেশন শুরুর দিন থেকেই সংসদ উত্তাল বিরোধীদের বিক্ষোভের জেরে ৷ যদিও সরকারের তরফে এই নিয়ে সংসদে আলোচনার কোনও ইঙ্গিত দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Prashant Kishor : অমরিন্দরের উপদেষ্টার পদ ছাড়লেন প্রশান্ত কিশোর

সরকার পেগাসাস ইস্যুতে আলোচনায় রাজি নয় ৷ এই নিয়ে জানতে চাওয়া হলে নবনীত রানা জানান, গোলমাল না থামলে কোনও সমাধান বের হবে না ৷ সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত হয়ে এই সমস্যার সমাধান করতে হবে ৷

মহারাষ্ট্র থেকে নির্বাচিত নির্দল সাংসদ নবনীত রানার সাক্ষাৎকার

একই সঙ্গে তিনি অলিম্পিকসে (Olympics) মহিলা হকি দলের সাফল্যের প্রশংসা করেছেন ৷ আর খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি অলিম্পিকসে মহিলাদের পদক জয়ের বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ৷ তিনি জানিয়েছেন যে এই সাফল্য দেখে একজন মহিলা হিসেবে তিনি গর্বিত ৷ এর থেকে প্রমাণিত হয় যে মহিলারা যে কোনও ক্ষেত্রেই সাফল্য পেতে পারে ৷

আরও পড়ুন : PM on WB Flood : রাজ্যে বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

Last Updated : Aug 5, 2021, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.